
অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। বেবিগার্ল, আ ফ্যামিলি অ্যাফেয়ার এবং স্পেলবাইন্ডের মতো সিনেমার কারণে ২০২৪ সালে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে তাকে। এ বছরও শুটিং নিয়ে ব্যস্ততা থাকলেও বছরের বাকি সময়ে ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন এ হলিউড তারকা। আগামী ২৭ মার্চ এই অভিনেত্রীর অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘হল্যান্ড’ ছবিটি মুক্তি দেওয়া হবে।
রহস্য থ্রিলার ঘরানার এ ছবিটিতে ৫৭ বছর বয়সী কিডম্যান গ্যাল গার্সিয়া বার্নাল, ম্যাথিউ ম্যাকফ্যাডিন এবং জুড হিলের সঙ্গে অভিনয় করেছেন। বিরতি নেওয়ার পরিকল্পনা নিয়ে হলিউড রিপোর্টারকে নিকোল বলেছেন, ‘২০২৫ আসলে অতটা ক্ষ্যাপাটে হতে যাচ্ছে না। গত বছর আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর এ বছরে ‘হল্যান্ড’ এবং ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’ শিরোনামে আমার দুটি ছবি মুক্তি পাবে। তারপর থেকে বছরের বাকি সময়ের জন্য আমি ছুটিতে যাব।’
তিনি ‘হল্যান্ড’ ছবিতে অভিনয় ছাড়া প্রযোজক হিসেবেও কাজ করেছেন। পরিচালক মিমি কেভের মতে, নিকোল কিডম্যান একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। এই নির্মাতা আরও বলেন, ‘তিনি (নিকোল) সত্যিই পরিচালকদের ওপর অনেক ভরসা রাখেন। তাই কোনো নির্মাতা সিনেমার কাজ শুরু করে দিলে তিনি আর কোনো ধরনের চাপ নেন না।’
কিডম্যানের আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হল্যান্ড’-এ একটি মিডওয়েস্টার্ন শহরের একজন শিক্ষকের গল্প দেখানো হয়েছে যেখানে স্ত্রী তার স্বামীর দুটি সংসার নিয়ে জীবনযাপন করার বিষয়ে সন্দেহ করতে থাকে।
উল্লেখ্য, এই হলিউড অভিনেত্রী আরও জানান ক্যারিয়ারে সাহসী ঝুঁকি নেওয়ার ব্যাপারে তিনি সব সময় উন্মুক্ত।
/শাকিল