ঢাকা ১৩ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

একুশে পদক পাচ্ছেন ফেরদৌস আরা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
একুশে পদক পাচ্ছেন ফেরদৌস আরা
সংগীতশিল্পী ফেরদৌস আরা। ছবিঃসংগৃহীত

সংগীতে বিশেষ অবদানস্বরূপ একুশে পদক পাচ্ছেন নন্দিত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।


খবরের কাগজকে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে ফেরদৌস আরা বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এই অনুভূতি সত্যিই প্রকাশের ভাষা নেই। আমার দীর্ঘ সংগীত জার্নিতে যারা পাশে ছিলেন, শ্রোতা, ভক্ত, অনুরাগী এবং আমার পরিবারের সবার কাছেই কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব আরও বেড়ে গেল। সবার কাছে দোয়া চাই যাতে সুস্থ থেকে গান করে যেতে পারি।’


উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সব মিলিয়ে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক প্রদান করা হবে। 

/ফারজানা ফাহমি

ঈদে অর্পনা রানী রাজবংশীর তিন নাটক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম
ঈদে অর্পনা রানী রাজবংশীর তিন নাটক
ছবি: সংগৃহীত

বক্তব্যধর্মী নাটক লিখে প্রশংসিত নাট্যকার অর্পনা রানী রাজবংশী। সারা বছরই নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন তিনি। তবে বিভিন্ন উৎসব আয়োজনে তার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তিনটি নাটক লিখেছেন তিনি। নাটকগুলো হলো- ‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘টনিং ম্যান’। নাটক তিনটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান। 

নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে- আখম হাসান, মৌসুমী হামিদ, তারিক স্বপন, আঁখি চৌধুরী, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকরার চঞ্চল,ফরিদ হোসাইন, প্রমুখ।

গল্পে দেখা যাবে, আলিম বিশ্বাস করে জীবনে চলতে গেলে সবকিছু প্ল্যানিং করে চলতে হয়। তার যুক্তি, এক জীবনে যা ইনকাম সবই যদি খেয়ে ফেলে তাহলে সন্তান মানুষ করবে কিভাবে। এই নিয়ে প্রায় তার স্ত্রী রত্নার সাথে ঝগড়ার সৃষ্টি হয়। 

আলিম প্ল্যানিং করে আগরবাতি ভেঙ্গে ব্যবহার করলে সেটা বেশিদিন ব্যবহার করা যাবে। সে চিন্তা করে আগরবাতি যদি ভেঙ্গে ব্যবহার করা হয় তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে। সে ঘুমানোর আগে ঘড়িতে এলার্ম দেয় এবং ঘুম থেকে উঠে ঘড়ির ব্যাটারি খুলে রাখে, তার ভাবনা তাতে করে ঘড়ির ব্যাটারি সাশ্রয় হবে। কিন্তু পরক্ষণেই তার চিন্তা ভেস্তে যায়। কারণ, সেই ঘড়ির সময় ঠিক করার জন্য বাজার বা অন্য কোথাও যেতে হয়।  

নাটকগুলোর প্রসঙ্গে অর্পনা রানী রাজবংশী বলেন, আমি সবসময় বক্তব্যনির্ভর নাটক লেখার চেষ্টা করি। তা ছাড়া উৎসব আয়োজনের নাটকগুলোতেও আনন্দের ছোঁয়া যেন থাকে, সেদিকে খেয়াল থাকে আমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি নাটকগুলো উপভোগ্যই হবে।

এর মধ্যে ব্যতিক্রমধর্মী একটি গল্প ‘সর্বপ্যাথি ডাক্তার’। শ্যামল যখন খুব ছোট, তখন বাবা বিনে চিকিৎসায় মারা যায়। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। ওষুধ দোকানে পার্ট টাইম চাকরি করে পড়াশোনাও করে ডাক্তারি পড়ার সুযোগও পায়, কিন্তু টাকার অভাবে আর পড়াশোনা হয় না। এরপর বিভিন্ন বই-পুস্তক, ইউটিউব-গুগল রিসার্চ করে চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে গ্রামের মানুষের সেবা প্রদান করা শুরু করে। পশু-পাখি-মানুষ সর্বপ্রকার চিকিৎসা করায় হয়ে ওঠেন সর্বপ্যাথি ডাক্তার। নামমাত্র টাকার বিনিময়ে কিংবা বিনে টাকায়ও চিকিৎসা প্রদান করে শ্যামল। ইলা শ্যামলকে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষকে টাকার অভাবে বিয়ে করতে পারে না, চাপ দেয় ইলা। 

/রিয়াজ

 

শ্রদ্ধার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে বিভ্রান্তি!

