ঢাকা ৩ ফাল্গুন ১৪৩১, রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল যেসব সিনেমা

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল যেসব সিনেমা
ছবি: সংগৃহীত

গত ১১ জানুয়ারি শুরু হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা নেমেছে। গতকাল এক ঝাঁকজমকপূর্ণ সমাপনী আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে এবারের আয়োজন। শেষ দিনে উৎসবে পুরস্কার পাওয়া চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয় সেরার স্মারক ও পুরস্কার।

এবারের উৎসবে চিলড্রেন ফিল্ম সেকশনে ‘বাদল রহমান অ্যাওয়ার্ড’ পেয়েছেন মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘হয়্যার দ্য হোয়াইট ক্রেন্স ড্যান্স’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন জসেলিতো আলটারেজোস নির্মিত ফিলিপাইনস-এর সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’।

সৃজিত মুখার্জী পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনীত ভারতীয় সিনেমা ‘পদাতিক’ পেয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড।

উইম্যান ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ক্লাভদিয়া করশুনোভা পরিচালিত ‘মলডোভা’ এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট জাস্ট অ্যানি ডে’। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মারিয়া ববেভা নির্মিত বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’।

বেস্ট ফিচার-ফিল্ম সেকশনে পুরস্কার জেতে ফ্রান্সের সারাহ মাল্লেগোলের ‘কুম্ভা’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত ‘আওয়ার ওউন স্যাডো’, পরিচালনা করেছেন অগাস্টিনা জেভিয়ের।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে লুইস কমপোজ পরিচালিত পর্তুগিজ সিনেমা ‘মনটে ক্লেরিগো’। এ বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে অভিলাষ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ‘ইন দ্য নেম অব ফায়ার’ এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ইভান সসনিন পরিচালিত রাশিয়ান সিনেমা ‘দ্য এলিয়েন’।

বাংলাদেশ প্যানারমার ট্যালেন্ট সেকশনে পুরস্কার পেয়েছে ৩ সিনেমা। সেকেন্ড রানারআপ মোবারক হোসাইনের ‘পৈত্রিক ভিটা’, ফার্স্ট রানারআপ আসিফ হামিদ পরিচালিত ‘ফুলেরা পোশাক পরে না’ এবং ফিফ্রেসি জুরি প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মনন মুনতাকা নির্মিত ‘আ লেজি নুন’ এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের তাকাতো নিশি ও নরিকো ইউয়াসা। ‘পারফর্মিং কাউরুস ফিউনারেল’ এর তারা এ পুরস্কার পান।

বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন সিনেমাটোগ্রাফার দিলসাত ক্যানান। তুর্কি সিনেমা ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’-এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

এবারের উৎসবে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন রাইয়ান সার্লেক। ইরানী সিনেমা ‘সামার টাইম’ এ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাহমুদ কালারি। এমনকি ছবিটির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পান মাহমুদ কালারি।

ইরান এবং তাজাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘মেলোডি’তে অভিনয় করে বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন দিমান জানদি।

চীনা সিনেমা ‘১০০ ইয়ার্ডস’ পরিচালনার জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক হাউফেং জু ও জুনফেং জু।

এছাড়া এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শকির খলিকোভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা ‘সানডে’।

হাসান

জেল থেকেই জ্যাকুলিনকে সুকেশের উড়োজাহাজ উপহার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
জেল থেকেই জ্যাকুলিনকে সুকেশের উড়োজাহাজ উপহার
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে ভারতীয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও আলোচনায় এসেছেন। তার বহু চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর জেল  চিঠি লিখেছেন সঙ্গে পাঠিয়েছেন বিশেষ উপহার। যা নিয়েই আলোচনার শুরু। 

চিঠিতে সুকেশ লিখেছেন, প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জীবনে নতুন সূচনা নিয়ে এসেছে। এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।
‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। 

এ ছাড়া বিশেষ দিনটিতে উপহার হিসেবে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট (গাল্ফস্ট্রিম উড়োজাহাজ) দিচ্ছেন তিনি।

