
সোহেল মেহেদী একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। স্টেজ শোর এই মৌসুমে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো নিয়েই তার ব্যস্ত সময় কাটছে। তবে গান করার পাশাপাশি এর আগে সোহেল মেহেদী কনস্ট্রাকশন ও ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আবারও তিনি নতুন করে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন।
আজ থেকে রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে যাত্রা শুরু হতে যাচ্ছে সোহেল মেহেদীর নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র। তার সঙ্গে এই ব্যবসা প্রতিষ্ঠানে আরও দুজন সম্পৃক্ত আছেন। একজন সাইফুল্লাহ, অন্যজন সাইফুল ইসলাম। আজ সন্ধ্যায় বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার (সোহেল মেহেদীর শ্বশুর), জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীরের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন সোহেল মেহেদী।
সোহেল মেহেদী বলেন, ‘একজন শিল্পী হিসেবেই পরিচয় দিতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায় গানই আমার জীবন গানই আমার প্রাণ। এর বাইরে আসলে জীবনের প্রয়োজনে মাঝে মধ্যে নিজেকে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছি। মাঝে বেশ কিছুদিন ব্যবসা থেকে নিজেকে একটু দূরেই রেখেছিলাম। এখন আবার নতুন করে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। সঙ্গে আমার আরও দুই ভাই আছেন। আমরা তিনজন মিলেই এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে দাঁড় করানোর চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা। তবে খাবারের গুণগত মানের দিক দিয়ে আমাদের শতভাগ সজাগ দৃষ্টি থাকবে।’
এদিকে আগামীকাল ২৩ জানুয়ারি রাজধানীর ক্যাপিটাল ক্লাবে সংগীত পরিবেশন করবেন সোহেল মেহেদী। ২৬ জানুয়ারি আরটিভির শুটিংয়ে অংশ নেবেন এবং ২৭ জানুয়ারি মাদারীপুরে আরেকটি স্টেজ শোতে অংশ নেবেন।
হাসান