ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

‘ম্যা হু না ২’ নিয়ে আসছেন শাহরুখ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
‘ম্যা হু না ২’ নিয়ে আসছেন শাহরুখ
বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবিঃসংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যা হু না’ দর্শকহৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। জানা গেছে, দুই দশক আগের এই ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতা ফারাহ খান। সবকিছু ঠিক থাকলে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে ‘ম্যা হু না ২’ তৈরি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিক্যুয়েলের জন্য ফারাহ সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে কাজ করছেন। শাহরুখও দ্বিতীয় কিস্তি নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। ফারাহর দল বর্তমানে রেড চিলিজের অভ্যন্তরীণ লেখকদের সঙ্গে আলোচনার মাধ্যমে চিত্রনাট্যের কাজ চলমান রেখেছেন।

অবশ্য ছবিটির গল্পের বিষয়ে শাহরুখ যথেষ্ট সতর্ক আছেন। কেবল নস্টালজিয়ার কারণে কোনো সিনেমার সিক্যুয়েল করতে রাজি নন এই অভিনেতা। তিনি জানেন ‘ম্যা হু না’ ছবির গ্রহণযোগ্যতা তার ভক্তদের কাছে কতটুকু। তাই শাহরুখ তখনই দ্বিতীয় কিস্তির জন্য সম্মতি জানাবেন, যখন এটির গল্প প্রথম কিস্তিকেও ছাড়িয়ে যাবে- এক সূত্র এমনটাই জানিয়েছে।

আশা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চিত্রনাট্যের প্রথম খসড়া পর্যালোচনার পরই বলিউড বাদশাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অভিনেতা ছবিটি করতে সম্মতি জানালে ফারাহ খানের নির্মাণে এটি হবে শাহরুখের চতুর্থ সিনেমা। এর আগে এই জুটির একসঙ্গে করা ‘ম্যা হু না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ তিনটি ছবিই ব্যবসাসফল হয়েছিল।

বর্তমানে এই অভিনেতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি ‘পাঠান ২’-এর জন্যও নিজেকে প্রস্তুত করছেন শাহরুখ খান।

/ফারজানা ফাহমি

সঞ্জয় রাজের তিন ধারাবাহিক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম
সঞ্জয় রাজের তিন ধারাবাহিক
ছবি: সংগৃহীত

অভিনেতা সঞ্জয় রাজ। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেতা। এর মধ্যে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটক দুটি আরটিভিতে প্রচারিত হচ্ছে। 

এ ছাড়া মুসাফির রনির পরিচালনায় ‘জোনাকির আলো’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। তিনটি নাটকেই সঞ্জয় রাজ ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। 

এ সম্পর্কে সঞ্জয় রাজ বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। আমি সব সময়ই চাই একটু ভিন্ন কিছু করতে। দর্শকরাও আমার চরিত্রগুলো উপভোগ করছেন এটাই আমার আনন্দের বিষয়।’ 

এ ছাড়া আরও নতুন কিছু কাজ করছেন এই অভিনেতা। ঈদের পরে নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানান সঞ্জয় রাজ। 

/শাকিল  

ঢাকায় আসছেন ‘তেরা মেরা’ গায়ক মুস্তফা জাহিদ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৩০ এএম
ঢাকায় আসছেন ‘তেরা মেরা’ গায়ক মুস্তফা জাহিদ
ছবি: সংগৃহীত

ইমরান হাশমি অভিনীত সুপারহিট সিনেমা ‘আওয়ারাপান’। ২০০৭ সালে মুক্তির আগেই ‘তেরা মেরা রিশতা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গানটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’ ও ‘এক ভিলেন’ সিনেমাতেও গেয়েছেন আলোচিত এই গায়ক। রক ব্যান্ড রক্সেনের ব্যান্ডের দলনেতা এবং প্রধান কণ্ঠশিল্পীও মুস্তফা জাহিদ। এবার জানা গেল ঢাকায় আসছেন এই গায়ক।

‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি আয়োজনে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে। তবে এই শিল্পী একাই নন, পুরো ব্যান্ড নিয়ে আসছেন ঢাকার শ্রোতাদের গান শোনাতে।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের লাহোর জন্মগ্রহণ করেন মুস্তফা জাহিদ। তিনি বিখ্যাত রক ব্যান্ড জুনুনের সাবেক প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়। 

/শাকিল  

আফসোস নেই আমান্ডার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৩০ এএম
আফসোস নেই আমান্ডার
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী আমান্ডা সেইফ্রিড। ‘দ্য ড্রপআউট’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ২০২২ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতেন। এমনকি সেরা সহ-অভিনেত্রী বিভাগে এর আগেও অস্কারে মনোনয়ন পেয়েছেন এ মার্কিন তারকা। অথচ তিনিই কিনা মার্ভেলের জনপ্রিয় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ছবিতে গামোরা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন! 

কারণ হিসেবে তিনি ভেবেছিলেন, ছবিটির বক্স অফিসে ধস নামবে। তাই মার্ভেলের প্রথম কোনো ফ্লপ ছবির অংশ হতে চাননি তিনি। আরেকটি কারণ হলো এই চরিত্রটির জন্য আমান্ডাকে লম্বা সময় ধরে মেকআপ করতে হতো। তার সবুজ ত্বকের প্রয়োজন ছিল যার জন্য ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী মোটেই রাজি ছিলেন না। পরবর্তী সময়ে এ চরিত্রে জো সালদানা অভিনয় করেন এবং ছবিটি হিট হয়ে যায়। এমনকি ২০১৪ সালে এটি তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয়। 

সম্প্রতি আমান্ডা ‘হ্যাপি স্যাড কনফিউজড’ নামের এক পডকাস্টে উপস্থিত হয়ে এই সিনেমায় কাজের প্রস্তাব পাওয়া নিয়ে কথা বলেন। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ‘আমি এই ছবিতে লম্বা সময় ধরে মেকআপ নেওয়া এবং ভিন্ন রং করা নিয়ে সত্যিই ভয়ে ছিলাম। আমি জেমসের সঙ্গে দেখা করেছিলাম। আমাকে আসলেই এই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এটি নিয়ে কয়েকদিন ধরে আমি ভেবেছিলাম। কিন্তু আমার ধারণা ছিল, সিনেমাটি ফ্লপ হবে আর মার্ভেলের প্রথম কোনো ফ্লপ সিনেমার অংশ হওয়াটা ক্যারিয়ারের জন্য মোটেই ভালো কিছু নয়। তবে আমি ভুল ছিলাম! আমি বুদ্ধিমতী হলেও এটি সাহসী কোনো সিদ্ধান্ত ছিল না।’ 

অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এসব নিয়ে কোনো ধরনের অনুশোচনা নেই তার। তিনি বলেন, ‘আমি কোনো কিছুর জন্য অনুশোচনা করি না। আমি নিজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি তখন আমার জন্য ভালো ছিল এবং এখনো আমার জন্য ভালো।’ সেই একই বছর আমান্ডার ‘অ্যা মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’ ছবিটি মুক্তি পেয়েছিল। 

/শাকিল  

তাসনিম আনিকার জন্মদিন আজ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:১০ এএম
তাসনিম আনিকার জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

হালের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। এই প্রজন্মের যতো সঙ্গীতশিল্পী আছেন তারমধ্যে সম্ভবত আনিকাই চারটি ভাষায় নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। তিনি একাধারে বাংলা, ইংরেজি, হিন্দী ও আরবী ভাষায় সঙ্গীত পরিবেশন করে থাকেন। 

