
বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বর্তমানে এই অভিনেত্রীর ক্যারিয়ারে বসন্তের হাওয়া বইছে। ‘পুষ্পা ২’ সিনেমার রেশ কাটতে না কাটতেই এবার ‘ছাভা’ সিনেমার মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছেন ভারতের জাতীয় ‘ক্রাশ’খ্যাত এই তারকা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে মহারানি ইসুবাইয়ের রাজকীয় চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
সিনেমায় রাশমিকার সহ-অভিনেতা হিসেবে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। লক্ষ্মণ উতেকার পরিচালনায় সিনেমাটি একটি নির্দিষ্ট সময়ের ওপর নির্মিত অ্যাকশন ড্রামা, যেখানে মারাঠা সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরা হয়েছে।
সম্প্রতি ছবিটির নির্মাতারা মহারানি ইসুবাই রূপে রাশমিকার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেছেন; যেখানে এই অভিনেত্রীকে মার্জিত মহারাষ্ট্রীয় নওভারি শাড়িতে ঐতিহ্যবাহী গহনা দ্বারা সজ্জিত অবস্থায় দেখা গেছে। এই পোস্টারের মাধ্যমে ভিকির পাশাপাশি রাশমিকার চরিত্রও যে ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই ইঙ্গিত দিলেন নির্মাতারা।
পোস্টার শেয়ার করে ছবিটির নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘প্রত্যেক মহারাজার পেছনে অতুলনীয় শক্তির একজন রানি দাঁড়িয়ে আছেন। রাশমিকা মান্দানাকে (মহারানি ইসুবাই) সাম্রাজ্যের গর্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে।’
‘ছাভা’ সিনেমাটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এবং শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসের ওপর নির্মাণ করা হয়েছে।
ভিকি কৌশল, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটিতে আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। আশুতোষ রানাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
হাসান