
দেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি
২০১২ সালের এই দিনে হুমায়ুন ফরিদী না ফেরার দেশে পাড়ি জমান।
হুমায়ুন ফরিদী ১৯৮০'র দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্র জগতে আগমন করে জয় করে নিয়েছেন অগণিত দর্শকদের হৃদয়। অনেক মেধাবী ও শক্তিমান অভিনেতা ছিলেন। পর্দায় তিনি নিজের চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন লাখো ভক্ত-অনুরাগী। দর্শকমহলে পেয়ে যান কিংবদন্তির তখমা।
বেশিরভাগ সময় খল চরিত্রে অভিনয় করলেও ইতিবাচক চরিত্রেও তিনি দেখিয়েছেন অসাধারন কৃতিত্ব।
এ ছাড়া তিনি ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন।
হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।
শ্যামল ছায়া, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, বিশ্ব প্রেমিক, প্রাণের চেয়ে প্রিয়, টাকার অহংকার, জয়যাত্রাসহ বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।
১৯৫২ সালের ২৯ মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদী। তিনি তার পড়াশুনা সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন গুনী এই অভিনেতা।
মেহেদী/