
জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান। গানের ভুবনে বর্তমান সময়ে তার জনপ্রিয়তা যেন ঈর্ষণীয়। নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও অনবদ্য হৃদয় খান। তবে গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও এই সংগীত তারকার রয়েছে আলোচনা ও সমালোচনা। বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি।
বিশেষ করে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।
এই বিচ্ছেদের যন্ত্রণা বেশি দিন ভোগ করতে হয়নি হৃদয়কে। কারণ সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই নতুন প্রেমে মজেন এই গায়ক। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সে সময় শোবিজ অঙ্গনের অনেক তারকারা উপস্থিত ছিলেন। তখন জানা গিয়েছিল হুমায়রা মালয়েশিয়ায় পড়ালেখা করছেন, রাজধানীর ধানমন্ডিতে তার বাসা।
এ বিষয়ে তখন হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান গণমাধ্যমে বলেছিলেন, ‘আমাদের দুই পরিবারের সম্মতিতেই ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। কাছের মানুষ ছাড়া কেউই ছিল না। মেয়ে মালেয়শিয়া থেকে পড়ালেখা করে দেশে এসেছে। ধানমন্ডিতে মেয়ের বাসায়ই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’
এবার জানা গেল, হৃদয় খান ও হুমায়রার সংসারও ভেঙে গেছে। বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। এ বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র। সূত্র জানায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে।
তবে বিষয়টি জানতে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।’
এ সম্পর্কে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই।’
হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগেও পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়।
কলি