সুকেশের ভাষ্যমতে, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো লেখা আছে সেই গাল্ফস্ট্রিম উড়োজাহাজের গায়ে এবং উড়োজাহাজের নম্বরটি জ্যাকলিনের জন্ম তারিখ। 

সুকেশ আরও লিখেছেন, তুমি কাজের জন্য সারা বিশ্ব ঘুরে বেড়াও। এবার থেকে এই উড়োজাহাজে করে ঘুরবে। তোমার যাতায়াতে খুব সুবিধা হবে। কেউ তোমাকে প্রশ্নও করতে পারবে না। তার কারণ, আমি এই বছরের আয়কর ফেরত দেওয়ার নথিতে এই উড়োজাহাজের কথা উল্লেখ করেছি।

সুকেশ জানান, তিনি জ্যাকুলিনকে সারা জীবনের জন্য তার সঙ্গী হিসেবে পেতে চান। কোনো কিছুর বিনিময়ে হারাতে চান না।

বর্তমানে সুকেশ চন্দ্রশেখর  প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বরাবরই সুকেশের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করে আসছেন। তবে বিশেষ দিনে বা উৎসবে সুকেশ জেল থেকে জ্যাকুলিনকে প্রেমপত্র পাঠিয়ে থাকেন।

মেহেদী/ 

তাণ্ডব করতে আবারো একসঙ্গে শাকিব খান-রায়হান রাফী

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
তাণ্ডব করতে আবারো একসঙ্গে শাকিব খান-রায়হান রাফী
ছবি: সংগৃহীত

তুফানের সফলতার পর আবারও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। নতুন সিনেমার নাম হবে 'তাণ্ডব'।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে শাকিব খান ও প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে একটি ছবি আপলোড করে এ তথ্য জানান রায়হান রাফী। এ সময়  শাকিব খান সিনেমাটির চুক্তিপত্র স্বাক্ষর করেন। 

সিনেমাটি যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট লি.।

জানা গেছে, এ বছরের মার্চের শুরুতে তাণ্ডব টিমের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।

গুঞ্জন উঠেছে তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাকিব ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

মেহেদী/

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ
বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদী তীরের ধল-আশ্রম গ্রামে তিনি ইব্রাহিম আলী ও নাইওরজান দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

কর্মজীবনে তিনি আমি কূলহারা কলঙ্কিনী, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, কেন পিরিতি বাড়াইলারে বন্ধুসহ পাঁচশোর উপরে সংগীত রচনার পাশাপাশি ১৬শ’র বেশি গানে সুর দিয়েছেন। এ ছাড়া বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজীতে অনূদিত হয়েছে।

বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০১ সালে তাকে একুশে পদক পুরস্কারে ভূষিত করেন।

তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশের কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

১৯৫৭ সাল থেকে তিনি স্ত্রী আফতাব-উন-নেসাকে নিয়ে (যাকে তিনি সরলা নামে ডাকতেন) তার নিজগ্রামের পাশে  উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে বাউল সম্রাট শাহ আব্দুল করিম মারা যান।

মেহেদী/

বাবা হচ্ছেন পরমব্রত

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
বাবা হচ্ছেন পরমব্রত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় বাঙালী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হতে চলেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন।

পরমব্রতের স্ত্রী জানান, তিনি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। জুন মাসেই তাদের প্রথম সন্তান কোলে আসতে পারে।

এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের ভক্ত-অনুরাগীরাসহ সহকর্মী ও বন্ধুবান্ধবরা। 


মেহেদী/

শফিক রেহমানের হাত ধরে ‘ভালোবাসা পদক’ প্রবর্তন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম
শফিক রেহমানের হাত ধরে ‘ভালোবাসা পদক’ প্রবর্তন
অনুষ্ঠানে শিফক রেহমানসহ আয়োজকরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে যায়যায়দিন ও ইষ্টিশন কমিউনিকেশন্সের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেল অনুষ্ঠিত হলো একটি বিশেষ সংবাদ সম্মেলন। 

ভালোবাসা দিবসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার শেরাটন হোটেলের আলফ্রেস্কোতে অনুষ্ঠিত হবে ভালোবাসা পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান।

