
উদীয়মান অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তরুণ এই অভিনেতার মৃত্যুর খবরটি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
জানা গেছে, গত রবিবার রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন শাহবাজ সানী। হঠাৎ করেই কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। রাখা হয় আইসিইউতে। রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা এই অভিনেতাকে মৃত ঘোষণা করেন। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এরপর তাকে গতকাল ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর জানাজা শেষে গতকাল বাবার করবের পাশেই এই অভিনেতাকে দাফন করা হয়।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
/ তাসনিম তাজিন