
চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)। ধারণা করা হয়, বাফটায় যারা পুরস্কার জিতবেন তাদের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারেও জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গত রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়ে গেল বাফটার ৭৮তম আসর। এবারের আসরে সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে কীর্তি গড়া জার্মান সিনেমা ‘কনক্লেভ’ পুরস্কার জয়ের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে। হলিউডের ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে তারা। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন জনপ্রিয় স্কটিশ অভিনেতা ডেভিড টেনান্ট।
৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত সিনেমা ‘কনক্লেভ’। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘দ্য ব্রটাইলস্ট’ সিনেমায় ইহুদি স্থপতির চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসা মার্কিন তারকা অ্যাড্রিয়েন ব্রডি। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ‘আনোরা’ খ্যাত অভিনেত্রী মাইকি ম্যাডিসন।এক নজরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম দেখে নেয়া যাক
সেরা চলচ্চিত্র
কনক্লেভ
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়ের্যান কালকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ওয়ালেস অ্যান্ড গ্রমিট ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স; জ্যাক অঁডিয়ার, পাসক্যাল কোঁশোতু)
সেরা সম্পাদনা
কনক্লেভ (নিক এমারসন)
সেরা চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট (লও ক্রোলি)
সেরা মৌলিক চিত্রনাট্য
আ রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
সেরা শিল্প নির্দেশনা
উইকেড (ন্যাথান ক্রাউলি, লি সানডেইলিস)
সেরা শব্দ
ডিউন: পার্ট টু (রন বার্টলেট, ডাগ হেম্ফিল, গারেথ জন, রিচার্ড কিং)
সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
ডিউন: পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, গেয়ার্ড নেফজা, রিস স্যালকম্ব)
অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র
কনক্লেভ
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
রক পেপার সিজারস
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ওয়ান্ডার টু ওয়ান্ডারসেরা কাস্টিং
আনোরা (শন বেকার, সামান্থা কোয়ান)
সেরা প্রামাণ্যচিত্র
সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র
ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)।
/ তাসনিম তাজিন