
বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। যদিও অভিনয়ের চেয়ে ঠোঁটকাটা স্বভাবের জন্যই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। জনপ্রিয় বলিউড নির্মাতা করণ জোহর ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে এই অভিনেত্রীর দ্বন্দ্বের কথাও বলিপাড়ায় বহুল আলোচিত। এবার এই দুজনের সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটমাটে নিজের সম্মতির কথা জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।
ভারতের এক সংবাদপত্রকে বলিউড কুইন জানান, তাদের কারও সঙ্গে কঙ্গনার কোনো প্রকার শত্রুতা নেই। তিনি করণ ও দিলজিতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইন্ডিয়ানকে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘তাদের সঙ্গে আমার শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা ভালো কোনো কাজ করলে আমি সেটার প্রশংসাও করি। কিন্তু আমার কি তাদের সঙ্গে বন্ধুত্ব করার বা একসঙ্গে সময় কাটানোর কোনো প্রয়োজন আছে? আমি সেটা মনে করি না।’
দিলজিতের সঙ্গে কঙ্গনার দ্বন্দ্বের শুরু হয় ২০২০ সালে ভারতে কৃষক আন্দোলনের সময়। কঙ্গনার অভিযোগ ছিল, দিলজিৎ সবাইকে প্রতিবাদে প্ররোচিত করে নিজেই ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। দিলজিৎ অবশ্য কঙ্গনার এই দাবিকে অস্বীকার করে প্রতিবাদী কৃষকদের প্রতি নিজের সমর্থন অব্যাহত রেখেছিলেন। এই নিয়ে সামাজিকমাধ্যমেও এই দুজন উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েছিলেন।
এদিকে করণ জোহরের সঙ্গে কঙ্গনার সম্পর্কের অবনতি হয়েছিল ২০১৭ সালে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। এই নির্মাতাকে ‘স্বজনপ্রীতির পতাকাবাহী’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। জবাবে করণ বলিউডে নতুন নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার কথা বলে নিজের পক্ষে সাফাই গেয়েছিলেন। এরপরও স্বজনপ্রীতি প্রচারের অভিযোগ এনে সামাজিকমাধ্যমে করণের সমালোচনা করে গেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৫-তে এসে এই আলোচিত অভিনেত্রী করণের সঙ্গে কাজ করার ইচ্ছের বিষয়টি প্রকাশ করেন। গত শুক্রবার কঙ্গনা অভিনীত ইন্দিরা গান্ধীর আত্মজীবনীমূলক সিনেমা ‘ইমার্জেন্সি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
হাসান