
ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ভিকি কৌশল ও রাশমিকা অভিনীত মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘ছাভা’। বর্তমানে এই ঐতিহাসিক মহাকাব্যিক অ্যাকশন ঘরানার ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
তবে রাশমিকাকে এ মুহূর্তে একটু বেশিই কষ্ট করতে হচ্ছে। কারণ পায়ের চোট নিয়ে ‘ছাভা’র প্রচারণায় অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে অনেকে দর্শক অভিনেত্রীর প্রশংসা করলেও কেউ কেউ এমন কাণ্ড নিয়ে উপহাস করছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি এন্টারটেইনমেন্টের সঙ্গে এক সাক্ষাৎকারে দর্শকদের উপহাস এবং তার অভিনীত ‘ছাভা’ সিনেমা সম্পর্কে কথা বলেছেন।
সম্প্রতি তার আঘাতপ্রাপ্ত পায়ের একটি ছবি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার আঘাত কতটা গুরুতর, সেটা আমার ভক্তদের জানাতেই এমনটা করেছিলাম। চোট নিয়ে কথা বললে অনেকেই এর গুরুত্বটা পুরোপুরি বুঝতে চায় না। আমার কাজের প্রতি আমি সব সময়ই খুব গুরুত্ব দিই। কাজের প্রতি অপেশাদারিত্ব আমার মোটেই পছন্দ না। আমি অনেক কৃতজ্ঞ যে, আমার যেসব সিনেমা এবং ব্র্যান্ডের কাজ বাকি ছিল তারা মাঝে ৪৫ দিন আমার জন্য অপেক্ষা করেছিল।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার বর্তমানে মুখেও একটি ফ্র্যাকচার রয়েছে। এরপরও আমি শুটিং চালিয়ে যাচ্ছি কারণ এটি ক্যামেরার সামনে দৃশ্যমান না বা আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছে না। আমি মনে করি, আমার শুভাকাঙ্ক্ষীদের এসব জানার অধিকার আছে।’ ছাভা সিনেমার জন্য নিজের প্রস্তুতির কথা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই সিনেমার জন্য চার-ছয় মাস আমার শব্দচয়ন ঠিক করতে হয়েছিল।’
প্রসঙ্গত, লক্ষ্মণ উতেকার পরিচালনায় ‘ছাভা’ সিনেমার কেন্দ্রীয় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তার সহঅভিনেত্রী হিসেবে পর্দায় রাশমিকা মান্দানাকে দেখা যাবে।
/ফারজানা ফাহমি