ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মমতা কুলকার্নির জীবনের নতুন অধ্যায় শুরু

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
মমতা কুলকার্নির জীবনের নতুন অধ্যায় শুরু

সংসারের মোহ ত্যাগ করে সন্ন্যাসিনী হলেন বলিউডের একসময়ের লাস্যময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি। গত শুক্রবার (২৪ জানুয়ারি) প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।

জানা যায়, মহাকুম্ভে কিন্নর আখড়ায় সেখানকার মহামণ্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের হাত ধরেই শুরু করেন জীবনের আধ্যাত্মিক যোগ। আর সন্ন্যাসিনী হওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়। তার নতুন নাম মমতানন্দ গিরি।

১৯৭২ সালের ২০ এপ্রিল মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় মমতা কুলকার্নির। মাত্র ২০ বছর বয়সেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। রঙিন জগতে মমতার সৌন্দর্যের জাদুতে মুগ্ধ হয় মায়ানগরী। ১৯৯২ সালে তিরাঙ্গা ছবি দিয়ে বলিউডে তার হাতেখড়ি। এরপর তাকে সাইফ আলি খানের বিপরীতে আশিক আওয়ারা ছবিতে প্রধান চরিত্রে দেখা যায়। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই ছবির গান আজও দর্শকদের মুখে মুখে।

১৯৯৩ সালেই নতুন মুখ হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এই অভিনেত্রী। এর পর একে একে সুনীল শেঠীর বিপরীতে ওয়াক্ত হামারা হ্যায়, অতুল অগ্নিহোত্রীর বিপরীতে ক্রান্তিবীর, সালমান খানের বিপরীতে করণ অর্জুন, অক্ষয় কুমারের বিপরীতে সবসে বড়া খিলাড়ি ও আমির খানের বিপরীতে বাজি ছবিতে অভিনয় করে নজর কাড়েন মমতা।

কিন্তু সাফল্যের সিঁড়ি বেশিদিন মসৃণ ছিল না মমতার কাছে। ঘাতক ছবিতে একটি গানে ক্যামিও করেন মমতা।  রাজকুমার সন্তোষি পরিচালিত সেই ছবির গান কই জায়ে তো লে আয়ে... আজও সুপারহিট। এরপর পরিচালক ১৯৯৮ সালে চায়না গেট ছবিতে মমতাকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু কোনো কারণে এই পরিচালকের সঙ্গে মতভেদ হয় মমতার। এরপর সেই ছবি থেকে বাদ পড়েন তিনি।

তবে বলিউডের অন্দরে গুঞ্জন, আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন মমতা কুলকার্নির হয়ে কথা বলেন। এর পর সেই ছবিতে কাজ করেন মমতা। তবে সেই ছবিতে নজর কাড়েন উর্মিলা মাতন্ডকর। সিনেমার বক্স অফিস মোটামুটি হলেও ছম্মা ছম্মা.. গানে ছাপিয়ে যান উর্মিলা।

এরপর নিজের রাগ সামলাতে পারেন না মমতা। কোনো এক অনুষ্ঠানে সকলের সামনে রাজকুমার সন্তোষিকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলা হয়, সেখান থেকেই মমতার ক্যারিয়ারে পতন শুরু। তার শেষ সফল ছবি ছুপা রুস্তম: আ মিউজিক্যাল থ্রিলার মুক্তি পায় ২০০১ সালে। ২০০২ সালে কভি তুম কভি হাম ছবির পর বলিউড ছাড়েন মমতা কুলকার্নি।

এর পর ২০১৬ সালে দুই হাজার কোটি টাকার মাদক পাচার চক্রের সঙ্গে নাম জড়ায় মমতার। ভিকি গোস্বামীর সঙ্গে তার সম্পর্ক থাকায় বিপদে পড়েন মমতা। এর জন্য তাকে দেশ ছাড়তে হয়। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর নির্দোষ প্রমানিত হন তিনি। পরে দীর্ঘ ২৫ বছর পর ভারতে ফিরেন।

এর পর আর বলিউডমুখী না হয়ে চাকচিক্যময় দুনিয়া ছেড়ে ধর্মের পথ ধরেন মমতা। মহাকুম্ভের সাগরে ডুব দিয়ে সন্ন্যাসিনী মমতা পরিচিত হবেন শ্রী যমাই মমতানন্দ গিরি নামে। সূত্র: জিনিউজ

