
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। মিডিয়াতে চাউর আছে মেহজাবীন ও রাজীব নাকি অনেক আগেই বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই তারকা জুটিকে নিয়ে বিভিন্ন সময় সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের হাজির হওয়ার পাশাপাশি দেশের বাইরেও ঘুরে বেড়িয়েছেন তারা।ব্যক্তিগত বিষয়টি নিয়ে দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনই মুখে কুলুপ আঁটেন। কৌশলে এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। যদিও এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ আবার এমনও শোনা গেছে, তারা বিয়ে করে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে থাকছেন।
এবার আর লুকোচুরি নয়, পাওয়া গেল এই জুটির নতুন খবর। মেহজাবীন ও রাজীব এবার সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শিগগিরই। বিয়ে করতে যাচ্ছেন তারা। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়েহলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে। বর্তমানে এই আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।
২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। শুরুতে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও এখন ওটিটি প্লাটফর্মে ওয়েবসিরিজ ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন এই তারকা অভিনেত্রী। ভালোবাসা দিবস উপলক্ষে আজ মুক্তি পাবে মেহজাবীন অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন।
/ফারজানা ফাহমি