বিশেষত স্টেজ শো’তে তার দুর্দান্ত পারফর্ম্যান্স, তার সুরেলা মিষ্টি কন্ঠ ও কয়েকটি ভাষায় সঙ্গীত পরিবেশন করতে পারার কারণে তার সমসাময়িক কালের অনেক শিল্পীর চেয়ে স্টেজ শো’তে তার চাহিদাটা অনেক বেশি। যে কারণে আসছে ঈদে যেখানে তার সমসাময়িক অনেক শিল্পীর স্টেজ শো এখনো কোনো তারিখ চুড়ান্ত না হলেও এরইমধ্যে আগামী ঈদের পরপরই তাসনিম আনিকার বেশ কয়েকটি স্টেজ শো’র সিডিউল লকড হয়ে আছে।

রোজা শুরু হবার আগেই যেমন তার স্টেজ শো’তে পুরোদমে ব্যস্ততা ছিলো, ঈদের পরপরই সেই একই ব্যস্ততা শুরু হতে যাচ্ছে তাসনিম আনিকার। 
এদিকে আজ তাসনিম আনিকার জন্মদিন। একজন রহস্যময় মানব ছাড়া বাকী সবাই তার জন্মদিনে থাকবেন। আনিকা জানেন যে বরাবরের মতোই তার জন্মদিনকে ঘিরে পরিবার, বন্ধু বান্ধব নানান ধরনের আয়োজন করছে। থাকছে বিভিন্ন ধরনের সারপ্রাইজ। তবে সেসব সারপ্রাইজ কী, কখন, কোথায়, কীভাবে হবে তার কিছুই জানেন না তিনি।

তবে জন্মদিনের প্রথম প্রহরটা তিনি বাবা মায়ের সঙ্গেই কাটিয়েছেন। তাসনিম আনিকার বাবা মঈন উদ্দিন আহমেদ একসময় ব্যান্ড সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যান্ড দলের ভোকালিস্ট ছিলেন। বাবার কাছ থেকেই মূলত আনিকার গানের অনুপ্রেরণা পাওয়া। মা চট্টগ্রামের সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষক ছিলেন।

তাসনিয়া নওশীন আনিকার একমাত্র ছোট বোন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড’র আইটি ডিপার্টম্যান্ট চাকুরী করছেন। বাবা মা আর ছোট বোনকে নিয়েই আনিকার পৃথিবী। যে কারণে জন্মদিনের মূল যে আয়োজন তা তার পরিবারকে ঘিরেই। এদিকে আগামী ঈদের পর আনিকার বেশকিছু নতুন গান প্রকাশ হবার কথা রয়েছে। রোজার সময়টা নিজেকে সময় দিচ্ছেন তিনি। কারণ স্টেজ শো শুরু হয়েগেলে ন্যূনতম বিশ্রাম করার সুযোগটাও মিলেনা তার।

আনিকা বলেন,‘ মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং আমাকে একটি সুন্দর সুখী পরিবারের মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে পরিবারকে নিয়ে আমি ভীষণ গর্ব করতে পারি। আমার আব্বু আমার গানের অুনপ্রেরণা, আর আমার আম্মু আগামীদিনের পথচলায় সফলতার সাহস। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আগামীতে কিছু ভালো মৌলিক গান দর্শক শ্রোতার জন্য করতে পারি এবং স্টেজ শো’তে যেন আমার ভক্ত দর্শককে মনের মতো করে গান শোনাতে পারি।’

আনিকার ভক্ত শ্রোতারা সাধারণত ইয়ং জেনারেশনের। যে কারণে স্টেজ শোতে মৌলিক গান গাইবার পাশাপাশি সবগুলো ভাষারই জনপ্রিয় গান পরিবেশন করে থাকেন। উল্লেখ্য, সিনেমায় আনিকার আলোচিত গান হচ্ছে শাকিব খান অভিনীত ‘নোলক’ সিনেমার ‘জলে ভাষা ফুল’। শিল্পীদের মধ্যে গানে আনিকার অনুপ্রেরণা কানিজ সুবর্ণা, মেহরীন ও মিলা। বিশেষত কানিজ সুবর্ণা’র কন্ঠ পারফর্ম্যান্স ও ব্যক্তিত্ব তাকে ভীষণ মুগ্ধ করে। 

