ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

বিচারক হলেন সোহানা সাবা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
বিচারক হলেন সোহানা সাবা
সোহানা সাবা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি। লিখছেন গল্প ও চিত্রনাট্য। একসময় নাটকে নিয়মিত ছিলেন তিনি। তবে এখন নাটকে খুব বেশি দেখা মেলে না তার। কারণ চলচ্চিত্র নিয়েই সোহানা সাবার মূল ভাবনা। ক্যারিয়ারে যে কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলোর জন্য পেয়েছেন দর্শকদের কাছে দুহাত ভরে ভালোবাসা।

তবে গড়পড়তা কাজ করেন না কখনো। মনের মতো কাজ না পেলে ঘুরে বেড়ান দেশ থেকে দেশের বাইরে। কাজের সংখ্যার চেয়ে মানের দিক নিয়েই ভেবেছেন সব সময়। শুরুতে নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তারপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’, ‘প্রিয়তমেসু’, ‘অসম্ভব’ এবং কলকাতার ‘ষড়রিপু’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এবার নতুন এক পরিচয় যুক্ত হলো তার ক্যারিয়ারে। কারণ বিচারকের আসনে বসলেন এই অভিনেত্রী। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর নিজেই জানিয়েছেন এই তারকা।

সোহানা সাবা জানান, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ১৭ জানুয়ারি। উৎসবটি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের মোট ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।

এ সম্পর্কে তিনি বলেন, “২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম। এরপর বেশ কয়েকবার আমি এই উৎসবে জুরি হিসেবে কাজ করার ডাক পেয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে তখন সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়, তারপরেও সুযোগ মেলেনি এ জন্য প্রতিবারই না বলতে হয়েছে। কিন্তু এবার প্রস্তাব পেয়ে আর ফেরাতে পারিনি। পাওয়ামাত্রই লুফে নিয়েছি। আমি ইতোধ্যেই কাজ শুরু করে দিয়েছি।”

সোহানা সাবা আরও বলেন, ‘এখন বেশ কিছু কাজের পরিকল্পনা করছি। আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ দেব। আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে সবার মুখ রক্ষা করব।’

নতুন সিনেমা নিয়ে এই অভিনেত্রী বলেন, “সামনে ‘মানিকের লাল কাঁকড়া’ ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া আরও নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বলতে পারেন এই ছবি দুটোই আমার নতুন বছরের চমক। তবে এখনই ছবি দুটি নিয়ে কিছু বলা যাবে না। নির্মাতা ও প্রযোজনা সংস্থা থেকে ফেব্রুয়ারিতে ঘোষণা আসবে।”

ওয়েব সিরিজে কাজ নিয়ে সাবা বলেন, “ওয়েব সিরিজেও কাজ করা হবে। তবে এখনই কোনো কাজ চূড়ান্ত হয়নি। একটি কাজ আসবে হয়তো। ‘টুইন রিটার্নস’ নামের একটি ওয়েব সিরিজ করেছিলাম। সেটির সিক্যুয়েলের কাজ অনেকটাই শেষ হয়েছে। এ বছর বাকি কাজটুকু শেষ করতে পারলে দর্শক দেখতে পাবেন।”

হাসান

রবির জন্য পিট-ডিক্যাপ্রিওর দ্বন্দ্ব!

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
রবির জন্য পিট-ডিক্যাপ্রিওর দ্বন্দ্ব!
ছবি সংগৃহীত

হলিউডের কমেডি জনরার ক্ল্যাসিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তিন জনপ্রিয় তারকা মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট। পর্দার বাইরে ডিক্যাপ্রিও এবং পিটের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে জানা গেছে, ছবিটিতে কাজ করতে গিয়ে অভিনেত্রী মার্গট রবির প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন এই দুই বন্ধু। এমনকি অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন তারা।

বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশ্য তারা কখনোই এ নিয়ে মুখ খোলেননি। তবে সিনেমার পর বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতাদের রবির সঙ্গে ফ্লার্ট করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে মার্কিন এক গণমাধ্যম প্রতিবেদন করেছিল, ‘মার্গট রবির মনোযোগ আকর্ষণ করতে ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিও আপ্রাণ চেষ্টা করেছিলেন। এমনকি এই বিষয়টি তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। এ ছাড়া কান ফিল্ম ফেস্টিভ্যালে রবি এবং ডিক্যাপ্রিওকে একসঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে। পিট নিজেও এমন প্রচেষ্টা চালিয়ে গেছেন।’

বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, লিও সব সময়ই রবির প্রিয় অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও তার থেকে পিটের সঙ্গে এই অভিনেত্রীর বেশি ঘনিষ্ঠভাব ছিল। কাহিনিগুলো তখন ইন্টারনেট এবং ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করেছিল।

তবে ধারণা করা হয়, গণমাধ্যমে আসা এই সংবাদের পুরোটাই ছিল গুজব। কেননা সে সময়ে টাইটানিক’খ্যাত অভিনেতা ডিক্যাপ্রিও মডেল ক্যামিলা মরোনের সঙ্গে প্রেম করতেন। আর ব্র্যাড পিটের মুখপাত্রের দাবি, মার্গট রবির সঙ্গে পিটের সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার ও বন্ধুত্বপূর্ণ। অন্যদিকে, অভিনেত্রী মার্গট রবি নিজেও ২০১৬ সাল থেকে টম অ্যাকারলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন।

এই অভিনেত্রীকে নিয়ে একই সংবাদমাধ্যম আরেকটি গুজব ছড়িয়েছিল যে, তার স্বামী তাকে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় কাজ করতে নাকি বাধা দিয়েছিলেন। এমনকি তাকে নিয়ে পিট-ডিক্যাপ্রিওর ঝগড়ার বিষয়টিও গুজব হিসেবেই ধরে নেওয়া হয়। 
উল্লেখ্য, এই সিনেমার পর বেশকিছু সাক্ষাৎকারে তাদেরকে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে।

 

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
দ্বিতীয় সন্তানের অপেক্ষায়
ছবি সংগৃহীত

তেলেগু ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে এখন আর নিয়মিত বড় পর্দায় দেখা যায় না। তবে সম্প্রতি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন ইলিয়ানা। জানা গেছে, দ্বিতীয় বারের মতো সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী।

মূলত এ সম্পর্কে প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন ইলিয়ানা নিজেই। ২০২৫ সালের জানুয়ারির শুরুতে সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করেছিলেন তিনি। সেখানে তার ছেলে কোয়া ফিনিক্স ডোলানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে গর্ভাবস্থা পরীক্ষার কিটের সঙ্গে নিজের আবেগঘন চেহারা দেখিয়েছিলেন তিনি। এর পরই এই অভিনেত্রীর দ্বিতীয় বারের মতো মা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়। যদিও ইলিয়ানা বিষয়টি স্বীকার না করলেও আভাস দিয়েছেন অন্যভাবে।

সামাজিক মাধ্যমে মধ্যরাতে খাবারের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি গর্ভবতী এটা আমাকে না বলেও জানান যে, আপনি গর্ভবতী।’ গত জানুয়ারিতেও একটি রিল শেয়ার করে তার ক্যাপশনে লিখেছিলেন, ‘ভালোবাসা, শান্তি, দয়ালু। আশা করি, ২০২৫ সালে আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

তখন থেকেই প্রিয় অভিনেত্রীকে নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয় কেননা এর আগে নিজের বিয়ের বিষয়টিও শুরুতে গোপন রেখেছিলেন এই বিউটি কুইন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘কিছু কিছু বিষয়ে রহস্য রাখা ভালো। এ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। এর আগে একবার আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু তার পরবর্তী অভিজ্ঞতা আমার জন্য তেমন একটা সুখকর ছিল না। আমাকে নিয়ে কেউ কথা বললে সেটা আমি সহ্য করতে পারি কিন্তু আমার সঙ্গী বা পরিবার সম্পর্কে কেউ বাজে কথা বললে সেটা আমার সহ্য হয় না।’


উল্লেখ্য, ২০২৩ সালে ইলিয়ানা মাইকেল ডোলানকে বিয়ে করেন। সে বছরেরই ১ আগস্ট প্রথম ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু
'কিত্তনখোলা' সিনেমার পোস্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ২৩তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে গতকাল ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

উৎসবটিতে গতকাল সকাল ১০টায় প্রথম প্রদর্শিত হয়েছে সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। এ ছাড়াও দুপুর ১টায় আমজাদ হোসেনের ‘ভাত দে’, বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাগুলো। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।

