
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনের বাইরে আছেন তিনি। বিয়ে করে থিতু হয়েছেন এই নায়িকা। জন্ম দিয়েছেন সন্তানও। এসব ছাপিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় পপি। তার বোন ফিরোজা পারভীন এই অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর থেকেই আলোচনায় আসেন পপি। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হওয়ার পর দীর্ঘদিনের আড়াল ভেঙে এক ভিডিও বার্তা দেন এই নায়িকা।
এবার নিজের সম্পত্তি ফেরত পেতে নিজের মা, ভাইবোনদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পপি। গত বৃহস্পতিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেন তিনি। জিডি নং-৪৪৩। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পপি নিজেই।
এ সম্পর্কে তিনি বলেন, ‘২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার কিন্তু আমার মা, ভাইবোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।’
এদিকে জিডি সূত্রে জানা যায়, পপির মা এবং ভাইবোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা গত বুধবার সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখা শোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেন।
এর আগে স্বামী-সন্তান নিয়ে খুলনায় গিয়ে নিজের বোনকে হত্যার হুমকি দিয়েছেন পপি, এমন অভিযোগ করেন তার বোন ফিরোজা পারভীন। গত সোমবার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। জিডিতে পপির স্বামী আদনান উদ্দিন কামালের নামও উল্লেখ করেছেন।
/ফারজানা ফাহমি