ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

সাত চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৩০ এএম
সাত চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার
ছবি: সংগৃহীত

এবার সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ঈদে। চ্যানেল আই ঈদের আনন্দ উপভোগ করতে দর্শকদের জন্য বাড়তি মাত্রা যোগ করতেই এ আয়োজন করেছে। চলচ্চিত্রগুলো সম্প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। যে চলচ্চিত্রগুলো দর্শকরা উপভোগ করবেন চ্যানেল আইয়ের পর্দায়, সেগুলো হলো হলো ‘কিল হিম’, ‘দরদ’, ‘আগন্তুক’, ‘গ্রিন কার্ড’, ‘ডেড বডি’, ‘মাকড়সার জাল’ ও ‘মেকাপ’। 

‘কিল হিম’ ২০২৩ সালের ২২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই সিনেমায় জুটি বেঁধেছেন শাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহান। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। 

কাজী মারুফ অভিনীত ও প্রযোজিত ‘গ্রিন কার্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় নায়িকা অন্বেষা রায়। ‘মাকড়সার জাল’ পরিচালনা করেন আকাশ আচার্য্য। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজা চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনা ও পরিবেশনা করেছে এসপি পিকচার্স। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু। 

অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জিসহ অনেকে। 

/শাকিল  

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস দেশসেরা রকস্টার মাহফুজ আনাম।আসছে ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

কনসার্ট নিয়ে আয়োজক সাজ্জাদ বলেন, 'মূলত কোরবানি পরবর্তী এই কনসার্টটি হবে সারা দিনব্যাপী।' আরেক আয়োজক শারমিন হোসেইন বলেন, 'ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটি হবে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট।

৮টি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট মিলবে বলে জানা গেছে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড়!

শিক্ষার্থী এবং গ্রুপ বুকিং করার জন্য যোগাযোগ করা যাবে- এই ঠিকানায়। সরাসরি কল করা যাবে সাজ্জাদ- (318) 880-4439 এবং হাসিনা - (703) 609-4460 - নম্বরগুলোতে।

/রিয়াজ

এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম
এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

‘আতরবিবি লেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। তার আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির অফিশিয়াল টিজার।

টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবি লেন’ সিনেমায় আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।

ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবি লেন সিনেমাটির শুটিং হয়েছে।

সালমানকে হুমকি দেওয়া যুবক আটক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
সালমানকে হুমকি দেওয়া যুবক আটক
ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পেয়ে থাকেন তিনি। বলতে গেলে হুমকি যেনে তার কাছে ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রতিটা দিনই কাটে তার এখন জীবনহানির শঙ্কায়। সম্প্রতি বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন এই বলিউড সুপারস্টার। তার আবাসনেও নাকি হামলা চালাবেন। গত সোমবার হোয়াটসঅ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি দিয়ে সালমান খানকে বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
যুবকের নাম ময়াঙ্ক পাণ্ড্য। আটকের পর বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা!

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হওয়ার পথে? এ নিয়েই চলছে গুঞ্জন।

আইডেনটিটির দুই প্রদর্শনী

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
আইডেনটিটির দুই প্রদর্শনী
ছবিঃসংগৃহীত।

মঞ্চ নাটকের নতুন নাট্যদল ‘ভার্স ল্যাব থিয়েটার’। এই নাট্যদলটি প্রথমবারের মতো নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। দলটির প্রথম নাটকের নাম ‘আইডেনটিটি’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী ১৮ এবং ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি  প্রদর্শনী করবে দলটি। 

এটি একটি একক অভিনয়ভিত্তিক নাটক। এটি রচনা করার পাশাপাশি অভিনয়ও করেছেন রকি খান।  যিনি একই সঙ্গে দলের শিল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‘আইডেনটিটি’ একটি দার্শনিক ও আত্ম-অনুসন্ধানমূলক নাট্যকর্ম, যেখানে রবি নামক চরিত্রটি সমাজে আরোপিত বিভিন্ন ভূমিকা ও প্রত্যাশার মধ্যে নিজের প্রকৃত পরিচয় সন্ধানে যাত্রা করে। নাটকটির কাঠামোতে রবি বিভিন্ন প্রতীকী চরিত্রের মুখোমুখি হয়, যাদের প্রত্যেকে জীবনের ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।

 তাদের মধ্যে রয়েছেন বাস্তববাদী ব্যবসায়ী, সাফল্যনির্ভর যুবক, অন্তর্দর্শী শিক্ষক, প্রেমের প্রতিনিধি, সমাজ-বিদ্রুপকারী, এবং এক আধ্যাত্মিক ফকির। প্রতিটি সাক্ষাৎ রবিকে নতুন উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যায়।নাটকের সমাপ্তিতে চরিত্রটি উপলব্ধি করে যে, পরিচয় কোনো নির্দিষ্ট রূপ নয়, বরং জীবনের অভিজ্ঞতা ও বিভিন্ন ভূমিকায় আবৃত এক জটিল মানবিক নির্মাণ।

এই প্রযোজনাটি সব দর্শকের জন্য বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করেছে নাট্যদলটি।

/ফারজানা ফাহমি

অভিনেত্রী দিলারা জামানকে সম্মাননা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম
অভিনেত্রী দিলারা জামানকে সম্মাননা
ছবিঃসংগৃহীত।

খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এই অভিনেত্রীকে স্মারক সম্মাননা প্রদান করল বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী। অভিনেত্রী দিলারা জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

পহেলা বৈশাখ বেলা সাড়ে ১১টায় বর্ষবরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রধানগণ। বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

সকাল থেকে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নানা ফান, গান, পাপেট শো, পালা গান, মুড়িমুখরি আর পান্তা আয়োজনে উৎসবমুখর থাকে বৈশাখী টেলিভিশন কার্যালয়। 

সংগীত পরিবেশন করেন লামিয়া ঐশ্বর্য, পাখি বাউলিয়ানা, নুসরাত সাথী, ইসফাত আরা রনি, বাউল গরীব মোক্তার, এমআর মানিক, রনি আহমেদ ও বৈশাখীর গানের দল। পহেলা বৈশাখেই আত্মপ্রকাশ ঘটে বৈশাখীর গানের দলের। এ গানের দলের মূল ভোকাল বৈশাখী টেলিভিশনের ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান গান শোনান। 

/ফারজানা ফাহমি