ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

তিশার বসন্তবৌরি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
তিশার বসন্তবৌরি
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

তানজিন তিশা অভিনীত নতুন নাটক ‘বসন্তবৌরি’। এতে তিশা অভিনয় করেছেন শিমু চরিত্রে। আর তিশার বিপরীতে শিমুল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। জাহান সুলতানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। গতকাল মঙ্গলবার কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, নতুন ভাড়াটিয়া এসেছে পলাশদের পাশের বাসায়। তাদের একটি মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। সে একটা মোরগ পালে, সেটার নাম দিয়েছে আইনস্টাইন। সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্থ করার শব্দ শুনে।

পলাশ কানে বালিশচাপা দিয়েও কূল পায় না। পলাশের সামনে অ্যাডমিশন টেস্ট, সে কিছুই পড়ে না। তখন পলাশ বলে, এই মেয়ে পড়াশোনা করে না, ষাঁড়ের মতো চেঁচায়। এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। ‘বসন্তবৌরি’ নাটকে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

কলি

 

বলিউড অভিষেকের পথে নুসরাত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
বলিউড অভিষেকের পথে নুসরাত
ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই নায়িকা এবার কলকাতার গণ্ডি পেরিয়ে কাজ করতে যাচ্ছেন বলিউডে। তবে সেখানকার কোনো ছবিতে নয় বরং হিন্দি সিনেমার একটি গানের মডেল হিসেবে কাজের সুযোগ পেয়েছেন এ টলিউড সুন্দরী। 

কলকাতার সমসাময়িক সিনেমার আরও বেশ কিছু তারকা আগেই বলিউড সিনেমায় অভিষেক করেছিলেন। যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পূজা বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ-এর মতো তারকারা বলিউডে কাজ করেছেন। তবে দেরিতে হলেও এবার সেই তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন নুসরাত। 

কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিওটি টিপস মিউজিকের ব্যানারে নির্মাণ করা হয়েছে। আর ভিডিওটি পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি। ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী পাপন। 

সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং পর্ব সম্পন্ন হয়েছে। তবে দেরিতে হলেও বলিউডে সুযোগ পেয়ে ভীষণ খুশি এ অভিনেত্রী। নুসরাত জানান, টিপস মিউজিকের মতো এমন বড় ব্যানারে কাজ করতে পেরে দারুণ আনন্দিত তিনি। 

/শাকিল  

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম
সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। 

সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বর্ষা। তিনি বলেন, ‘হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না। এটা করাটাও সুন্দর দেখায় না। কারণ, একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এ ছাড়া আমার সন্তানরাও বেশ বড় হয়েছে।’ 

বর্ষার ভাষ্যে, ‘আমি খুব বাস্তববাদী মানুষ। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’
এ সময় অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’
অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে। তাদের কথাও বলেন এই নায়িকা।
বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

শুধু নিজের ব্যাপারে না, অনন্ত জলিলও অভিনয় চালিয়ে যাবেন কি না সে বিষয়েও কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না।’ 

/শাকিল  

ঈদে সালমার ‘বরবাদ’

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম
ঈদে সালমার ‘বরবাদ’
সংগীতশিল্পী সালমা। ছবিঃসংগৃহীত।

ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ঈদের নতুন ফোক গান ‘বরবাদ’। দ্বৈত কণ্ঠে গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও জুয়েল। 

গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। গানটির শিল্পী সালমা বলেন, ঈদ উৎসবে ‘বরবাদ’ গানটি দিগুণ আনন্দ বাড়িয়ে দেবে। ঈদের জন্য চমৎকার একটা উৎসবমুখর গান আমার ভক্ত-শ্রোতাদের জন্য প্রকাশ হয়েছে। পার্টিতে অনুষ্ঠানে সবাই গানটি শুনে মজা করতে এবং নাচতে পারবে। বেশ রিদমিক তালের গান। দর্শক-শ্রোতাদের কাছে গানটি জনপ্রিয়তা পাবে আশা রাখছি।

