
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনয়ের পাশাপাশি তার প্রেমজীবন নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডনভিত্তিক উদ্যোক্তা কবির বাহিয়ার সঙ্গে প্রেমে মজেছেন পরম সুন্দরীখ্যাত এই নায়িকা। প্রায়ই তাদের একসঙ্গে নানা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখাও যায়। তবে এখনো এই জুটি আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। ধারণা করা হচ্ছে, শিগগিরই বিয়ে করতে পারেন তারা।
সম্প্রতি কৃতি এবং কবিরকে দিল্লি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে, যা তাদের বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। যদিও মাস্ক, ক্যাপ ও সানগ্লাস পরে নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন অভিনেত্রী কিন্তু সেটা তেমন কাজে আসেনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই জুটি মূলত তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন। আর এ বিষয়টিই তাদের বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করেছে। গুঞ্জন সত্যি হলে ২০২৫ সালের শেষ দিকে গাঁটছড়া বাঁধতে পারেন তারা।এর আগে বেঙ্গালুরুতে একটি বিয়ের অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে দুইজনকে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে, যা তাদের প্রেমের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, লন্ডনে বসবাসকারী কবির সাধারণত জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকলেও কৃতির সঙ্গে তার ক্রমবর্ধমান উপস্থিতি ভক্তদের মধ্যে কৌতূহল ক্রমেই বাড়িয়ে তুলেছে। সবশেষ এই অভিনেত্রীকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘দো পট্টি’ সিনেমায় দেখা গেছে। চলতি বছরের ২৮ নভেম্বর তার পরবর্তী সিনেমা ‘তেরে ইশক মে’ মুক্তি পেতে যাচ্ছে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় ছবিটিতে ধানুশের বিপরীতে দেখা যাবে তাকে।
/ তাসনিম তাজিন