
সাবেক মিস ওয়ার্ল্ড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সফল ক্যারিয়ারের পর এবার হলিউড মাতাচ্ছেন তিনি। বরাবরের মতোই নিজের সংগ্রামের কথাগুলো সোজাসাপ্টা বলার জন্য পরিচিত এই অভিনেত্রী। এবার বলিউড ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা।
সম্প্রতি ফোর্বস পাওয়ার উইমেন সামিটে অংশ নিয়ে পরিচালকের কুপ্রস্তাব নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, ১৯ বছর বয়সে একটি সিনেমায় কাজ করার ব্যাপারে এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। কিন্তু সেই নির্মাতা তাকে এমন এক অমানবিক প্রস্তাব দিয়েছিলেন যে, তিনি আর সিনেমাটি করেননি। পরিচালকের থেকে এমন ব্যবহার প্রিয়াঙ্কার হৃদয় ভেঙে দিয়েছিল।
তিনি আরও বলেন, ‘নির্মাতা কল দিয়ে বলেছিলেন, ‘শোনো, যখন তুমি তোমার অন্তর্বাস দেখাবে, তখন দর্শকরা তোমার সিনেমা দেখতে হলে আসবে। তাই পোশাক অবশ্যই ছোট হতে হবে, যেন আমি তোমার অন্তর্বাস দেখতে পারি। সামনে যারা বসে থাকবে তারাও যেন তোমার অন্তর্বাস দেখতে পারে। কথাটি তিনি চারবার বলেছিলেন, যেটা হিন্দি ভাষায় আরও কুৎসিত শোনাচ্ছিল।’
এরপরই বাড়ি ফিরে বিষয়টি মা মধু চোপড়ার সঙ্গে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। মধু চোপড়াকে তিনি বলেছিলেন, ‘যদি সে আমাকে এমন নিচু নজরে দেখে, তাহলে তার সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’তারপর তিনি নিজেই সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তী সময়ে আর কখনোই সেই নির্মাতার সঙ্গে কাজ করেননি।সম্প্রতি ‘সিটাডেল সিজন ২’-এর শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া তার পাইপলাইনে ‘দ্য ব্লাফ অ্যান্ড হেডস অব স্টেট’ এবং ভারতে এসএস রাজামৌলির সঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে।
/ফারজানা ফাহমি