
ঢাকার অদূরে মানিকগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘চাপওয়ালা’ নিয়েই বেশি ব্যস্ত থাকেন চিত্রনায়ক ওমর সানী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নানা ইস্যুও নিয়ে বিভিন্ন সময়ে উপস্থিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনেক সময় দেন। এ ছাড়া স্টেজ শোর মৌসুমে ঢাকা, ঢাকার বাইরেও ব্যস্ত থাকতে হয় তাকে। আপাতত নতুন কোনো সিনেমার কাজ না থাকলেও এরই মধ্যে তিনি একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন।
ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। যেহেতু কিছুদিন আগে রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামের একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে, তাই এই নামটি চূড়ান্ত পর্যায়ে আর থাকবে না বলে জানান চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী জানান, এই ওয়েব সিরিজটিতে তিনি চলচ্চিত্রের জীবন্ত বিংবদন্তি পরিচালক কাজী হায়াতের সঙ্গে অভিনয় করেছেন। এতে আরও আছেন সাব্বির আহমদে, আশরাফ কবিরসহ অনেকে।
সম্প্রতি ওমর সানী রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘প্রথমবার আমি কোনো ওয়েব সিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের ওয়েব সিরিজ এটি। আমার কাছে মনে হয়েছে পুরো টিম এই কাজটি করার ব্যাপারে ভীষণ সিরিয়াস। কয়েকটা ক্যামেরায় যেহেতু কাজ করা হয়েছে, যে কারণে মনে হয়েছে বেশ গোছানোভাবে কাজটি ঠিকঠাকমতো করার চেষ্টা ছিল পরিচালকের। আর শ্রদ্ধেয় কাজী হায়াৎ ভাইয়ের সঙ্গে এর আগে বহু সিনেমাতে অভিনয় করেছি। নিঃসন্দেহে তিনি অনেক বড়, গুণী একজন পরিচালক। পাশাপাশি একজন গুণী অভিনেতাও বটে। তবে হায়াৎ ভাইয়ের সঙ্গে অনেক দিন পর কাজ হওয়ায় বেশ ভালো লেগেছে। এখন পুরো বিষয়টা আসলে সম্পাদনার ওপর নির্ভর করছে। ঠাকমতো সম্পাদনা হলে আশা করছি কাজটি ভালো হবে।
উল্লেখ্য, এই ওয়েব সিরিজের গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। ওমর সানী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইকবাল আহমেদ পরিচালিত ‘ডেডবডি’। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি ওমর সানীর।
হাসান