মেহেদী/অমিয়/

অভিনয় ছাড়ার ইচ্ছা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম
অভিনয় ছাড়ার ইচ্ছা
ছবি: সংগৃহীত

দুবারের একাডেমি পুরস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। ক্যারিয়ারে ‘অ্যাভিয়েটর’ এবং ‘ব্লু জেসমিন’-এর মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই হলিউড তারকা। এবার অদ্ভুত এক কথা বলে ভক্তদের অবাক করে দিলেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে, একদিন অভিনয় এবং চলচ্চিত্র জগত থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছার কথা পোষণ করেছেন এই মার্কিনি। 

ডেডলাইনের উদ্ধৃতি অনুসারে, যুক্তরাজ্যের রেডিও টাইমস ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। কারণ তিনি জীবনে আরও নানা ধরনের কাজ করতে চান। এই সপ্তাহের শেষে প্রথমবারের মতো প্রচারিত ‘বিবিসি রেডিও ৪’-এর দ্য ফিভারের প্রচারমূলক সাক্ষাৎকারের সময় এই তথ্য প্রকাশ করা হয়। 

সম্প্রতি কেট ব্লানচেট অভিনীত একটি কাজের সহ-পরিচালক জন টিফানি উল্লেখ করেছিলেন যে, এক সাক্ষাৎকারে কেট নিজেকে অভিনেত্রী হিসেবে ঘোষণা করতে দ্বিধা করছিলেন। 

কেট এর জবাবে বলেছিলেন, ‘আমি আসলে হাল ছেড়ে দিচ্ছি। আমি যখনই বলি (অভিনয় ছাড়ার ব্যাপারে) আমার পরিবার তাদের চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু আমি এটাই বলতে চাই। আমি সত্যিই অভিনয় ছেড়ে দিতে চাই।’ 

অভিনেত্রী আরও জানান যে, তিনি তার জীবনে আরও অনেক কিছু করতে চান। একজন তারকা হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় অভিনেত্রী আরও জানিয়েছিলেন, যে প্রক্রিয়ায় সাক্ষাৎকার নেওয়া হয় সেটা তিনি মোটেই পছন্দ করেন না।

‘আমার কাছে আমার চেয়ে বেশি বিরক্তিকর আর কেউ নেই এবং আমি অন্যদের অনেক বেশি আকর্ষণীয় মনে করি। আমার নিজেকে অনেক বেশি নিস্তেজ বলে মনে হয়। পাশাপাশি টকশোতে কথা যেভাবে বের করে আনা হয় এবং দেখানো হয় সেটাও আমার পছন্দ নয়’- ডেডলাইনের প্রতিবেদন অনুসারে এমনটাই জানিয়েছেন ব্লানচেট। 

উল্লেখ্য, এ অভিনেত্রীকে সামনে জেলনার ব্রাদার্সের তারকাখচিত এলিয়েন ইনভেসন কমেডি ‘আলফা গ্যাং’-এও দেখা যাবে। 

/শাকিল  

পূজার প্রত্যাবর্তন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম
পূজার প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বলিউড ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় এক নাম পূজা হেগড়ে। তবে যেই তেলেগু ইন্ডাস্ট্রি থেকে রুপালি পর্দায় উত্থান হয়েছিল এই তারকার, সেই তেলেগু সিনেমাতেই বেশ কিছুদিন ধরে অনুপস্থিত এ অভিনেত্রী। সম্প্রতি ‘আলা ভাইকুণ্ঠপুরামুলু’খ্যাত পূজা টলিউড সিনেমায় তার না থাকার কারণগুলো তুলে ধরে ভক্তদের আশ্বস্ত করেছেন যে, ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে রাখার কোনো পরিকল্পনা তার নেই। 

বর্তমানে অভিনেত্রী তার আসন্ন তামিল ছবি ‘রেট্রো’-এর প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটিতে দক্ষিণী সুপারস্টার সুরিয়ার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তিনি আনুষ্ঠানিকভাবে ছবিটির প্রচারও শুরু করেছেন। 

