
হলিউডের জনপ্রিয় তারকা গ্যাল গ্যাদত। ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত এই অভিনেত্রী ক্যারিয়ারে ‘রেড নোটিশ’, ‘স্নো হোয়াইট’, ‘জাস্টিস লিগ’-এর মতো জনপ্রিয় সব সিনেমায় কাজ করেছেন। পারিবারিক জীবনে তার চারটি কন্যাসন্তানও রয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে বিরূপ এক মন্তব্য করলেন তিনি। গ্যালের বিশ্বাস, সামাজিক মাধ্যমের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা তরুণীদের মনের জন্য অস্বাস্থ্যকর।
২০০৮ সালে ব্যবসায়ী জারন ভারসানোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা ডুজোর ম্যাগাজিনকে বলেন, ‘আমি সব সময় আমার বাচ্চাদের বলি, আমার জন্য বেড়ে ওঠাটা তোমাদের চেয়ে অনেক সহজ ছিল। তারা সামাজিক মাধ্যমে ব্যবহার করা ফিল্টারের সঙ্গে বেড়ে উঠছে। অথচ তারা মনে করে এটাই বাস্তব। তাদেরকে আমি বলব, তোমরা বাইরে যেটা দেখ, সেটা মিথ্যা ছাড়া আর কিছু নয়। বর্তমান পৃথিবী একটি মেয়ের জন্য খুবই বিভ্রান্তিকর।’
গ্যাল গ্যাদতের শৈশবে তার বাড়ি কেমন ছিল সে সম্পর্কে বলেছিলেন, ‘খুব, খুব শান্ত ছিল। তবে বর্তমানে নিজের পারিবারিক জীবন নিয়ে মজা করে এ অভিনেত্রী বলেছিলেন, এখন অনেক বিশৃঙ্খল।’
বাড়ির হই-হুল্লোড় ভীষণ উপভোগ করেন জানিয়ে গ্যাদত বলেছিলেন, ‘আমি আসলে এমন একটি পরিবারই চেয়েছিলাম। যদি তুমি আমার বাড়িতে আসো তা হলে দেখতে পাবে আমার বাচ্চাদের মধ্যে হাসি-কান্না-লড়াই সবকিছু্ই চলে। এটি আবেগের সম্পূর্ণ এক পরিসর, যেটা আমি অনেক বেশি পছন্দ করি।’
প্রসঙ্গত, এ অভিনেত্রী সব সময়ই তার অভিনয় ক্যারিয়ার এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেন। অতীতেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।
/শাকিল