ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

রবির জন্য পিট-ডিক্যাপ্রিওর দ্বন্দ্ব!

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
রবির জন্য পিট-ডিক্যাপ্রিওর দ্বন্দ্ব!
ছবি সংগৃহীত

হলিউডের কমেডি জনরার ক্ল্যাসিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তিন জনপ্রিয় তারকা মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট। পর্দার বাইরে ডিক্যাপ্রিও এবং পিটের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে জানা গেছে, ছবিটিতে কাজ করতে গিয়ে অভিনেত্রী মার্গট রবির প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন এই দুই বন্ধু। এমনকি অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন তারা।

বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশ্য তারা কখনোই এ নিয়ে মুখ খোলেননি। তবে সিনেমার পর বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতাদের রবির সঙ্গে ফ্লার্ট করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে মার্কিন এক গণমাধ্যম প্রতিবেদন করেছিল, ‘মার্গট রবির মনোযোগ আকর্ষণ করতে ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিও আপ্রাণ চেষ্টা করেছিলেন। এমনকি এই বিষয়টি তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। এ ছাড়া কান ফিল্ম ফেস্টিভ্যালে রবি এবং ডিক্যাপ্রিওকে একসঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে। পিট নিজেও এমন প্রচেষ্টা চালিয়ে গেছেন।’

বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, লিও সব সময়ই রবির প্রিয় অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও তার থেকে পিটের সঙ্গে এই অভিনেত্রীর বেশি ঘনিষ্ঠভাব ছিল। কাহিনিগুলো তখন ইন্টারনেট এবং ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করেছিল।

তবে ধারণা করা হয়, গণমাধ্যমে আসা এই সংবাদের পুরোটাই ছিল গুজব। কেননা সে সময়ে টাইটানিক’খ্যাত অভিনেতা ডিক্যাপ্রিও মডেল ক্যামিলা মরোনের সঙ্গে প্রেম করতেন। আর ব্র্যাড পিটের মুখপাত্রের দাবি, মার্গট রবির সঙ্গে পিটের সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার ও বন্ধুত্বপূর্ণ। অন্যদিকে, অভিনেত্রী মার্গট রবি নিজেও ২০১৬ সাল থেকে টম অ্যাকারলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন।

এই অভিনেত্রীকে নিয়ে একই সংবাদমাধ্যম আরেকটি গুজব ছড়িয়েছিল যে, তার স্বামী তাকে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় কাজ করতে নাকি বাধা দিয়েছিলেন। এমনকি তাকে নিয়ে পিট-ডিক্যাপ্রিওর ঝগড়ার বিষয়টিও গুজব হিসেবেই ধরে নেওয়া হয়। 
উল্লেখ্য, এই সিনেমার পর বেশকিছু সাক্ষাৎকারে তাদেরকে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে।

 

ভ্রমণবিষয়ক ইসলামি অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
ভ্রমণবিষয়ক ইসলামি অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’
ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও রমজান উপলক্ষে ইসলামিক ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন মো. ইয়ামিন হামিদ লুৎফর। এটি মূলত ধারাবাহিক ইসলামিক ডকুমেন্টারি, যা মিসরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনা, সেখানকার ইসলামের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে অনুষ্ঠানে। 

ইসলামিক ভ্রমণবিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে সর্বস্তরে জনপ্রিয় অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’। রমজান মাস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন এই পবিত্র মাসটিকে ইফতারের আগ মুহূর্তে উল্লেখযোগ্য করে তোলে। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মোস্তাফিজ রহমান। সঙ্গে সাদিকুর রহমান আজহারী বর্ণনা দিয়েছেন। পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন এটি বিকেল ৪টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে। 

/শাকিল  

পান্থকুঞ্জে ‘নারী ও প্রকৃতি ‍নিপীড়ন রুখে দিন’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
পান্থকুঞ্জে ‘নারী ও প্রকৃতি ‍নিপীড়ন রুখে দিন’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নারী হেনস্তা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা উল্লেখযোগ্য মাত্রায় ঘটতে দেখা যাচ্ছে। প্রায়দিনই নারী ও শিশু নির্যাতনের নতুন নতুন ঘটনা ঘটেই চলেছে। এছাড়াও সর্বপ্রাণ-প্রকৃতির সুরক্ষাও আজ বিপন্নপ্রায়। 

এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তাই ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’ এবং ‘বটতলা’ যৌথভাবে আয়োজন করছে ‘নারী ও প্রকৃতি ‍নিপীড়ন রুখে দিন’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ। আগামীকাল শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টায় পান্থকুঞ্জে এ সাংস্কৃতিক সমাবেশটি অনুষ্ঠিত হবে। 