/শাকিল  

মিস্টার খান ‘কবির বকুল’

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম
মিস্টার খান ‘কবির বকুল’
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে গান লিখে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার অনন্য অর্জন রয়েছে গীতিকবি কবির বকুলের। আসছে ২১ জুলাই বড় পর্দার গীতিকবি হিসেবে তার পথ চলার ৩০ বছর পূর্ণ হবে। দীর্ঘ ৩০ বছর ধরে সিনেমার গানে নিজের অবস্থান ধরে রাখার রেকর্ড খুব কম গীতিকারেরই আছে। 

এমনিতে ৩৭ বছর ধরে গান লিখছেন তিনি। আধুনিক ও ব্যান্ডের গান লিখেছেন প্রায় দুই হাজার। বড় পর্দার জন্য আটশ’র বেশি সিনেমায় তিন হাজারেরও বেশি গান লিখেছেন। মোট পাঁচ হাজারেরও বেশি গান লিখেছেন যিনি, তাকে আমরা সবাই ‘কবির বকুল’ নামে চিনলেও বাবা মায়ের রাখা তার পুরো নাম নুরুল কবির খান। এখনো অফিসিয়াল কাগজপত্রে বা পাসপোর্টে সে নামটিই রয়ে গেছে।

চলচ্চিত্রে যেখানে অনেকে ‘খান’ না হয়েও নামের শেষে ‘খান’ যুক্ত করেন, সেখানে নুরুল কবির খান কিভাবে ‘কবির বকুল’ হয়ে গেলেন, সে উত্তরটিই তিনি জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে। কবির বকুল বলেন, আমার প্রথম গান প্রকাশিত হয় ১৯৮৮ সালে প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘ময়না’ অ্যালবামে। অ্যলবামের ৪ নম্বর গান ছিল আমার লেখা ‘কাল সারা রাত তোমারই কাকন যেন রিনিঝিনি বেজেছে’। সে সময় গানের গীতিকার হিসেবে শুধু ‘বকুল’ নামটিই ব্যবহার করা হয়। পরবর্তীতে আমিও ‘নুরুল কবির খান’ নামটিকে সংক্ষেপ করে ‘কবির বকুল’ হয়ে যাই। 

‘রাঙা সকাল’-এ কবির বকুল জানিয়েছেন, ছোটবেলা থেকেই নানামুখী কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় পর্যায়ে বাস্কেটবলও খেলেছেন। অডিও অ্যালবামেই তার সাফল্যের শুরু। সে সময় পৃথিবীর মত হৃদয়টাকে, কেন এই নিঃসঙ্গতা, ব্যস্ততা আমাকে দেয় না অবসর, চন্দ্রিমা রাত্রিতে কিংশুক সৌরভে সহ অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তিনি। এর মধ্যে ’৯০ দশকের শুরুতে ‘চাইম’ ব্যান্ডের জন্য লেখা ‘কালো মাইয়া কালো বইলা’ গানটি ছিল অন্যরকম এক ইতিহাস। প্রয়াত শিল্পী খালিদ গানটি গেয়েছিলেন। যে গানটি আজো শ্রোতাদের মুখে মুখে ফেরে। আর এই গানটি ঘটনাক্রমে কবির বকুল লিখেছিলেন চানাচুরের ঠোঙায়। 

কবির বকুল বলেন, গান লিখে আমি প্রথম সম্মানী পেয়েছিলাম ২০০ টাকা। যদিও সেই সম্মানী উদ্ধারের জন্য প্রায় সম পরিমাণ রিকশা ভাড়া খরচ হয়েছিল। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে। 

/শাকিল