
জনপ্রিয় যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে। এই সংগীতশিল্পীর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি ঘোষণার জন্য। কারণ এই তারকা নিজেই একটি ঘোষণার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও কি নিয়ে বিয়ন্সের ঘোষণা আসছে সেটা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা করবেন এই পপ তারকা। ভক্তদের উদ্দেশে আইকনিক চমক প্রকাশের জন্য বিয়ন্সের বিশেষ পরিচিতি রয়েছে। তবে এবারের ঘোষণাটি আসলে কোনো নতুন গান, অ্যালবাম নাকি ওয়ার্ল্ড ট্যুর সম্পর্কে সেটা এখনো স্পষ্ট করেননি তিনি। ঘোষণার দেওয়ার যে তারিখ জানিয়েছিলেন বিয়ন্সে সেটাও আবার একটি পোস্টের মাধ্যমে স্থগিত করেছেন নিজেই।
সবশেষ খবর অনুযায়ী, ২০২৫ সালের জন্য এখনো কোনো ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা করেননি এই সংগীতশিল্পী। এর আগে গত ১৪ জানুয়ারি ভক্তদের উদ্দেশে একটি চমকপ্রদ ঘোষণা দেওয়ার কথা ছিল এই বিয়ন্সের। কিন্তু ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে ১৪ জানুয়ারি একটি ইন্সটাগ্রাম পোস্টের মধ্য দিয়ে ঘোষণাটি স্থগিত করেন তিনি। পোস্টে বিয়ন্সে বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে যে ধ্বংসযজ্ঞের তৈরি হয়েছে সে কারণে ঘোষণাটি স্থগিত করা হলো। ঘোষণার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। দাবানলে যারা ক্ষতির শিকার হয়েছেন সেসব পরিবারের নিরাময় এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমি প্রার্থনা করছি। যারা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
বিয়ন্সের ফায়ার রিলিফ ফান্ড ‘বেগুড এলএ’ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ২.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। ভক্তদেরও সাধ্যমতো সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই পপ তারকা।
হাসান