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম
শ্রদ্ধার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে বিভ্রান্তি!
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার অনেক ভক্তরাই ধারণা করছেন, প্রিয় অভিনেত্রীর অ্যাকাউন্ট হয়তো হ্যাকারদের কবলে চলে গেছে। 

নিজের টুইটারে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘Easy $28. GG!’ শ্রদ্ধার এমন পোস্টে অনেকেই নিজের মত করে এর মর্মার্থ খোঁজার চেষ্টায় আছেন। পোস্টের মন্তব্যের ঘরে তারা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ প্রিয় তারকার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ আবার জানতে চেয়েছেন, শ্রদ্ধা কি কোন বার্তা বুঝিয়েছেন নাকি অ্যাকাউন্ট আসলেই হ্যাক হয়েছে? এমন অনেকেই নানা রকম মন্তব্য করে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলেও এখনও তার পোস্ট নিয়ে কিছু জানাননি ‘স্ত্রী ২’খ্যাত এ তারকা।

উল্লেখ্য, শ্রদ্ধার সর্বশেষ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ বলিউডে ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ছবি ছিল। 

/শাকিল  

প্রতারিত হয়েছিলেন সামান্থা!

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
প্রতারিত হয়েছিলেন সামান্থা!
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সাবেক জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। যদিও প্রায় চার বছর সংসার শেষে ২০২১ সালে দুজন বিচ্ছেদের ঘোষণা দেন। এর পর থেকে নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন তারা। নাগা চৈতন্য প্রেমের এক নতুন অধ্যায় শুরু করলেও সামান্থা তার ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেছেন। তাদের বিচ্ছেদ হলেও সাবেক এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ যেন কমছেই না। 

দুজনের বিচ্ছেদের পেছনে কারণ কী ছিল, সেটা জানতে ভক্তরা এখনো অনেক আগ্রহী। এই অভিনেত্রীর সর্বশেষ কাজের প্রচারের জন্য একটি অনুষ্ঠানে অংশ নিলে সামান্থা এই অপ্রত্যাশিত বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন। জবাবে তিনি প্রতারণার ইঙ্গিত দিয়েছিলেন। 

সামান্থাকে সর্বশেষ স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল হানি বানি’তে অভিনয় করতে দেখা গিয়েছিল। বরুণ ধাওয়ানের সঙ্গে এটির প্রচারের সময় অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি বাস্তব জীবনে কখনো গুপ্তচর হওয়ার কথা ভেবেছিলেন কি না। উত্তরে এই তারকা বলেছিলেন, ‘পর্দায় চরিত্রটিতে অভিনয় করার সময় বাস্তবে আমার মধ্যে বৈশিষ্ট্যগুলোর অভাব ছিল। যা হোক, সাক্ষাৎকার গ্রহীতা আরও জোর দিয়ে বললে সামান্থা হেসে মন্তব্য করেছিলেন, ‘এখন ভাবছি, আমার উচিত ছিল।’ 

সামান্থা রুথ প্রভু তার সাবেক স্বামী নাগা চৈতন্যকে ভীষণ ভালোবাসতেন। তার জন্য নিজের শরীরে ট্যাটুও করিয়েছিলেন। তার প্রথম ট্যাটু ছিল ‘ওয়াইএমসি’, যেটা তার পিঠে কালি দিয়ে আঁকা ছিল। এই ট্যাটুটি তার প্রথম ছবি ‘ইয়ে মায়া চেসাভ’-এর প্রতিনিধিত্ব করে। এ সিনেমার মধ্য দিয়েই তাদের প্রেমের গল্পের সূচনা হয়েছিল।

সামান্থার দ্বিতীয় ট্যাটু, যা তার পাঁজরের ডান পাশে কালি দিয়ে আঁকা, তাতে নাগা চৈতন্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে ‘চে’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। অভিনেত্রীর ডান কবজিতে তার তৃতীয় ট্যাটুতে দুটি ঊর্ধ্বমুখী তির প্রদর্শিত হয়েছে, যা তার কবজিতে থাকা ‘চে’ তিরের সঙ্গে মিলে যায়। এটি এই জুটির বন্ধনের প্রতীক ছিল। 

উল্লেখ্য, ২০২১ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক কয়েক দিন আগেই নাগা চৈতন্য ও সামান্থার প্রেমের গল্পের পরিসমাপ্তি ঘটে। 

/শাকিল  

নেতিবাচক মন্তব্যের শিকার হওয়া নিয়ে যা বললেন সেলেনা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম
নেতিবাচক মন্তব্যের শিকার হওয়া নিয়ে যা বললেন সেলেনা
ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ। কিছুদিন আগেও নিজের শারীরিক ওজনের কারণে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলেন। এবার এ তারকা সোশ্যাল মিডিয়ায় নারীদের ঘৃণামূলক মন্তব্য মোকাবিলা করা প্রসঙ্গে মুখ খুললেন। সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেট্টি পডকাস্ট’-এ অংশ নিয়ে সেলেনা এবং তার সঙ্গী বেনি ব্লাঙ্কো সোশ্যাল মিডিয়ায় করা ঘৃণামূলক মন্তব্য নিয়ে আলোচনা করেছেন। 

