
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম- এই পাঁচজন মিলে ব্যান্ড দল ‘আই কিংস’ গঠন করেছিলেন। এরপর থেকে যখন যেখানে ইমরান স্টেজ শোতে পারফর্ম করতে গেছেন নিজের দলকে সঙ্গে নিয়েই পারফর্ম করেছেন এবং দেশ-বিদেশের সংগীতপিপাসুদের গানে গানে মুগ্ধ করেছেন।
আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। পরে জাপান, আমেরিকা, লন্ডন, ভারত, কানাডা, অস্টেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ বহু দেশে শো করেছে আই কিংস। দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় শো করেছে আই কিংস। গতকালও ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করে আই কিংস।
আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোয় স্টেজ শোতে ব্যস্ত থাকবে আই কিংস। দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, চলতি বছর তাদের দলে লিড গিটারিস্ট হিসেবে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এই স্থানে ছিলেন জিতু। দলে ভোকালিস্ট হিসেবে আছেন মো. মাহমুদুল হক ইমরান (ইমরান মাহমুদুল), বেজ গিটারে আছেন জাহাঙ্গীর আলম জনি, ড্রামসে আছেন সজল কুমার সাহা মিঠু, কি-বোর্ডে আছেন মো. কাইয়ূম খান ও লিড গিটারে আছেন মো. শাহরিয়ার সাঈদ শুভ্র।
আই কিংসের এই সেটআপ আগামী ঈদে অর্থাৎ আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে পারফর্ম করবে। এ ছাড়া ইউরোপ-আমেরিকায় স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে আলাপ চলছে। আই কিংসের ভোকালিস্ট ইমরান বলেন, ‘জিতু ভাই আমেরিকা চলে যাওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হলেন শুভ্র। তা না হলে আমাদের দল যা ছিল ঠিক তাই থাকত। তার পরও আই কিংস নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে স্টেজ শোতে পারফর্ম শুরু করবে।
কলি