
এবার সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ঈদে। চ্যানেল আই ঈদের আনন্দ উপভোগ করতে দর্শকদের জন্য বাড়তি মাত্রা যোগ করতেই এ আয়োজন করেছে। চলচ্চিত্রগুলো সম্প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। যে চলচ্চিত্রগুলো দর্শকরা উপভোগ করবেন চ্যানেল আইয়ের পর্দায়, সেগুলো হলো হলো ‘কিল হিম’, ‘দরদ’, ‘আগন্তুক’, ‘গ্রিন কার্ড’, ‘ডেড বডি’, ‘মাকড়সার জাল’ ও ‘মেকাপ’।
‘কিল হিম’ ২০২৩ সালের ২২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই সিনেমায় জুটি বেঁধেছেন শাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহান। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।
কাজী মারুফ অভিনীত ও প্রযোজিত ‘গ্রিন কার্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় নায়িকা অন্বেষা রায়। ‘মাকড়সার জাল’ পরিচালনা করেন আকাশ আচার্য্য। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজা চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনা ও পরিবেশনা করেছে এসপি পিকচার্স। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু।
অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জিসহ অনেকে।
/শাকিল