ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

নাট্যোৎসব স্থগিত নিয়ে ফারুকীর বার্তা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
নাট্যোৎসব স্থগিত নিয়ে ফারুকীর বার্তা
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আয়োজন করা হয়েছিল ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। কিন্তু হুমকির অভিযোগে নাট্যোৎসবটি স্থগিত হয়েছে। এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান। তিনি বলেছেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, সবার নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।’

হুমকির মুখে নাট্যোৎসব স্থগিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। কয়েক মাস ধরে সাংস্কৃতিক অঙ্গনে নানা অস্থিরতা এবং মবের আরও একটি উদাহরণ নিয়ে মতপ্রকাশ করেছেন অনেকেই।

এবার এই নাট্যোৎসবটি স্থগিত হওয়ার বিষয়টি পরিষ্কার করে কথা বলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ফারুকী বলেছেন, ‘নাট্য উৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজ-খবর নিতে শুরু করি। কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে? খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এ রকম কিছুই বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি। বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত।’

উৎসব বাতিলের কারণ উল্লেখ করে ফারুকী বলেন, ‘আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে।

বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উসকানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায়, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে। কিন্তু দুঃখজনক হচ্ছে, ‘বিবৃতিতে তারা এসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করল। এবং বিবৃতির শেষে বলল— মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? বা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে। কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কি না, সেটা সবাই ভেবে দেখতে পারেন। পাশাপাশি আরেকটা প্রশ্নও আসে, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য জাতির কাছে এখনো কি একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা?’

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৫টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এ উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের। তবে হঠাৎ করেই উৎসবটি স্থগিত করা হয়।

 কলি

টেনশন থেকে স্ট্রোক করেছেন সংগীতশিল্পী নূর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
টেনশন থেকে স্ট্রোক করেছেন সংগীতশিল্পী নূর
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর। বর্তমানে গান দিয়ে শ্রোতাদের কাছে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। সম্প্রতি তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ মার্চ) দেশের এক গণমাধ্যমকে এই গায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে হঠাৎ মধ্যরাতে এই মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হন তিনি। ফলে তার মুখের বাঁ পাশটা অবশ হয়ে যায়। বিষয়টি গায়ক নিজেই জানিয়েছেন। স্ট্রোকের বিষয়ে নূর বলেন, ‘ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এ কারণেই স্ট্রোক হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন নূর। বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এখন মুখ নাড়াতে পারছি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে আর কিছুদিন সময়ের প্রয়োজন।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাঞ্জেল নূর মূলত সবার নজরে আসেন সামাজিক মাধ্যমে কাভার গান প্রকাশের মধ্য দিয়ে। তবে এসবের পাশাপাশি তার নিজস্ব কিছু মৌলিক গানও শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। 

এর মাঝে তার ‘যদি আবার’ শিরোনামের গানটি তো উপমহাদেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং নিজের টুইটার একাউন্টে শেয়ার করে তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন। 

/শাকিল  

নিজের নিয়ম নিজেই ভাঙলেন ডিক্যাপ্রিও

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:০০ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম
নিজের নিয়ম নিজেই ভাঙলেন ডিক্যাপ্রিও
ছবি: সংগৃহীত

‘টাইটানিক’খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই হলিউড তারকা ক্যারিয়ারে অনেক বিখ্যাত সব সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনেমার বাইরেও নিজের প্রেমজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। এ তারকাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে যে, তিনি সবসময় ২৫ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে ডেট করে থাকেন, যেটা ‘‘লিও’স ল’’ হিসেবে পরিচিত। 

কিন্তু বর্তমান প্রেমিকা ইতালীয় মডেল ভিটোরিয়া সেরেত্তির সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখে ‘‘লিও’স ল’’ অর্থাৎ ২৫ বছরের কম বয়সীদের সঙ্গে প্রেমের নিয়ম ভেঙেছেন ডিক্যাপ্রিও। কেননা শিগগিরই তার প্রেমিকা ২৭ বছর পূর্ণ করবেন। 

বছরের পর বছর ধরে ডিক্যাপ্রিও ‘২৫ বছরের কম বয়সী’ মেয়েদের সঙ্গে ডেটিং করে এসেছেন। এ তারকা ২০১০ সাল পর্যন্ত বার রেফায়েলির সঙ্গে সম্পর্কে ছিলেন, যে বছর তার বয়স ২৫ বছর পূর্ণ হয়। 

একইভাবে কেলি রোহরবাখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ২০১৫ সালে ছিন্ন হয়। সে বছর কেলির বয়সও ২৫ বছর হয়েছিল। অন্যদিকে ডিক্যাপ্রিও তার প্রাক্তন প্রেমিকা শিখা নিনা আগডালের সঙ্গে সম্পর্কে ছিলেন ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত। সে বছর শিখাও নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেছিলেন। 

তবে ২৬ বছর বয়সী ইতালীয় মডেলের সঙ্গে প্রেম করার পর ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’খ্যাত এ তারকার সেই ধারণা বদলে গেছে। ডিক্যাপ্রিওকে বিয়ের ব্যাপারে কোনো প্রকার তাড়া দিতে চান না তিনি। এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, পূর্ববর্তী সম্পর্কগুলোর মতো বর্তমানে বিয়ে নিয়ে চাপ অনুভব করছেন না লিও। তিনি এবং সেরেত্তি বিয়ে নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না। তারা একে অপরকে খুব ভালো বোঝেন এবং তাদের বন্ধন অটুট রয়েছে। ভিটোরিয়াও লিওর সেরা বন্ধু হিসেবে থাকতে ভালোবাসেন।

