
বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যা হু না’ দর্শকহৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। জানা গেছে, দুই দশক আগের এই ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতা ফারাহ খান। সবকিছু ঠিক থাকলে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে ‘ম্যা হু না ২’ তৈরি করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিক্যুয়েলের জন্য ফারাহ সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে কাজ করছেন। শাহরুখও দ্বিতীয় কিস্তি নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। ফারাহর দল বর্তমানে রেড চিলিজের অভ্যন্তরীণ লেখকদের সঙ্গে আলোচনার মাধ্যমে চিত্রনাট্যের কাজ চলমান রেখেছেন।
অবশ্য ছবিটির গল্পের বিষয়ে শাহরুখ যথেষ্ট সতর্ক আছেন। কেবল নস্টালজিয়ার কারণে কোনো সিনেমার সিক্যুয়েল করতে রাজি নন এই অভিনেতা। তিনি জানেন ‘ম্যা হু না’ ছবির গ্রহণযোগ্যতা তার ভক্তদের কাছে কতটুকু। তাই শাহরুখ তখনই দ্বিতীয় কিস্তির জন্য সম্মতি জানাবেন, যখন এটির গল্প প্রথম কিস্তিকেও ছাড়িয়ে যাবে- এক সূত্র এমনটাই জানিয়েছে।
আশা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চিত্রনাট্যের প্রথম খসড়া পর্যালোচনার পরই বলিউড বাদশাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অভিনেতা ছবিটি করতে সম্মতি জানালে ফারাহ খানের নির্মাণে এটি হবে শাহরুখের চতুর্থ সিনেমা। এর আগে এই জুটির একসঙ্গে করা ‘ম্যা হু না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ তিনটি ছবিই ব্যবসাসফল হয়েছিল।
বর্তমানে এই অভিনেতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি ‘পাঠান ২’-এর জন্যও নিজেকে প্রস্তুত করছেন শাহরুখ খান।
/ফারজানা ফাহমি