
হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও দীর্ঘদিন যাবৎ সিনেমার শুটিং থেকে নিজেকে দূরে রেখেছেন। গত বছরের অক্টোবরে ছেলেসন্তানের মা হয়েছেন ৩৮ বছর বয়সী তারকা অভিনেত্রী। ফলে সন্তানকে নিয়েই এখন যতসব ব্যস্ততা ‘দ্য হোয়াইট লোটাস’খ্যাত এই অভিনেত্রীর। সম্প্রতি চলমান নিউইয়র্ক ফ্যাশন উইকে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মা হওয়ার পর তার জীবনে কী পরিবর্তন এসেছে এবং মাতৃত্বের আনন্দ কীভাবে উপভোগ করছেন, সেসব নিয়ে কথা বলেন আলেকজান্দ্রা।
এই অভিনেত্রী তার সদ্যোজাত ছেলে প্রসঙ্গে বলেন, ‘আমার ছেলেটা খুব শান্তশিষ্ট। এক কথায় বলা যায় দুর্দান্ত। তার জন্য আমি অনেক আনন্দিত। সে আমার জীবনে প্রশান্তি নিয়ে এসেছে। তাই যারা বাচ্চা নিতে চান, তাদের আমি এটি সুপারিশ করি।’ এ ছাড়া এই অভিনেত্রী এবারের ফ্যাশন উইকে মাত্র একদিন আসা প্রসঙ্গে জানান, সন্তানের কারণেই তিনি মূলত একবার শোতে গিয়েছিলেন। মজার ছলে বলেন, একটি ক্ষুধার্ত ছোট শিশুর কাছে এই ফ্যাশন শো কিছুই না।
২০২২ সালের জুন মাসে চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্মকে বিয়ে করেন আলেকজান্দ্রা দাদারিও। আর গত বছরের ৩১ অক্টোবর এই অভিনেত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেন। যদিও এই দম্পতি গর্ভাবস্থার কথা দীর্ঘদিন গোপন রাখার পর ২০২৪ সালের জুলাই মাসে ‘ভোগ’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন।
গত ক্রিসমাসে উৎসবের পোশাক পরিহিত তার সদ্যোজাত শিশুর ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। ভক্তরা বিষয়টি নিয়ে তার অনেক প্রশংসাও করেছিলেন। কিন্তু এখনো সন্তানের নাম প্রকাশ করেননি এই হলিউড তারকা।
উল্লেখ্য, এই অভিনেত্রী বর্তমানে তার মাতৃত্বের সঙ্গে ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। পাশাপাশি মাতৃত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।
/ফারজানা ফাহমি