এতে প্রতিবছর দেশ-মানব-প্রাণ ও প্রকৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ভালোবাসা পদক’ প্রদান করা হবে। পাশাপাশি থাকবে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা। স্টার ক্যাটাগরিতে সমাজে উদাহরণ সৃষ্টিকারী তারকাদেরও এ পদকে ভূষিত করা হবে।  অনুষ্ঠানে জানানো হয় এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি উদ্যোগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক শফিক রেহমান ও তাঁর সহধর্মিণী ও ডেমোক্রেসি ওয়াচ এর নির্বাহি পরিচালক তালেয়া রেহমান,  ইষ্টিশন কমিউনিকেশন’স এর সিইও ও ভালোবাসা দিবস উদযাপন পর্ষদ এর আহ্ববায়ক রুদ্র হক, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদার, শেরাটন হোটেলের সিইও মো: শাখাওয়াত হোসেন, ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাইম ও যায়যায়দিন এর যুগ্ম সম্পাদক সজীব ওনাসিস। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপস্থাপক শ্রাবন্য তৌহিদা। 

ভালোবাসা পদক প্রবর্তন প্রসঙ্গে এ আয়োজনের উদ্যোক্তা ও পরিকল্পক রুদ্র হক বলেন, ‘বাংলাদেশে ভালোবাসা দিবস একটি সার্বজনীন উৎসবে রূপ পেয়েছে। ভালোবাসা শুধু নর-নারীর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ কোন বিষয় নয়, এটি বাবা মা ভাই বোনসহ প্রতিটি সম্পর্ক এমনকি মানব প্রাণ প্রকৃতির সর্বত্র বিরাজমান। ভালোবাসার এই বহুমাত্রিকতাই ভালোবাসা পদক ধারণ করতে চায়।’

অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক ও ভালোবাসা দিবসের প্রচলক শফিক রেহমান বাংলাদেশে ভালোবাসা দিবস প্রচলনের ইতিহাস তুলে ধরেন। স্মৃতিচারণে উঠে আসে ১৯৯৩ সালে যায়যায়দিন এর ঐতিহাসিক ‘ভালোবাসা সংখ্যা’র কথা। 

তিনি বলেন, ‘ভালোবাসা দিবস যে এত ব্যাপকতা পাবে তা ভেবে আমি কিছু করিনি। আপন মনের খেয়ালে কাজ করে গেছি। এখন তা যে সারাদেশে সার্বজনীনভাবে পালিত হয় তা দেখে আমি অসম্ভব আপ্লুত। ভালোবাসা পদক প্রবর্তন এর এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি উদ্যোগটি সফল ও অর্থবহ কিছু হতে যাচ্ছে।’

ইষ্টিশন কমিউনিকেশনস এর চেয়ারম্যান মাহমুদ দিদার বলেন, ‘ভালোবাসা দিবস এমন একটি সার্বজনীনরূপ পেয়েছে যা কখনোই মুছে ফেলা সম্ভব নয়। জনমানুষের অন্তর্গত ভালোবাসার আকাঙ্খায় এটি মিশে আছে। আমরা সমুজ্জ্বল ভালোবাসার এই অনুভূতির বহুমাত্রিকতাকে ছড়িয়ে দিতে প্রতিবছর ধারাবাহিকভাবে শফিক রেহমান ও যায়যায়দিন এর সাথে একাত্ম হয়ে নানা সৃজনশীল উদ্যোগ গ্রহন করবো। যার প্রথম পদক্ষেপ ভালোবাসা পদক ঘোষণা।’ 

অনুষ্ঠানে বক্তারা ভালোবাসা পদক প্রবর্তন এর উদ্যোগটিকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন। 

শফিক রেহমান এর স্ত্রী তালেয়া রেহমান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে তাদের কয়েক দশকের ভালোবাসার স্মৃতিচারণ করেন। সংবাদ সম্মেলনে সকলকে গোলাপ ফুল উপহার দেন শফিক রেহমান। কেক কেটে ভালোবাসা দিবস উদযাপনের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়। 

অনুষ্ঠানটির ক্ষেত্রে সহযোগিতায় ছিল আশিয়ান সিটি ও হসপিটালিটি পার্টনার শেরাটন ও প্রোটিন পার্টনার।