
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে তার নিজেরই সুর করা দুটি নতুন গান প্রকাশ পেল। দুটি গানই তার ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে প্রকাশিত হয়েছে।
গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ (লিখেছেন ফারজানা রহমান), ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ (লিখেছেন ইলা মজিদ)। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস। ফাহমিদা নবী জানান দুটি গানই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: শিল্পীর পথচলায় শেষ বলে কিছু নেই: ফাহমিদা নবী
নতুন দুই গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন যে দুটি গান প্রকাশ পেল দুটি গানেরই কথা ভীষণ সুন্দর। বিশেষ করে কাছের মানুষ দূরে যায়-গানটি প্রসঙ্গে বলতেই হয় যে, এটা কিন্তু আমাদের জীবন চলার পথে ভীষণ সত্যি, এমন অনেক মানুষ আছে যারা একটা সময় ভীষণ কাছের হয়। আবার একটা সময় দূরেও চলে যায়। আবার দূরে থাকা মানুষ তখন কাছে চলে আসে, আপন হয়ে যায়। এই গানটি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি, ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’
কলি