
হলিউড তারকা বেন অ্যাফ্লেক তার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেলস’-এর মধ্য দিয়ে ফের বড় পর্দায় আসতে চলেছেন। যদিও গত বছর ছবিটিতে শুধু পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন, তবে এ বছর সে সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ছবিটিতে প্রযোজক হিসেবেও থাকছেন সদ্য জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন করা এই অভিনেতা।
দ্য হলিউড রিপোর্টার অনুসারে, ছবিটি প্রথমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এটিতে ম্যাট ড্যামনেরও অভিনয় করার কথা ছিল। কিন্তু স্বত্ব সংক্রান্ত জটিলতার কারণে সিনেমার কাজ সময় মত শুরু করা আর সম্ভব হয়নি। ফলে বেন অ্যাফ্লেক এবং ম্যাড ড্যামন দুইজনই অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, শিগগিরই এর শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেন অ্যাফ্লেকের বিপরীতে ছবিটিতে আরও অভিনয় করবেন ব্রিটিশ তারকা গিলিয়ান অ্যান্ডারসন। চিত্রনাট্য লিখেছেন কনর ম্যাকইনটায়ার এবং বিলি রে। মূলত দুর্ধর্ষ এক কিডন্যাপিং নিয়ে ছবিটির গল্প।
এটির প্রযোজনায় থাকছে অ্যাফ্লেক ও ড্যামনের যৌথ প্রোডাকশন ব্যানার ‘আর্টিস্ট ইকুইটি’ এবং নেটফ্লিক্স। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আরও থাকছেন ব্র্যাড ওয়েস্টন, কলিন ক্রাইটন এবং ড্যানি বার্নফেল্ড।
/আবরার জাহিন