‘ওয়ানটুথ্রিতেলেগু’র একটি প্রতিবেদন অনুসারে তেলেগু ছবি থেকে বিরতির কথা ব্যাখ্যা করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কখনই টলিউড থেকে সরে আসার ইচ্ছা আমার নেই। বরং আমি আমার সৃজনশীল প্রত্যাশা পূরণে সঠিক চিত্রনাট্যের জন্যই আসলে অপেক্ষা করছি।’ 

যদিও তিনি সম্প্রতি বলিউড এবং কলিউডের ওপর মনোযোগ দিচ্ছেন। পূজা নিশ্চিত করেছেন, তিনি একটি নতুন তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। পূজা আরও জানান, সময় হলে তিনি নিজেই বাকি খবর জানাবেন। 

উল্লেখ্য, পূজার শেষ মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ছিল ‘আচার্য’ যেটা দুর্ভাগ্যবশত বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। পরে অন্যান্য ছবিতে তিনি মনোযোগ দেন যেখানে বেশ কয়েকটি বড় বড় কাজের অংশ ছিলেন এই তারকা। তা সত্ত্বেও তেলেগু ভক্তরা এখনো অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, কার্তিক সুব্বারাজ পরিচালিত আসন্ন ‘রেট্রো’ ছবিতে সুরিয়ার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবিটি চলতি বছরের ১ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

/শাকিল  

শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম
শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। এবার পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে এই সংগীতশিল্পীর দ্বৈত গান। গানটির শিরোনাম ‘টুনটুনি’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রূপসা। 

সিলেটি ভাষায় রচিত গানটির সুর করেছেন শফিক তুহিন নিজেই। গানের কথা লিখেছেন বৈরাগী বকুল এবং সংগীতায়োজন করেছেন আলভী আল বেরুনী। 

মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ঢাকার ডান্স কোম্পানির ব্যানারে। রুহুল আমিনের ভিডিও পরিচালনায় পারফর্ম করেছে পরিচালক নিজে ও পায়েল খান। কোরিওগ্রাফি করেছেন তানভীর। মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 

গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সিলেটি ভাষায় রচিত এই গানটির মাঝে আলাদা একটা মজা আছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি ধীরে ধীরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’ 

/শাকিল  

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরার এক হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান দেশের এক সংবাদমাধ্যমকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

সনি বলেন, ‘‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। আজ (১৬ এপ্রিল) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি গত কয়েকমাস ধরেই বেশ শারীরিক জটিলতায় ভুগছিলেন। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা ওনার পাশে আছি।’’

ঢাকাই সিনেমার এই কিংবদন্তি চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করেন ১৯৬৪ সালে নৃত্য পরিচালক হিসেবে। একই বছর নায়ক হিসেবেও ঢাকাই সিনেমায় (তৎকালীন পূর্ব পাকিস্তান) অভিষেক করেন তিনি। ক্যারিয়ারে কমপেক্ষ শতাধিক সিনেমায় নৃত্য পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেছেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘নিশান’, ‘নয়ি জিন্দেগি’, ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।

১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করা এই চিত্রনায়ক আশির দশকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা ডলিকে। ক্যারিয়ারের সোনালি সময়ে অঞ্জু ঘোষসহ সব নামকরা নায়িকাদের সঙ্গেই একচেটিয়া কাজ করেছেন এই অভিনেতা। 

/শাকিল  

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস দেশসেরা রকস্টার মাহফুজ আনাম।আসছে ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

কনসার্ট নিয়ে আয়োজক সাজ্জাদ বলেন, 'মূলত কোরবানি পরবর্তী এই কনসার্টটি হবে সারা দিনব্যাপী।' আরেক আয়োজক শারমিন হোসেইন বলেন, 'ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটি হবে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট।

৮টি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট মিলবে বলে জানা গেছে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড়!

শিক্ষার্থী এবং গ্রুপ বুকিং করার জন্য যোগাযোগ করা যাবে- এই ঠিকানায়। সরাসরি কল করা যাবে সাজ্জাদ- (318) 880-4439 এবং হাসিনা - (703) 609-4460 - নম্বরগুলোতে।

/রিয়াজ