/ফারজানা ফাহমি

জীবনে ভারসাম্য চান র‌্যাচেল

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
জীবনে ভারসাম্য চান র‌্যাচেল
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী র‌্যাচেল জেগলার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘স্নো হোয়াইট’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভীষণ ইচ্ছে তার নিজের একটা পরিবার হোক। এমনকি র‌্যাচেল পেশাজীবনেও মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান। মূলত এ দুটির মধ্যে ভারসাম্য রাখতে চান ‘স্পেলবাউন্ড’খ্যাত এ তারকা। 

প্রসঙ্গটি নিয়ে জেগলার অ্যালুরকে বলেন, ‘আমি একটি পরিবার চাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কাজও করতে চাই। আমি পর্দায় গল্প বলতে ভালোবাসি। কখনোই এটা বন্ধ করতে চাই না কিন্তু সত্যিই আমি এমন একটি দিনের অপেক্ষায় আছি যেদিন বাড়ি ফিরে আমার জীবনসঙ্গীকে দেখতে পাব। বিয়ে করব, আমারও বাচ্চা থাকবে, কুকুর থাকবে এবং মনে হবে যেন জীবনে সবকিছু করে ফেলেছি।’ 

ব্রিটিশ এক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই অভিনেত্রী নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমায় তার চরিত্র স্নো হোয়াইট এবং তার বাস্তব জীবনের মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছেন। জেগলার বলেন, ‘স্নো হোয়াইট তার নিজের লক্ষ্যেই আছে এবং এক সময়ে সে প্রেমে পড়ে যায় যেটা সত্যিই অসাধারণ। এটাই জীবন। কখন কার সঙ্গে কী ঘটবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না।’ 

জেগলার বিশ্বাস করেন, তরুণদের জন্য ‘স্নো হোয়াইট’-এর মতো সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য স্নো হোয়াইটের মতো সিনেমা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক কাজ করলে সেখানে ভুলের কোনো অবকাশই থাকে না।’ উল্লেখ্য, ছবিটিতে গ্যাল গ্যাদত ইভিল কুইনের ভূমিকায় অভিনয় করেছেন। 

/শাকিল  

‘সিকান্দার’-এর মুক্তির তারিখ চূড়ান্ত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম
‘সিকান্দার’-এর মুক্তির তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

বলিউডে গত কয়েক বছর ঈদুল ফিতরের সময়ে সালমান খানের সিনেমা মুক্তি যেন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও সেটার ভিন্ন কিছু হচ্ছে না। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত ছবি ‘সিকান্দার’। সিনেমাটি ৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

এটি নির্মাণ করেছেন এআর মুরুগাদোস; যিনি ‘গজিনি’ এবং ‘থুপাক্কি’র মতো সুপারহিট সিনেমা তৈরি করে অনেক খ্যাতি পেয়েছেন। ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে দিন দিন আগ্রহ যেন বেড়েই চলেছে। কারণ ছবিটি ঈদের সময়ে মুক্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া সে সময়ে মহারাষ্ট্রে গুড়ি পদোয়া এবং দক্ষিণ ভারতে উগাদির মতো প্রধান উৎসব উদযাপিত হবে। বিষয়টি উৎসবের উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। 

বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি সিনেমার একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে দেখা হবে। সিকান্দার পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।’ আর নির্মাতা মুরুগাদোস পিঙ্কভিলাকে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ২ ঘণ্টা ২০ মিনিটের ছবিটি মোট দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমার্ধটি ১ ঘণ্টা ১৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধ ১ ঘণ্টা ৫ মিনিটের।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মূলত সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে ‘সিকান্দার’ তৈরি করা হয়েছে। এটি খুব আবেগপূর্ণ একটি চলচ্চিত্র এবং আমরা সালমান স্যারের ভক্ত থেকে শুরু করে জনসাধারণ, পারিবারিক এবং সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করেছি।’ 

তারকাবহুল এই সিনেমায় সালমান, রাশমিকা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমন যোশি, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান এবং যতীন সারনার মতো তারকারা অভিনয় করেছেন। 

/শাকিল