
বলিউডের পিরিয়ডিক ক্ল্যাসিক সিনেমা ‘যোধা আকবর’। মুঘল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে ১৭ বছর আগে বলিউডে এই ছবিটি নির্মাণ করা হয়েছিল। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিটি এবার অস্কারে ডাক পেয়েছে। চলতি বছরের ৩ মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার কর্তৃপক্ষ ‘যোধা আকবর’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে।
মূলত এই কাল্ট ক্লাসিক সিনেমার ১৭ বছরপূর্তি উপলক্ষেই এমন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও প্রদর্শনীর সময় এখনো চূড়ান্ত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে- অস্কার অনুষ্ঠানের আগে বা পরে এর বিশেষ প্রদর্শনী হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও ঐশ্বরিয়া রাই।
অস্কারের এই বিশেষ প্রদর্শনী নিয়ে পরিচালক আশুতোষ বলেন, ‘১৭ বছর পরও ‘যোধা আকবর’-এর প্রতি দর্শকরা তাদের ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ আমি। অস্কার যেভাবে আমাদের সম্মান দেখাতে যাচ্ছে, সেটা আমাদের ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য অনেক বড় পাওয়া। এটা আমাদের জন্য গর্বের বিষয়।’
/ তাসনিম তাজিন