
‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এই মার্কিন তারকা তার ক্যারিয়ারে টাইটানিক, কুইলস এবং হ্যামলেটের মতো সিনেমায় কাজ করে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেছেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে অস্কারজয়ী এই তারকার এবার পরিচালক হিসেবে হলিউডে অভিষেক হতে যাচ্ছে। হলিউড রিপোর্ট অনুসারে, কেট নেটফ্লিক্সের জন্য ‘গুডবাই জুন’ নামে একটি সিনেমা পরিচালনা করবেন।
এ ছাড়া ছবিটি প্রযোজনা করার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। ছবিটির গল্প লিখেছেন উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স এবং তার প্রাক্তন স্বামী স্যাম মেন্ডেস। আর সহ-প্রযোজক হিসেবে থাকছেন কেট সলোমন। এতে কেট ছাড়াও আরও অভিনয় করবেন টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল এবং হেলেন মিরেন। মর্মস্পর্শী এবং হাস্যরসাত্মক গল্প নিয়ে এটির কাহিনি- যেখানে ভাই-বোনের দল নিজেদের কঠিন সময়ে একত্রিত হয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে, সেটাই দেখা যাবে।
এর আগে এলিজাবেথ ডের সঙ্গে ‘হাউ টু ফেইল’ নামক পডকাস্টে উপস্থিত হয়ে নির্মাতা হিসেবে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন কেট। তিনি বলেছিলেন, ‘অনেক মানুষই আমাকে পরিচালনায় আসতে বলে। কিন্তু আমি প্রতিবারই তাদের এসব নিয়ে আমার অনিচ্ছার কথা জানিয়েছি। তাদের এসব প্রশ্ন করতে নিষেধ করতাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে পরিচালনায় না এসে অন্য নারীদের হতাশ করছি আমি। আমরা যত বেশি ক্যামেরার পেছনে দাঁড়ানোর সাহস করব, তত বেশি অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব। আমি এখন প্রযুক্তিগত বিষয়গুলো খুব ভালোমতো বুঝি। সঠিকভাবে কোনো কাজ করতে না জানলে সে কাজে আমি অগ্রসর হই না। সিনেমা তৈরি করতে আমি এখন পুরোপুরি প্রস্তুত।’
উল্লেখ্য, এই অভিনেত্রীকে সবশেষ এইচবিও লিমিটেডের সিরিজ ‘দ্য রেজিম’-এ দেখা গিয়েছিল। ২০০৯ সালে ‘রিডার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন কেট উইন্সলেট।