ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। লম্বা সময়ের ক্যারিয়ারে জনপ্রিয় সব ছবি উপহার দেওয়ার পাশাপাশি দুইবার অস্কার জিতেছেন তিনি। সম্প্রতি এই তারকা অ্যাওয়ার্ড শোগুলো টিভিতে সম্প্রচারের বিপক্ষে নিজের মতামত তুলে ধরেছেন। বিষয়টি হলিউডের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
ম্যাট রজার্স এবং বোয়েন ইয়াংয়ের সঙ্গে কালচারিস্টস শিরোনামের এক পডকাস্টে উপস্থিত হয়ে এ অভিনেত্রী বলেছিলেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ অন্য অ্যাওয়ার্ডের শোগুলোর সেই সময়ে ফিরে যাওয়া উচিত, যখন এটি টেলিভিশনে সম্প্রচারিত হতো না।’
৫৫ বছর বয়সী ব্লানচেট আলোচনার শুরুতে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ‘দ্য অ্যাভিয়েটর’ ও ‘ব্লু জেসমিন’ সিনেমার জন্য অস্কার জেতা এ তারকা বলেন, ‘বর্তমানে খুব কম জায়গাই আছে যেখানে আমরা ব্যক্তিগত সময় কাটাতে পারি। আশির দশকের শেষ দিকে সিডনির মার্ডি গ্রাসের সব ডান্স পার্টিতে যাওয়া আমার খুব পছন্দের ছিল। অধিকাংশ মানুষ এটাই করত এবং দারুণ সময় কাটাত। কেউ আক্রমণাত্মক ছিল না, কারও মধ্যে ভিডিও বা রেকর্ডিংয়ের ভয় কাজ করত না। একজন আরেকজনের ব্যাপারে নাক গলাত না।’
আলোচনার একপর্যায়ে রজার্স এবং ইয়াং উল্লেখ করেন, টিকটকের এই যুগে লিপ রিডারদের কারণে তারকাদের গোপনীয়তা বর্তমানে আরও হ্রাস পেয়েছে। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে তারকারা একে অন্যের সঙ্গে কি কথা বলছেন, সেসবও লিপ রিডাররা অনুমান করার চেষ্টা করছে।
এরই প্রেক্ষিতে কেট ব্লানচেট তারপর বলেন, ‘আমি জানি এটা সেকেলে শোনাবে কিন্তু টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচারের আগের সময়ে আমাদের ফিরে যাওয়া উচিত। আমাদের সেই সময়ে ফিরে যাওয়া উচিত এবং পরিবর্তে তারকাদের জন্য দুর্দান্ত এক পার্টির আয়োজন করা যেতে পারে, যেখানে সবাই নিজেদের মতো করে উপভোগ করতে পারবে।’
তবে তিনি যে অ্যাওয়ার্ড শোর বিপক্ষে না, সেটাও স্পষ্ট করেছেন। এ অস্কারজয়ী অভিনেত্রী বলেন, ‘আমি বলতে চাচ্ছি অ্যাওয়ার্ড শো চলতে থাকুক, কিন্তু সেটা বন্ধ দরজার আড়ালে। শেষ পর্যন্ত কে জিতছে আর কে জিতছে না, সেটা কেবল আমরা দেখতে পারব। এমনটা ঘটলে খুবই ভালো হতো।’
উল্লেখ্য, এই অভিনেত্রীকে সামনে খ্যাতিমান নির্মাতা স্টিভেন সোডারবার্গের স্পাই থ্রিলার ‘ব্ল্যাক ব্যাগ’ সিনেমায় দেখা যাবে।
/শাকিল