
হলিউডের জনপ্রিয় জুটি মেগান ফক্স ও মেশিনগান কেলি। ২০২০ সালে মার্কিন র্যাপার কেলির সঙ্গে প্রেম শুরু করেন ‘ট্রান্সফর্মার্স’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। অবশেষে ছেলে সন্তানের বাবা-মা হতে চলেছেন তারা। কিন্তু তাদের ঘনিষ্ঠ এক সূত্র ইউএস উইকলিকে জানিয়েছে, সন্তান আগমনের আগে ৩৮ বছর বয়সী প্রেমিকের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।
মূলত এই সময়ে ‘শান্তিতে থাকার জন্যই’ নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র আরও জানিয়েছে, প্রেমিকের থেকে বর্তমানে আলাদা থাকতে শুরু করেছেন এবং সময়টা উপভোগও করছেন। তবে কেলিকে বাবার অধিকার দিতে চান মেগান।
ইউএস উইকলির প্রতিবেদন অনুসারে, মেশিনগান কেলি আবারও মেগান ফক্সের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করে নিতে চান। কিন্তু এই অভিনেত্রী আর এমনটা চান না এবং তিনি বিশ্বাস করেন এটি দুইজনের জন্যই ভালো হবে।
২০২০ সালে ‘মিডনাইট ইন দ্য সুইচগ্রাস’ সিনেমার সেটে পরিচয় হওয়ার পর সে বছরের মে মাস থেকে প্রেম শুরু করেন তারা। মেগানের আগের সংসারে আরও তিন সন্তান রয়েছে। কেলির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এর আগেও একবার সন্তানসম্ভবা হয়েছিলেন মেগান। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে গর্ভাবস্থায় তাদের সন্তান নষ্ট হয়ে গেলে ঘটনাটি তাদের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছিল।
তখন এই অভিনেত্রী বলেছিলেন, ‘এ ঘটনায় আমরা ভীষণ ব্যথিত। এমনটা হবে আমরা আশাও করিনি। এ জন্য আমাদের খুব কঠিন সময় পার করতে হয়েছে। এ ঘটনার কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, এমা ক্যাননের সঙ্গে মেশিনগান কেলির আগের সংসারেও ১৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।