ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

‘খুশি’তে ইব্রাহিমের অভিষেক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
‘খুশি’তে ইব্রাহিমের অভিষেক
ইব্রাহিম আলী খান ও খুশি কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সমালোচনার পরও অনেক প্রতিভাবান তারকাই ইন্ডাস্ট্রিতে নিজ যোগ্যতায় জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। তেমনি এবার আরও এক ‘স্টারকিড’র অভিষেক দেখতে যাচ্ছে বলিউড। শাওনা গৌতমের পরিচালনায় ‘নাদানিয়ান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক ‘স্টারকিড’ শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

ইব্রাহিমের এটি প্রথম ছবি হলেও খুশি কাপুরের জন্য এটি ক্যারিয়ারের চতুর্থ সিনেমা। ‘নাদানিয়ান’ সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। জীবনের প্রথম প্রেমের ক্ষেত্রে আবেগ এবং কী প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়, সেসব নিয়েই ছবিটির গল্প। বিপরীত মেরুর দুইজন তরুণ-তরুণীকে নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। যেখানে পিয়া (খুশি কাপুর) দক্ষিণ দিল্লির একজন আত্মবিশ্বাসী মেয়ে। অন্যদিকে, অর্জুন (ইব্রাহিম আলী খান) নয়ডার একজন দৃঢ়প্রতিজ্ঞ ছেলে। এখানে তারা কীভাবে তাদের চ্যালেঞ্জগুলো পাশ কাটিয়ে গভীর সম্পর্ক গড়ে তোলে, সেটাই সিনেমায় দেখা যাবে।

ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ প্রকাশ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। আশা করা হচ্ছে, আগামী মাসে নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হবে। যদিও ছবির কোনো ট্রেলার বা টিজার প্রকাশ পায়নি। তবে ইতোমধ্যেই ‘ইশক মে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। তরুণ-তরুণীর প্রেমের এই গল্প নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম আলী খান ও খুশি কাপুর। এ ছাড়া মহিমা চৌধুরী, সুনীল শেঠি, দিয়া মির্জা, জুগাল হংসরাজসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।

/আবরার জাহিন

প্রকাশিত হলো ঈদের বিশেষ নাটক 'আছি ভালোবাসায়'

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম
প্রকাশিত হলো ঈদের বিশেষ নাটক 'আছি ভালোবাসায়'
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ঈদের বিশেষ নাটক 'আছি ভালোবাসায়'। গিগাবাইট নিবেদিত, ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চায়নিকা চৌধুরী। রোমান্টিক ধাঁচের এ নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা- পার্থ শেখ, নওবা, মিলি বাশারসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, 'সুন্দর একটি গল্প নিয়ে ভিন্ন ধারার এ রোমান্টিক নাটকটি তৈরি করেছি। আশা করি সব ধরনের দর্শকদের নাটকটি ভালো লাগবে। নাটকটি দেখতে লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে।'
জন্য তিনি সুপরিচিত। 


/রিয়াজ

এক নাটকে তৌসিফের তিন নায়িকা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:৩০ এএম
এক নাটকে তৌসিফের তিন নায়িকা
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবিঃসংগৃহীত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি নতুনদের সঙ্গেও কাজ করেন এই অভিনেতা। এবার একই নাটকে তিন নতুন অভিনেত্রীর বিপরীতে অভিনয় করলেন তৌসিফ। নাটকের নাম ‘লাভ মি মোর’। নাটকে প্রথমবার তৌসিফের নায়িকা হয়েছেন নিদ্রা দে নেহা, শরীফ ফারজানা বুশরা ও তাবাসসুম ছোঁয়া। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ঈদ উপলক্ষে তৈরি হয়েছে এটি। 