আয়োজকরা জানান, এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবে প্রতিদিন সকাল ৯টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।  উৎসবের দ্বিতীয় দিন আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেখানো হবে আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, দুপুর ১টায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য, বিকাল সাড়ে তিনটায় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ এবং সন্ধ্যা সাতটায় গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিন দেখানো হবে আরও চারটি সিনেমা। এর মধ্যে দুপুর ৩টা ৩০ মিনিটে দেখানো হবে রায়হান রাফির ‘তুফান’। চতুর্থ দিনও দেখানো হবে চারটি সিনেমা এবং সবশেষ ১৯ ফেব্রুয়ারি শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী সিনেমার মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।

বিয়ে করলেন ইয়াসমিন লাবণ্য

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
বিয়ে করলেন ইয়াসমিন লাবণ্য
উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য ও তার স্বামী মহি খান। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য তার জীবন চলার পথে দীর্ঘদিনের পরিচিত এবং পরবর্তীকালে প্রণয়ে সম্পৃক্ত হওয়া ইঞ্জিনিয়ার মহি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসেই ইয়াসমিন লাবণ্য ও মহি খানের কাবিন সম্পন্ন হয়।

লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় ১০ বছর। একসঙ্গে পথ চলতে চলতে একটা সময় এসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের আলোচনা এবং পরবর্তীকালে লাবণ্য-মহির সম্মতিতে তাদের কাবিন সম্পন্ন হয়। তবে এবারের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই পারিবারিক। লাবণ্য জানান, শিগগিরই বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মহি খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেই চাকরিজীবনে প্রবেশ করেন। তিন ভাইবোনের মধ্যে মেজো তিনি।

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে, তিনি ঠিক আমার মনেরই মতো একজন মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। মহিকে পেয়ে সত্যিই আমি ভীষণ খুশী। যেহেতু একেবারেই পারিবারিক আয়োজনে আমাদের কাবিন সম্পন্ন হয়েছে। আগামীতে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন।’ লাবণ্য মাছরাঙা টিভির প্রচার চলতি অনুষ্ঠান ‘রাঙ্গা সকাল’র নিয়মিত একজন উপস্থাপিকা।

উল্লেখ্য, লাবণ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত। ২০১৫ সাল থেকেই তিনি শিল্পীকলায় চাকরি করছেন।

কলি

এক বছর পর মঞ্চে ফিরছেন মৌ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
এক বছর পর মঞ্চে ফিরছেন মৌ
ছবি সংগৃহীত

একজন অভিনেত্রী হিসেবেই দর্শক তাকে চিনেন, জানেন। তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা-ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে তিনি প্রবল আগ্রহ নিয়ে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্য ‘একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান’-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী, নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌকে। নির্দেশনায় আছেন দীপা খন্দকার। 

এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় ‘সুবচন’ এবং ‘বটতলা’ নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি। এবার শূন্য রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

মৌকে প্রায় এক বছর আগে মঞ্চ নাটক ‘সূচনা’তে অভিনয় করতে দেখা যায়। ‘মুক্তি নাট্যোৎসব’-এ সূচনা নাটকটি প্রদর্শিত হয়েছিল। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ সূচনা নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

 প্রায় এক বছর পর মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন, ‘মঞ্চে আসলে সব সময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সব মিলিয়ে মঞ্চের জন্য সময় বের করাই আসলে কঠিন হয়ে যায়। তবে অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবেই ভালো লাগছে। কারণ মঞ্চে আমি আমার নিজেকে খুঁজে পাই। টিভি নাটকে অভিনয় করি পেশাগত কারণেই। তবে অভিনয়ের প্রেমটা আসলে মঞ্চ নাটকেই। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে মঞ্চ চর্চাটা ভীষণ জরুরি। ধন্যবাদ মোমেনা আপাকে। ধন্যবাদ আত্মজয় নাটকের নির্দেশককে। আত্মজয় একটি মানসিক দ্বন্দ্ব ও জীবনের কঠিন বাস্তবতা এবং আত্মপ্রত্যয়ের গল্প। নাটকটি দ্বীপ ও মমতাজ নামের দুই চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আশা করছি আত্মজয় দর্শকের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকদের ভীষণ ভালো লাগবে।’

মৌয়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘চোর চোর’ এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ। মৌ নিয়মিত অভিনয় করছেন সনজিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’, কায়সার আহমেদের ‘গোলমাল’ ধারাবাহিক নাটকে।

/ তাসনিম তাজিন