
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ২৩তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে গতকাল ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
উৎসবটিতে গতকাল সকাল ১০টায় প্রথম প্রদর্শিত হয়েছে সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। এ ছাড়াও দুপুর ১টায় আমজাদ হোসেনের ‘ভাত দে’, বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাগুলো। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।
আয়োজকরা জানান, এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবে প্রতিদিন সকাল ৯টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবের দ্বিতীয় দিন আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেখানো হবে আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, দুপুর ১টায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য, বিকাল সাড়ে তিনটায় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ এবং সন্ধ্যা সাতটায় গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিন দেখানো হবে আরও চারটি সিনেমা। এর মধ্যে দুপুর ৩টা ৩০ মিনিটে দেখানো হবে রায়হান রাফির ‘তুফান’। চতুর্থ দিনও দেখানো হবে চারটি সিনেমা এবং সবশেষ ১৯ ফেব্রুয়ারি শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী সিনেমার মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।