গল্পে দেখা যাবে– রিধি (নিদ্রা), ফাইজা (বুশরা), মেধা (ছোঁয়া) তিন তরুণী উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা একে অপরের ভালো বন্ধু। তিনজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুদর্শন ও মার্জিত রাদিফের (তৌসিফ) প্রেমে পড়ে তিন তরুণী। নিজের ব্যবসা শুরু করতে রাদিফের স্বপ্নপূরণে তাকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় তিন তরুণী। কিন্তু রাদিফের জীবন ও উদ্দেশ্যগুলো তাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল হয়ে ওঠে। এ কারণে তাদের বন্ধুত্ব ও বিশ্বাস পরীক্ষায় পড়ে।

তিন নতুন নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘নিদ্রা, বুশরা ও ছোঁয়া তিনজনই ভালো অভিনয় করেছেন। প্রথমবার তাদের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনজনই হাসিখুশি আর আন্তরিক। পরিচালক বাপ্পি আমাদের সবার উপস্থিতি গুরুত্বপূর্ণ এমন একটা গল্প ভেবেছে। দর্শকরা নাটকটি উপভোগ করবেন আশা করি।’ 

‘লাভ মি মোর’ লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি জানান, ২০২৩ সালে বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘লাভ মি টু’র সিকুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘লাভ মি মোর’। আগের নাটকে প্রধান নায়ক ছিলেন তৌসিফ মাহবুব। এবারও তিনিই কেন্দ্রীয় চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন মিজু ইনজাম, মেহেদি হাসান তরু, শাহরিয়ার হাসান মেহেদী। আগামী ঈদে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।

/ফারজানা ফাহমি

ঈদের ৬ নাটক নির্মাণ করলেন নাজনীন হাসান খান

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম
ঈদের ৬ নাটক নির্মাণ করলেন নাজনীন হাসান খান
ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে সবারই বাড়তি কিছু করার তাগিদ থাকে। প্রতি বছরের মতো এবারের ঈদ আয়োজনেও পরিচালক নাজনীন হাসান খান নির্মাণ করলেন ছয়টি নাটক। এর মধ্যে সাত দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজনে থাকছে সাত পর্বের নাটক ‘ভেজাল কাদের’। ভিন্ন ভিন্ন গল্পে রয়েছে আরও পাঁচটি একক নাটক। নাজনীন হাসান খান প্রতিবারই তার নির্মাণশৈলীতে ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হন। নাটকগুলো লিখেছেন নাট্যকার রাজীব মণি দাস ও অপর্ণা রানী রাজবংশী। 

ঈদুল ফিতর উপলক্ষে তার নির্মিত নাটকগুলো হলো- ‘ভেজাল কাদের’, ‘দারোগা বউ জামাই আসামী’, ‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘আধুনিক চোর’, ‘টনিক ম্যান’। 
এর মধ্যে ব্যতিক্রমধর্মী একটি গল্প ‘সর্বপ্যাথি ডাক্তার’। নাটকের গল্পে দেখা যাবে, শ্যামল যখন খুব ছোট, তখন বাবা বিনে চিকিৎসায় মারা যায়। তার ইচ্ছা ছিল ডাক্তার হওয়া। ওষুধ দোকানে পার্ট টাইম চাকরি করে পড়াশোনাও করে ডাক্তারি পড়ার সুযোগও পায়, কিন্তু টাকার অভাবে আর পড়াশোনা হয় না। এরপর বিভিন্ন বইপুস্তক, ইউটিউব-গুগল রিসার্চ করে চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে গ্রামের মানুষের সেবা দেওয়া শুরু করে। পশু-পাখি-মানুষ সব ধরনের চিকিৎসা করায় হয়ে ওঠেন সর্বপ্যাথি ডাক্তার। নামমাত্র টাকার বিনিময়ে কিংবা বিনে টাকায়ও চিকিৎসা দেন শ্যামল। ইলা শ্যামলকে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষকে টাকার অভাবে বিয়ে করতে পারে না।

