
ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। ‘নিউ রুলস’ গানের জন্য তুমুল জনপ্রিয় এই সংগীতশিল্পী বর্তমানে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে চিলির সান্তিয়াগোতে অবস্থান করছেন। সম্প্রতি ২৯ বছর বয়সী এই তারকা নিজের হোটেল রুমে ভয়ংকর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তার ভক্তদের একটি দল হোটেলটিতে লুকিয়ে থেকে তার ঘর পর্যন্ত পৌঁছেও গিয়েছিল। তবে এ ঘটনায় ডুয়া কোনো প্রকার ক্ষতির মুখে পড়েননি, যদিও ঘটনাটি নিয়ে তিনি অনেক শঙ্কিত।
ব্রিটিম সংবাদমাধ্যম অনুসারে, ভক্তরা মূলত প্রিয় তারকার ছবি তোলার জন্য তার হোটেলে প্রবেশ করেছিল এবং তার বেডরুমের দরজার কাছে তারা অপেক্ষা করছিল। এ ঘটনার সময় ডুয়াও বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলটিতে অবস্থান করছিলেন। সূত্রগুলো থেকে জানা যায়, এই সংগীতশিল্পীর ভক্তরা তার ঘরের সামনে ছাড়াও লিফটের কাছে এবং হোটেলের অন্যান্য স্থানেও অবস্থান করছিলেন।
এ সম্পর্কে ‘দ্য সান’ প্রকাশ করেছে, ভক্তরা ডুয়ার অবস্থান জানতে পারার পর থেকেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। প্রিয় তারকার সঙ্গে দেখা করতেই তারা নিরাপত্তা লঙ্ঘন করেছিল। তবে জানা গেছে, এ ঘটনার পরে ডুয়া সিদ্ধান্ত নিয়েছেন হোটেলে থাকাকালীন কারও সঙ্গেই ছবি তুলবেন না তিনি। যদিও ডুয়ার জন্য এমন পরিস্থিতি এই প্রথম নয়। এর আগেও বার্মিংহামে গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যালে তার পারফরম্যান্সের প্রস্তুতির সময় এক ভক্তের দ্বারা এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন এই পপ তারকা। অবশ্য দুবারই শারীরিকভাবে অক্ষত ছিলেন তিনি।
জানা গেছে, এ ঘটনাগুলো ডুয়া লিপার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে তার নিরাপত্তাব্যবস্থার পুনর্মূল্যায়ন চলছে।
হাসান