
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ব্যাটম্যান’। ২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তির পর ২০২৭ সালের ১ অক্টোবর এর দ্বিতীয় কিস্তি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-তেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন। চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি আলোচিত এ সিনেমা নিয়ে মুখ খুলেছেন তিনি।
যদিও অভিনেতা বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়ালটির গল্প কী নিয়ে তা প্রকাশ করেননি, তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, দর্শকরা দুর্দান্ত একটি সিনেমার সাক্ষী হতে যাচ্ছেন। সম্প্রতি এই অভিনেতা লন্ডনে তার আসন্ন সিনেমা ‘মিকি ১৭’-এর রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন। সেখানেই রবার্ট তার পরবর্তী সিনেমা নিয়ে কথা বলেন। এ অভিনেতা বলেন, ‘দুর্দান্ত একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি আমরা।’ এ সময় ছবির শুটিংয়ের কাজ এত দেরিতে শুরু করার প্রসঙ্গে প্যাটিনসন বলেন, ‘অনেক সময় পার হয়ে গেছে। সবকিছু অনেক আগের বলে মনে হচ্ছে, কেননা মাঝখানে কোভিড আমাদের জীবন থেকে তিন বছর মুছে দিয়েছে।’
ছবিটি মুক্তির জন্য শুরুতে ২০২৬ সালের ২ অক্টোবর চূড়ান্ত করা হলেও পরবর্তী সময়ে ওয়ার্নার ব্রাদার্স এটির মুক্তির সময় এক বছর পিছিয়ে ২০২৭ সালের ১ অক্টোবর চূড়ান্ত করে।২০২২ সালের পর দ্বিতীয় কিস্তিতেও পরিচালক হিসেবে থাকছেন ম্যাট রিভস। সবশেষ গোল্ডেন গ্লোব আসরে উপস্থিত হয়ে এই নির্মাতা জানিয়েছিলেন, ২০২৫ সালেই ছবিটির শুটিং শুরু হবে। এটির সহ-গল্পকার হিসেবে আছেন ম্যাটসন টমলিন।
প্রসঙ্গত, প্রথম কিস্তিতে অভিনয় করা প্যাটিনসন ছাড়াও অ্যান্ডি সার্কিস, জেফ্রি রাইট এবং কলিন ফারেলও ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-তে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।
/ তাসনিম তাজিন