
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রেম-ভালোবাসার গল্পে অভিনয়ের জন্য অধিক পরিচিত। ফের ভালোবাসার গল্প নিয়ে পর্দায় আসতে যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ দিয়ে পর্দায় আসছেন তিনি। সিনেমাটিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ওয়েব ফিল্মটি তৈরি করা হলেও এটি মুক্তি পাবে ভালোবাসা দিবসের ৪ দিন পর ১৮ জুলাই। এটি রবির ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পাবে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিনেমাটির অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। এর দুই দিন পর গত সোমবার সন্ধ্যায় রাজধানীর শান্তা ফোরামে এটির অফিশিয়াল ট্রেলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন এই ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “ভিকি জাহেদ ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত আমার অনেক কাজ করা হয়েছে। তবে ওয়েব ফিল্ম হিসাব করলে তার সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। তার থেকে প্রথমবার গল্পটি শুনেই আমার খুব ভালো লেগেছিল। আশা করছি, গত দুবারের মতো এবারও দর্শকরা আমাদের কাজটি খুব পছন্দ করবেন। মাঝে রোমান্টিক ঘরানার কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলাম। কিন্তু ভক্তদের অনুরোধের কথা চিন্তা করে ‘নীল সুখ’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।”
নির্মাতা ভিকি জাহেদ এই ওয়েব ফিল্মটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি উৎসর্গ করেছেন। ভিকি থ্রিলার গল্প নিয়ে বেশি কাজ করলেও হুমায়ূন আহমেদের পারিবারিক গল্পের প্যাটার্নে কাজ করার চেস্টা করেছেন। এ সম্পর্কে পরিচালক বলেন, “আমি হুমায়ূন আহমেদ স্যারের অনেক বড় একজন ভক্ত। তার পারিবারিক গল্পের ধাঁচে এখানে কাজ করার চেষ্টা করেছি। যদিও জানি তার মতো করে কাজ করা সম্ভব না, এরপর চেষ্টা করেছি দর্শকরা যেন হুমায়ূন স্যারের কাজের নস্টালজিয়ায় ফিরে যেতে পারেন। এ জন্যই ‘নীল সুখ’ হুমায়ূন স্যারকে উৎসর্গ করেছি।”
এ ছাড়া ওয়েব ফিল্ম সম্পর্কে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘নীল সুখ’ ভালোবাসার গল্প নিয়ে তৈরি হলেও এটি গতানুগতিক গল্প থেকে আলাদা। এটিতে দুটি মানুষের মধ্যকার নিখাদ ভালোবাসা, সুখ-দুঃখ ও পারিপার্শ্বিক অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকরা সিনেমাটি দেখলে কোথাও না কোথাও নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন। আর এ জন্য তাদের সিনেমাটি দেখতে হবে।
এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধা মেহজাবীন ও রেহানকে ‘অর্পা’ ও ‘মারুফ’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া ছবিটিতে জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘কতবার ভেবেছিনু আপন ভুলিয়া’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।
/আবরার জাহিন