নারী এবং প্রকৃতির উপর সমূহ নিপীড়ন রুখে দিতে বিবেকবান নাগরিকদেরকে এই সমাবেশে যোগ দিতে সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও অপরিণামদর্শী উন্নয়ন পরিকল্পনার বলি পান্থকুঞ্জকে সুরক্ষা দিতেও তাদের এই সাংস্কৃতিক সমাবেশের আহ্বান জানিয়েছেন তারা। সঙ্গে নারীর নিরাপত্তাহীনতার বর্তমান দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির আশায় যৌথভাবে এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে যোগ দেবেন বটতলা এবং সমমনা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের এক্টিভিস্ট ও শিল্পীরা। 

/শাকিল  

কু-মন্তব্যকারী যুবকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যবস্থা নেয়ার আশ্বাস

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
কু-মন্তব্যকারী যুবকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যবস্থা নেয়ার আশ্বাস
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক’দিন আগে এই অভিনেত্রীকে নিয়ে ফেসবুকের কমেন্টে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার জন্ম দেন ‘সাজিদা ফাউন্ডেশন’-এর কর্মী রাকিবুল হাসান। সেই যুবকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। 

গতকাল বুধবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কু-মন্তব্য করেন। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সাজিদা ফাউন্ডেশনের এমন দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়াও নিজের একাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে এ অভিনেত্রী লেখেন, ‘অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয় তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।’

ঘটনার সূত্রপাত গত ১৬ মার্চ। চিত্রনায়ক শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে শবনম ফারিয়াসহ একঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন। ফেসবুকে এই অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে ফারিয়াকে নিয়ে এক যুবক খুবই আপত্তিকর মন্তব্য করে বসেন। মন্তব্যটি ফারিয়াসহ বাকি নেটিজেনদের দৃষ্টিতেও পড়ে।

এরপরই সেই মন্তব্য, মন্তব্যকারীর প্রোফাইলের ছবি এবং তার কর্মস্থলের নাম উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে পোস্টটি ভাইরাল হয়ে গেলে বিষয়টি সাজিদা ফাউন্ডেশনের নজরে পড়ে। 

/শাকিল  

ধানমণ্ডি ৩২-এর ধ্বংস্তুপে দাঁড়িয়ে ন্যানসির ফেসবুক পোস্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
ধানমণ্ডি ৩২-এর ধ্বংস্তুপে দাঁড়িয়ে ন্যানসির ফেসবুক পোস্ট
ছবি: নাজমুন মুনিরা ন্যানসি

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ফলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তারই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এখনও ধ্বংসস্তুপের উপরে বাড়িটির কিছু শেষচিহ্ন রয়েছে। এই কাণ্ডের প্রায় দেড় মাস পর এবার শেখ মুজিবের। সেই বাড়িতে গিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। 

বুধবার রাতে সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’

এই পোস্টের ঘণ্টাখানেক পর আরও একটি স্ট্যাটাস দেন ন্যানসি। সেখানে তিনি লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’ বিএনপির সমর্থক হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছরে বেশ কোণঠাসা অবস্থায় থাকতে হয়েছে ন্যানসিকে। 

কিছুদিন আগে গণমাধ্যকে এই গায়িকা বলেছিলেন, ‘এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি। মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য একটু বেশি আনন্দের।’ 

/শাকিল  

টেনশন থেকে স্ট্রোক করেছেন সংগীতশিল্পী নূর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
টেনশন থেকে স্ট্রোক করেছেন সংগীতশিল্পী নূর
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর। বর্তমানে গান দিয়ে শ্রোতাদের কাছে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। সম্প্রতি তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ মার্চ) দেশের এক গণমাধ্যমকে এই গায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে হঠাৎ মধ্যরাতে এই মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হন তিনি। ফলে তার মুখের বাঁ পাশটা অবশ হয়ে যায়। বিষয়টি গায়ক নিজেই জানিয়েছেন। স্ট্রোকের বিষয়ে নূর বলেন, ‘ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এ কারণেই স্ট্রোক হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন নূর। বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এখন মুখ নাড়াতে পারছি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে আর কিছুদিন সময়ের প্রয়োজন।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাঞ্জেল নূর মূলত সবার নজরে আসেন সামাজিক মাধ্যমে কাভার গান প্রকাশের মধ্য দিয়ে। তবে এসবের পাশাপাশি তার নিজস্ব কিছু মৌলিক গানও শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। 

এর মাঝে তার ‘যদি আবার’ শিরোনামের গানটি তো উপমহাদেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং নিজের টুইটার একাউন্টে শেয়ার করে তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন। 

/শাকিল