
আইয়ুব বাচ্চু মৃত্যুর পর থেকে একাধিকবার ভাঙনের মুখে পড়ে তার দল এলআরবি। একসময় বন্ধ হয়ে যায় দলটির কার্যক্রম। এরই মধ্যে দলের ড্রামার গোলাম রহমান ‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ নামে নতুন ব্যান্ড করেছেন।
রোমেল অ্যান্ড ফ্রেন্ডস এর সদস্যরা হলেন রোমেল (ভোকাল), জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (সেকেন্ড লিড গিটার), রাশফি (বেজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নতুন গান তৈরি করছেন তারা। ঈদুল ফিতরে তাদের নতুন গান বের করার পরিকল্পনা রয়েছে।
রোমেল বলেন, ‘বসের গানগুলো নিয়ে আমরা নিয়মিত প্র্যাকটিস করছিলাম। একদিন মনে হলো, আমরা এখন স্টেজে পারফর্ম করতে প্রস্তুত। তারপরই দল গঠন করি। এটা বসের প্রতি আমাদের এক রকম শ্রদ্ধা ও ভালোবাসা।’
২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি থমকে যায়। দীর্ঘ সময় কোনো শোতে অংশ নেয়নি দলটি। একসময় আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার আইয়ুব মঞ্চে উঠলে অনেকেই ভেবেছিলেন, দলের হাল ধরতে যাচ্ছেন তিনি। কিন্তু সে আশার গুড়েও বালি! বিদেশে পড়তে চলে যান তাজওয়ার।
আইয়ুব বাচ্চু মৃত্যুর পর ৭ বছর চলছে। এরপর তাঁর গড়া দলটি আর নেই। এলআরবির কার্যক্রম বন্ধ। তবে তাঁর দলের সহযাত্রীরা নানাভাবে সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। কেউ নিজের মতো করে গাইছেন। গানও বানাচ্ছেন। এর মধ্যে আজ বুধবার এলআরবির ড্রামার রোমেল জানালেন, তিনি একটি গানের দল তৈরি করেছেন। আইয়ুব বাচ্চুর চিন্তাচেতনাকে ধারণ করেই এই গানের দল নিয়ে এগিয়ে যেতে চান। গানের দলের নাম দিয়েছেন রোমেল অ্যান্ড ফ্রেন্ডস।
নতুন কোনো গান প্রকাশ না করলেও রোমেল অ্যান্ড ফ্রেন্ডস তাদের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে এই দল নিয়ে স্টেজ শো করেছে। তবে গানের দলের উদ্যোক্তা রোমেল বললেন, ‘আমরা নতুন গান তৈরি করছি। ইচ্ছা আছে আগামী ঈদে নতুন গান প্রকাশের।’
/ফারজানা ফাহমি