
ভালোবাসা দিবস উপলক্ষে আজ (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছেন চারজন নায়ক। তারা হলেন- আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
অভিষেক সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি বিশেষ দিন। আর এই দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার অভিনীত প্রথম সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’
মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। ‘ময়না’ নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
/ফারজানা ফাহমি