নাটকগুলো নির্মাণ প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘যে গল্পে মেসেজ থাকে না, তেমন গল্প নির্মাণে আমার আগ্রহ জাগে না। নাটক হবে বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজ গঠনের হাতিয়ারও।’ কমেডি নাটক নির্মাণ করেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমেডি গল্প নির্মাণ করি, কিন্তু কমেডির নামে ভাঁড়ামি গল্প আমার একদমই পছন্দ না। দর্শককে আমি হাসাব, তবে সেটা অবশ্যই শালীনতা এবং সামাজিক মূল্যবোধ ঠিক রেখে।’ 

/রিয়াজ

ঈদে তরুণ মুন্সীর ‘নিজেরে বুঝি না’

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
ঈদে তরুণ মুন্সীর ‘নিজেরে বুঝি না’
গায়ক তরুণ মুন্সী ও ইপ্সিতা শবনম। ছবিঃসংগৃহীত।

গীতিকার, সুরকার ও গায়ক তরুণ মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান তৈরি করে যাচ্ছেন। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর কণ্ঠেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। 

এই সময়ে এসেও গান নিয়ে ব্যস্ততার কমতি নেই তরুণের। অন্যদের জন্য যেমন লিখছেন, সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে আসছে তার নতুন গানচিত্র। গানের শিরোনাম ‘নিজেরে বুঝি না’। 

গানটি গাওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ নিজেই।  গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা। গানটিতে তরুণ মুন্সীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে। 

নতুন এই গান নিয়ে তরুণ মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি, গানটিতে নতুনত্বের ছোঁয়া পাবেন শ্রোতারা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যার্টফর্মে।

/ফারজানা ফাহমি

দুই দশক পর বিটিভির পর্দায় বেবী নাজনীন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম
দুই দশক পর বিটিভির পর্দায় বেবী নাজনীন
ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে উত্তরবঙ্গের দোয়েল খ্যাত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেবী নাজনীন। তবে রাজনৈতিক জটিলতায় দীর্ঘ সময় ধরে পর্দায় দেখা মেলেনি এই শিল্পীর। দুই দশকেরও বেশি সময় পর এবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির প্রাঙ্গনে পা রাখলেন বেবী নাজনীন। শুক্রবার সন্ধ্যায় ইদের একটি একক অনুষ্ঠানের জন্য তাকে বিটিভির স্টুডিওতে দেখা যায়। এদিন সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত তার গানের রেকর্ড করা হয়।

‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামের এই গানের অনুষ্ঠানের তালিকায় রয়েছে দেশজুড়ে আলোড়ন তোলা তার গাওয়া ৮ টি গান। এর ভেতর রয়েছে ‘বন্ধু তুমি কই’, ‘প্রিয়তম একটু শোনো’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় এই নদী’ এর মতো জনপ্রিয় গানগুলো। পাশাপাশি রেকর্ড করা হয়েছে ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান।

অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন আফরোজা সুলতানা। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় বিশেষভাবে কোরিওগ্রাফি করা হয়েছে তিনটি গান। আয়োজোন সম্পর্কে বেবী নাজনীন জানান, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সবগুলো গান নির্বাচন ও সম্পাদনা করা হয়েছে।আশা করি সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে।’

দুই দশক পর বিটিভির ইদ অনুষ্ঠানের জন্য গান গাইতে পারা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, ‘বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলই নয়। সেই সঙ্গে অনেক শিল্পী ও তারকার আঁতুড়ঘর। রাজনৈতিক কারণে অনেক শিল্পীদের এক অদৃশ্য কালো তালিকা তৈরি করে সেখানে প্রবেশ একরকম নিষিদ্ধ করে রাখা হয়েছিল। একজন শিল্পী হিসেবে জাতীয় গণমাধ্যমে গাইতে না পারার কষ্ট কেমন তা এই দুই দশক ধরে বুঝতে পেরেছি। এখন আমার একটাই চাওয়া যে অতীতের ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রত্যেক শিল্পী যেন স্বাধীনভাবে নিজেদের সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার সুযোগ পান।’

উল্লেখ্য, গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বেবী নাজনীন। বর্তমানেও তিনি বিএনপি চেয়ারপারসন এর একজন উপদেষ্টা। 

/ তাসনিম তাজিন