
সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য তার জীবন চলার পথে দীর্ঘদিনের পরিচিত এবং পরবর্তীকালে প্রণয়ে সম্পৃক্ত হওয়া ইঞ্জিনিয়ার মহি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসেই ইয়াসমিন লাবণ্য ও মহি খানের কাবিন সম্পন্ন হয়।
লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় ১০ বছর। একসঙ্গে পথ চলতে চলতে একটা সময় এসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের আলোচনা এবং পরবর্তীকালে লাবণ্য-মহির সম্মতিতে তাদের কাবিন সম্পন্ন হয়। তবে এবারের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই পারিবারিক। লাবণ্য জানান, শিগগিরই বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মহি খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেই চাকরিজীবনে প্রবেশ করেন। তিন ভাইবোনের মধ্যে মেজো তিনি।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে, তিনি ঠিক আমার মনেরই মতো একজন মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। মহিকে পেয়ে সত্যিই আমি ভীষণ খুশী। যেহেতু একেবারেই পারিবারিক আয়োজনে আমাদের কাবিন সম্পন্ন হয়েছে। আগামীতে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন।’ লাবণ্য মাছরাঙা টিভির প্রচার চলতি অনুষ্ঠান ‘রাঙ্গা সকাল’র নিয়মিত একজন উপস্থাপিকা।
উল্লেখ্য, লাবণ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত। ২০১৫ সাল থেকেই তিনি শিল্পীকলায় চাকরি করছেন।
কলি