২০১৬ সালে প্যারেড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকরে বিয়ে প্রসঙ্গে এ হলিউড অভিনেতা বলেছিলেন, ‘বিয়ের ভবিষ্যদ্বাণী করা মুশকিল। এটা পরিকল্পনাও করা যায় না। এটা তখনই ঘটবে যখন এটা ঘটার সময় হবে।’ 

/শাকিল  

দ্বিতীয়বারের মতো বলিউড সিনেমায় কীর্তি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম
দ্বিতীয়বারের মতো বলিউড সিনেমায় কীর্তি
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিন ধরে সেখানে দর্শকপ্রিয়তার পর গত বছর ‘বেবি জন’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। নতুন আরেকটি হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে একটি হিন্দি রোমান্টিক-কমেডি ছবিতে অভিনয় করার জন্য আলোচনায় রয়েছেন তিনি। 

এ অভিনেত্রীর মনোমুগ্ধকর এবং বহুমুখী প্রতিভার জন্য নির্মাতারা তার সঙ্গে কাজ করতে আগ্রহী। সবকিছু ঠিক থাকলে ছবিতে নতুন এক চরিত্রে অভিনয় করবেন কীর্তি। একটি সূত্র জানিয়েছে, কীর্তির আসন্ন এই ছবির চরিত্রটি বেশ প্রাণবন্ত ও বিনোদনমূলক। আর বলিউড ইন্ডাস্ট্রির তাদের রোমান্টিক-কমেডি জনরার জন্য বেশ খ্যাতিও রয়েছে। কীর্তি অভিনীত যা সমালোচকদের দ্বারা প্রশংসিতও। এমন কিছু সিনেমা হলো- নেনু শৈলজা (২০১৬), নেনু লোকাল (২০১৭), থানা সেরন্ধা কুত্তম (২০১৮) এবং রঙ দে (২০২০)। 

তবে এখনো ছবির নাম, কাহিনি এবং অভিনেতাদের নাম গোপন রেখেছেন এটির নির্মাতা। তবে কীর্তির এ আসন্ন সিনেমাটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা শুরু হয়ে গেছে। আপাতত এ তারকা দক্ষিণী সিনেমা ‘আক্কা’তে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি অভিনেত্রী রাধিকা আপ্তে, তানভি আজমি এবং দীপ্তি সালভির সঙ্গে অভিনয় করবেন। 

প্রতিশোধমূলক এ রোমাঞ্চকর ছবিটি দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরনুরু সম্পর্কে যেখানে গ্যাংস্টার কুইনদের জীবনযাত্রা দেখানো হবে। টিজার থেকে জানা যায়, কীর্তিকে সিনেমায় তার পুরো মহিলা গ্যাংয়ের নেতার ভূমিকায় দেখা যাবে। আর রাধিকা আপ্তে তার বিপরীত চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় দুজনের আকর্ষণীয় এক লড়াই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। 

/শাকিল  

আইপিএলের উদ্বোধনী মাতাবেন যেসব তারকারা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম
আইপিএলের উদ্বোধনী মাতাবেন যেসব তারকারা
ছবি: সংগৃহীত

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ১৮তম এই আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ম্যাচ শুরুর আগে কলকাতার ইডেন গার্ডেনে এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বলিউডের সব তারকারা ইডেন গার্ডেনের মঞ্চ রাঙিয়ে তুলবেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এদিন মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে বলিউড ভাইজান সালমান খানও উপস্থিত থাকবেন। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ভিকি কৌশলরাও মাঠে থাকবেন।

শাহরুখের থাকার অন্যতম কারণ হলো প্রথম ম্যাচেই তার দল কলকাতা নাইট রাইডার্স মাঠে খেলবেন আর সালমান খান আসবেন তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণার জন্য। 

এর বাইরেও ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, জাহ্নবী কাপুরদের মত তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক পারফর্ম করবেন। ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে একত্রে মঞ্চ মাতাবেন বলে আগেই জানা গেছে। পাশাপাশি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানও পারফর্ম করবেন। উল্লেখ্য, আইপিএল-এর এই অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন। 

শাকিল/  

বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া - মোহাম্মদ রফিকুল আমিন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম
বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া - মোহাম্মদ রফিকুল আমিন
(বাঁ থেকে দ্বিতীয়) সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, শবনম প্রিয়াংকা, শীলা দেবী, পুজা, সেনিজ, অনিন্দিতা অথি ও ঊর্মি খান। 

২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। 

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত-অহনা রহমান অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী-পারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’। 

বৈশাখী টেলিভিশনে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঈদের বিশেষ আয়োজন সম্পর্কে জানানো হয়। ঈদ অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সেখানে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ও বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান। 

বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন বলেন, এই চ্যানেলের মূল মালিক আমরা দর্শকদেরই মনে করি। এতদিন বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও খুব দ্রুতই সেখান থেকে বের হয়ে আসতে পারব আমরা। আগামী ৩ বছরের মধ্যে বৈশাখী টিভির অফিস আরও বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা আছে। 

তিনি আরও বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। 

/শাকিল