
নাচের বিশেষ দক্ষতার জন্য বলিউডে সুপরিচিত নোরা ফাতেহি। হিন্দি সিনেমায় বেশ কিছু আইটেম গানে অংশ নিয়ে দর্শকদের কাছেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার বলিউডে তার সঙ্গে ঘটে যাওয়া তিক্ত এক অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। ইন্ডাস্ট্রিতে কিছু অভিনেত্রী কীভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন সে সম্পর্কে সম্প্রতি মুখ খুলেছেন নোরা।
তিনি আরও জানিয়েছেন, অভিনেত্রীরা তার কাজের সঙ্গে নিজেদের কাজের তুলনা করার জন্য পিআর এজেন্সি নিয়োগ করেছিলেন। তারা নোরার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন। এমনকি তার পেছনে নেতিবাচক কথা বলতেন এমন একজন অভিনেত্রীরও মুখোমুখি হয়েছিলেন আলোচিত এ বলিউড ডান্সার ও অভিনেত্রী।
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে কথা বলতে গিয়ে নোরা ফাতেহি বলেন, “তারা তাদের পিআর এজেন্সিগুলোকে টাকা দিয়ে তাদের এবং আমার ছবি একসঙ্গে করে ক্যাপশন দিত, ‘নোরা শেষ। আমি নতুন নোরা।’ এর জবাবে আমি বলব, এমনটা করো না। এটা খুব হাস্যকর দেখায়। আমি তোমাকে সরাসরি কল দিয়ে এটা করতে নিষেধ করছি না তার মানে এই না যে, তোমার যা খুশি তাই করতে পারো। নিজের কাজ করো এবং শ্রদ্ধাশীল হও।”
এ বলিউড অভিনেত্রী চোটে পড়ার পর সমালোচকদের সুযোগ না দিয়ে কীভাবে ফিরে এসেছিলেন তা স্মরণ করে বলেন, “গোড়ালির চোটে পড়া অবস্থায় আমাকে নিয়ে সংবাদের শিরোনাম করা হয়েছিল ‘নোরা শেষ’। তখনই আমি ঠিক করেছিলাম যে, আমি তোমাদের দেখিয়ে দেব, আমি কে।” পাশাপাশি নোরা বলিউড ইন্ডাস্ট্রির গলাকাটা প্রকৃতির কথা স্বীকার করে জানান, এখানে সবাই সবাইকে ছোট করার চেষ্টা করছে।
মানুষের দ্বিমুখী স্বভাবের সঙ্গে মোকাবিলা করা প্রসঙ্গে এই বলিউড ডান্সার বলেন, ‘আমি মাঝে মাঝেই এমন লোকদের মুখোমুখি হই। কিছুদিন আগেও এমন এক মেয়ের মুখোমুখি হয়েছিলাম যে, আমাকে নিয়ে কথা বলেছিল। কিন্তু আমি তাদের সামনে কোন বাধা হয়ে দাঁড়াতে চাই না।’
প্রসঙ্গত, নোরা ফাতেহি বলিউডে ‘স্ত্রী’, ‘সত্যমেব জয়তে’, ‘অ্যান অ্যাকশন হিরো’ এবং ‘মাদগাও এক্সপ্রেস’-এর মতো সিনেমায় তার নৃত্যের জন্য পরিচিত।
/শাকিল