
পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ উদযাপন করতে যাচ্ছে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ‘প্রেরণা’ নাটকের ১৯তম মঞ্চায়ন করতে যাচ্ছে দলটি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। প্রদর্শনীতে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করবে।
নাটকে অভিনয় করবেন সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাক্নুন, মামুন আব্দুলাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক আবদুস সেলিম।
পদাতিক ১৯৭৮ সাল থেকে সংস্কৃতির সব শাখায় পদচারণের মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর ধরে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছে। অটিজম মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। অটিজম সম্পর্কে সামাজিক গণসচেতনতা গড়ে তোলার মাধ্যমে কোমলমতি শিশুসহ অটিজমে আক্রান্ত সবাইকে সামাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার সুযোগ তৈরি করার লক্ষ্যে পদাতিক নাট্য সংসদ দেশব্যাপী মঞ্চনাটক ‘প্রেরণা’ প্রদর্শন করে চলেছে নিয়মিত।
হাসান