
বলিউডের এক সময়ের পরিচিত মুখ জেনেলিয়া। দক্ষিণ ও বলিউডে সমানতালে কাজ করে যাওয়া এই অভিনেত্রী অনেকদিন ধরেই অভিনয়ের বাইরে আছেন। তবে রুপালি পর্দার বাইরের জগৎ নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন তিনি। সম্প্রতি ওয়ার্ল্ড পিকলবল লিগে তার দল পুনে ইউনাইটেডের সঙ্গে শিরোপাল্লাস করেছেন। পাশাপাশি সামনে ওটিটিতে তাকে অভিনয় করতে দেখা যাবে কি না, এ সম্পর্কেও কথা বলেছেন জেনেলিয়া।
সম্প্রতি তিনি আইএএনএস-এর সঙ্গে চলচ্চিত্রে তার যাত্রা এবং ভারতে খেলাধুলার প্রতি ক্রমবর্ধমান জনপ্রিয়তা সম্পর্কে কথা বলেছেন। সিনেমা থেকে বিরতি নেওয়ার আগে ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করেছেন তিনি। এমনকি ভারতে প্যান ইন্ডিয়া সিনেমার উত্থানের আগে থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জেনেলিয়াকে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে কি না প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘কাজ করতে পারলে ভালোই লাগবে। আমার কাছে শর্ট ফরম্যাট হোক বা লং ফরম্যাট, কাজ করাটাই আসল। কাজ দিয়ে দর্শকদের কত কাছাকাছি যেতে পারি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমি যেকোনো ধরনের কাজ করতে উৎসুক ছিলাম। আমার কাছে কাজ মানে কাজই। বর্তমানে দক্ষিণী সিনেমায় যারা কাজ করছেন তাদের আগে থেকেই আমি দক্ষিণে অভিনয় শুরু করেছিলাম। আমি বলিউডে অভিনয় করেছি, দক্ষিণ ভারতে করেছি। আমার কাছে কোন ফরম্যাটে কাজ করছি, সেটা বিষয় না তবে বড় পর্দার মাধ্যমে অভিনয়ে ফিরতে পারলে অবশ্যই বেশি ভালো লাগবে।’
/ফারজানা ফাহমি