
পপ তারকা শাকিরা তার গান এবং রূপের জন্য দুনিয়াব্যাপী জনপ্রিয়। কিছুদিন আগেই গত ১১ ফেব্রুয়ারি নিজের সর্বশেষ অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’র জন্য ব্রাজিল থেকে কনসার্ট ট্যুর শুরু করেছিলেন। সর্বশেষ পেরুতে গান গাওয়ার কথা ছিল এই গায়িকার। কিন্তু হঠাৎ করেই পেটব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিরা। ফলে পেরুর কনসার্টটি সাময়িক স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৫ ফেব্রুয়ারি রাতে।
জানা গেছে, এখনো সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ৪৮ বছর বয়সী এই গায়িকা। অসুস্থতার বিষয়টি শাকিরা নিজেই তার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে এই গায়িকা লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, গত রাতে পেটের ব্যথার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মঞ্চে পারফর্ম করার মতো অবস্থা নেই আমার। এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণ দুঃখিত।’
তবে তিনি আশ্বস্ত করেছেন যে, তার টিম ও কনসার্টের আয়োজক কর্তৃপক্ষ নতুন তারিখ কবে হবে, সেটা নিয়ে কাজ করছে। শাকিরা লিখেছেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। পাশে থাকার জন্য ধন্যবাদ।’
/ফারজানা ফাহমি