
গত ১১ জানুয়ারি শুরু হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা নেমেছে। গতকাল এক ঝাঁকজমকপূর্ণ সমাপনী আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে এবারের আয়োজন। শেষ দিনে উৎসবে পুরস্কার পাওয়া চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয় সেরার স্মারক ও পুরস্কার।
এবারের উৎসবে চিলড্রেন ফিল্ম সেকশনে ‘বাদল রহমান অ্যাওয়ার্ড’ পেয়েছেন মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘হয়্যার দ্য হোয়াইট ক্রেন্স ড্যান্স’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন জসেলিতো আলটারেজোস নির্মিত ফিলিপাইনস-এর সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’।
সৃজিত মুখার্জী পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনীত ভারতীয় সিনেমা ‘পদাতিক’ পেয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড।
উইম্যান ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ক্লাভদিয়া করশুনোভা পরিচালিত ‘মলডোভা’ এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট জাস্ট অ্যানি ডে’। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মারিয়া ববেভা নির্মিত বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’।
বেস্ট ফিচার-ফিল্ম সেকশনে পুরস্কার জেতে ফ্রান্সের সারাহ মাল্লেগোলের ‘কুম্ভা’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত ‘আওয়ার ওউন স্যাডো’, পরিচালনা করেছেন অগাস্টিনা জেভিয়ের।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে লুইস কমপোজ পরিচালিত পর্তুগিজ সিনেমা ‘মনটে ক্লেরিগো’। এ বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে অভিলাষ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ‘ইন দ্য নেম অব ফায়ার’ এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ইভান সসনিন পরিচালিত রাশিয়ান সিনেমা ‘দ্য এলিয়েন’।
বাংলাদেশ প্যানারমার ট্যালেন্ট সেকশনে পুরস্কার পেয়েছে ৩ সিনেমা। সেকেন্ড রানারআপ মোবারক হোসাইনের ‘পৈত্রিক ভিটা’, ফার্স্ট রানারআপ আসিফ হামিদ পরিচালিত ‘ফুলেরা পোশাক পরে না’ এবং ফিফ্রেসি জুরি প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মনন মুনতাকা নির্মিত ‘আ লেজি নুন’ এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।
এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের তাকাতো নিশি ও নরিকো ইউয়াসা। ‘পারফর্মিং কাউরুস ফিউনারেল’ এর তারা এ পুরস্কার পান।
বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন সিনেমাটোগ্রাফার দিলসাত ক্যানান। তুর্কি সিনেমা ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’-এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
এবারের উৎসবে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন রাইয়ান সার্লেক। ইরানী সিনেমা ‘সামার টাইম’ এ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাহমুদ কালারি। এমনকি ছবিটির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পান মাহমুদ কালারি।
ইরান এবং তাজাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘মেলোডি’তে অভিনয় করে বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন দিমান জানদি।
চীনা সিনেমা ‘১০০ ইয়ার্ডস’ পরিচালনার জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক হাউফেং জু ও জুনফেং জু।
এছাড়া এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শকির খলিকোভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা ‘সানডে’।
হাসান