
তেলেগু ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে এখন আর নিয়মিত বড় পর্দায় দেখা যায় না। তবে সম্প্রতি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন ইলিয়ানা। জানা গেছে, দ্বিতীয় বারের মতো সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী।
মূলত এ সম্পর্কে প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন ইলিয়ানা নিজেই। ২০২৫ সালের জানুয়ারির শুরুতে সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করেছিলেন তিনি। সেখানে তার ছেলে কোয়া ফিনিক্স ডোলানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে গর্ভাবস্থা পরীক্ষার কিটের সঙ্গে নিজের আবেগঘন চেহারা দেখিয়েছিলেন তিনি। এর পরই এই অভিনেত্রীর দ্বিতীয় বারের মতো মা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়। যদিও ইলিয়ানা বিষয়টি স্বীকার না করলেও আভাস দিয়েছেন অন্যভাবে।
সামাজিক মাধ্যমে মধ্যরাতে খাবারের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি গর্ভবতী এটা আমাকে না বলেও জানান যে, আপনি গর্ভবতী।’ গত জানুয়ারিতেও একটি রিল শেয়ার করে তার ক্যাপশনে লিখেছিলেন, ‘ভালোবাসা, শান্তি, দয়ালু। আশা করি, ২০২৫ সালে আরও ভালো কিছু অপেক্ষা করছে।’
তখন থেকেই প্রিয় অভিনেত্রীকে নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয় কেননা এর আগে নিজের বিয়ের বিষয়টিও শুরুতে গোপন রেখেছিলেন এই বিউটি কুইন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘কিছু কিছু বিষয়ে রহস্য রাখা ভালো। এ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। এর আগে একবার আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু তার পরবর্তী অভিজ্ঞতা আমার জন্য তেমন একটা সুখকর ছিল না। আমাকে নিয়ে কেউ কথা বললে সেটা আমি সহ্য করতে পারি কিন্তু আমার সঙ্গী বা পরিবার সম্পর্কে কেউ বাজে কথা বললে সেটা আমার সহ্য হয় না।’
উল্লেখ্য, ২০২৩ সালে ইলিয়ানা মাইকেল ডোলানকে বিয়ে করেন। সে বছরেরই ১ আগস্ট প্রথম ছেলে সন্তানের জন্ম দেন তিনি।