ভ্যারাইটি ডটকমের প্রতিবেদন অনুসারে, ব্লাঙ্কো বলেছেন, তিনি তার সম্পর্কে মানুষ কী ভাবছে তা বুঝতে পারেন না। তবে এখানেই গোমেজ ভিন্ন মত পোষণ করেন। এই মার্কিন তারকা জানান, এ ক্ষেত্রে মেয়েদের অবস্থা ভিন্ন রকম। 

গোমেজ বলেন, ‘আমি এটা উল্লেখ করতে চাই যে, মহিলাদের অবস্থা বেশ শোচনীয়। আমার দৃষ্টিকোণ থেকে, এটি বর্বর এবং বিষয়টি কারও কাছেই খবর হিসেবে গণ্য হয় না। স্পষ্টতই নারীরা তাদের চেহারা থেকে শুরু করে তারা কি পরছেন- সবকিছু নিয়ে অনেক বেশি সচেতন থাকেন।’ 

এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে কীভাবে বিচার করছে, এসব বিষয়ও কোনো অনুষ্ঠানের জন্য তার প্রস্তুতিতে প্রভাব ফেলে বলে জানান।
এই মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরও বলেন, ‘আমি জীবনে এত অদ্ভুত সব জিনিসের শিকার হয়েছি যে কী বলব! যদিও এসব আমার জীবনে কোনো পরিবর্তন আনেনি, তবে এটা মোকাবিলা করাটা অনেক কঠিন ছিল। অবশ্য পুরুষদের মধ্যে কেউই এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না বললেই চলে।’
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় শারীরিক ওজন নিয়ে নেটিজেনদের ঘৃণামূলক মন্তব্যের শিকার হওয়া সম্পর্কেও কথা বলেন সেলেনা। তিনি বলেন, ‘আমার ওজন নিয়ে অনেকেই কথা বলেছেন, এটা আমাকে দুঃখ দিয়েছে। যদিও আমাকে লক্ষ্য করে বলার কারণে কষ্ট পেয়েছি বিষয়টি এমন না, তবে এটি আমার জন্য তিক্ত এক অভিজ্ঞতা। 

/শাকিল  

ইসরায়েলি সেনাদের থেকে ফিলিস্তিনি নির্মাতার মুক্তি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম
ইসরায়েলি সেনাদের থেকে ফিলিস্তিনি নির্মাতার মুক্তি
ছবি: সংগৃহীত

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে ‘নো আদার ল্যান্ড’ অস্কার জয়ের মাধ্যমে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। তথ্যচিত্রটিতে ফিলিস্তিনের পশ্চিম তীরে মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ নিয়ে চারজন ফিলিস্তিনি এবং ইসরায়েলি আন্দোলনকর্মী একত্রে এই তথ্যচিত্রটি তৈরি করেছেন। 

এটির সহ-নির্মাতা হামদান বল্লালকে গত সোমবার (২৪ মার্চ) আটক করার পর ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি দিল ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের সুসিয়া গ্রামের সশস্ত্র বসতি স্থাপনকারী দখলদাররা এই নির্মাতার উপর আক্রমণ করে তাকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

সেই তথ্যচিত্রের সহ-নির্মাতা জুবাল আব্রাহাম গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) তার এক্স অ্যাকাউন্টে হামদানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘সারা রাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে মারধরের পর অবশেষে হামদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবেন।’

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) বল্লালসহ আরো দুই ফিলিস্তিনিকে পুলিশ স্টেশন থেকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে। মুক্তির পর হামদান বল্লাল নিজেও এপি’কে বলেছেন, ‘২৪ ঘণ্টার পুরোটা সময় আমার চোখ বেঁধে রাখা হয়েছিল। তাই কিছুই দেখতে পারিনি। সারারাত বরফশীতল রুমে এসির নিচে আমাকে রেখে দিয়েছিল যেখানে আমি ঠাণ্ডায় কাঁপছিলাম। তবে সেনারা যে আমায় নিয়ে হাসাহাসি করছিল সেটা শুনতে পাচ্ছিলাম।’

উল্লেখ্য, হামদানসহ আটককৃতদের বিরুদ্ধে এক তরুণ বসতি স্থাপনকারীর ওপর পাথর ছুড়ে মারার অভিযোগ করা হলেও তারা এ অভিযোগকে পুরোপুরি মিথ্যে বলেছেন। 

/শাকিল