ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম
সামাজিক মাধ্যমে বিভ্রান্তি
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা গ্যাল গ্যাদত। ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত এই অভিনেত্রী ক্যারিয়ারে ‘রেড নোটিশ’, ‘স্নো হোয়াইট’, ‘জাস্টিস লিগ’-এর মতো জনপ্রিয় সব সিনেমায় কাজ করেছেন। পারিবারিক জীবনে তার চারটি কন্যাসন্তানও রয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে বিরূপ এক মন্তব্য করলেন তিনি। গ্যালের বিশ্বাস, সামাজিক মাধ্যমের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা তরুণীদের মনের জন্য অস্বাস্থ্যকর। 

২০০৮ সালে ব্যবসায়ী জারন ভারসানোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা ডুজোর ম্যাগাজিনকে বলেন, ‘আমি সব সময় আমার বাচ্চাদের বলি, আমার জন্য বেড়ে ওঠাটা তোমাদের চেয়ে অনেক সহজ ছিল। তারা সামাজিক মাধ্যমে ব্যবহার করা ফিল্টারের সঙ্গে বেড়ে উঠছে। অথচ তারা মনে করে এটাই বাস্তব। তাদেরকে আমি বলব, তোমরা বাইরে যেটা দেখ, সেটা মিথ্যা ছাড়া আর কিছু নয়। বর্তমান পৃথিবী একটি মেয়ের জন্য খুবই বিভ্রান্তিকর।’ 

গ্যাল গ্যাদতের শৈশবে তার বাড়ি কেমন ছিল সে সম্পর্কে বলেছিলেন, ‘খুব, খুব শান্ত ছিল। তবে বর্তমানে নিজের পারিবারিক জীবন নিয়ে মজা করে এ অভিনেত্রী বলেছিলেন, এখন অনেক বিশৃঙ্খল।’ 

বাড়ির হই-হুল্লোড় ভীষণ উপভোগ করেন জানিয়ে গ্যাদত বলেছিলেন, ‘আমি আসলে এমন একটি পরিবারই চেয়েছিলাম। যদি তুমি আমার বাড়িতে আসো তা হলে দেখতে পাবে আমার বাচ্চাদের মধ্যে হাসি-কান্না-লড়াই সবকিছু্ই চলে। এটি আবেগের সম্পূর্ণ এক পরিসর, যেটা আমি অনেক বেশি পছন্দ করি।’ 

প্রসঙ্গত, এ অভিনেত্রী সব সময়ই তার অভিনয় ক্যারিয়ার এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেন। অতীতেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। 

/শাকিল  

 

অভিনয় ও রাজনীতিকে বিদায় বললেন সোহেল রানা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম
অভিনয় ও রাজনীতিকে বিদায় বললেন সোহেল রানা
কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। ছবি: সংগৃহীত

অবশেষে ৫২ বছরের অভিনয় জীবন ও রাজনীতিকে বিদায় জানালেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।

বাংলাদেশের শুরু থেকেই চলচ্চিত্রের সঙ্গে জড়িত। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এটি মুক্তি পায় ১৯৭২ সালে। এর দুই বছর পর অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ।

কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা হিসেবে, ‘মাসুদ রানা’ সিনেমা দিয়ে। এর পরিচালনাও করেছিলেন তিনি।

৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব ছিলেন সোহেল রানা।

অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিনয়কে বিদায় জানালেন গুণী এই অভিনেতা। সেই সঙ্গে জানালেন, রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে আর দেখা যাবে না। দেশের একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সোহেল রানা।

বর্ষীয়ান এ অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম।

সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। চলতে চলতে তো এক পর্যায়ে শেষ হতেই হয়। অভিনয়কে বুকের মধ্যে আমি লালন করলেও আমাকে আর প্রফেশনাল অভিনয়ে দেখা যাবে না। আমি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

সোহেল রানা বলেন, ‘আমাকে আর নতুন করে পর্দায় দেখা যাবে না।

শরীরও আর আগের মতো সাপোর্ট করছে না। কিন্তু এখনো একটি সিনেমা পরিচালনা করার শখ রয়েছে আমার। তবে মনে হচ্ছে, বয়সে আর সেটি কুলাবে না।’

তিনি বলেন, ‘অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ হচ্ছে বয়স। আমার বয়স এখন ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হলে বেশ অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। শারীরিক পরিস্থিতির জন্য এসব পারছি না। এখন থাকার অর্থ জোর করে থাকা।’

সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এটি মুক্তি পায় চলতি বছর জানুয়ারিতে।

সোলস-এর সুবর্ণজয়ন্তী চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলে কনসার্ট ২ মে

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম
চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলে কনসার্ট ২ মে
ছবি: সংগৃহীত

দেশের কিংবদন্তি রক ব্যান্ড ‘সোলস’ তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ কনসার্ট। আগামী ২ মে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত হবে এই স্মরণীয় সংগীতসন্ধ্যা, যার শিরোনাম ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। এতে গাইবেন চট্টগ্রামের সন্তান পার্থ বড়ুয়া। 

গত বুধবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই এক্সক্লুসিভ শোর ঘোষণা দেয় এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। যেখানে উপস্থিত ছিলেন আয়োজক, স্পন্সর ও ব্যান্ড সদস্যরা।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম (কি-বোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) প্রমুখ।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে সোলসের জনপ্রিয় লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘আরা চিটাংগা, সোলস আঁরার, অনরা বেগ্গুন চলি আইয়ুন আঁরার কনসার্ডত।’ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘সোলস কেবল একটি ব্যান্ড নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণার নাম।’ 

এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ বলেন, ‘এটি শুধুই একটি বছরপূর্তির কনসার্ট নয়, এটি হচ্ছে এক ঐতিহাসিক সংগীতযাত্রার শ্রদ্ধাঞ্জলি। সেদিন রাতটা হবে সুর, স্মৃতি ও আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া।’ 

সোলস ব্যান্ডের মারুফ হাসান রিয়েল বলেন, ‘যারা সোলস-এর গান শুনে বড় হয়েছেন এবং যারা এখনো আবিষ্কার করছেন সেই জাদুকরী সুর, এই সন্ধ্যা উৎসর্গ করছি তাদের সবাইকে। এটি কেবল কনসার্ট নয়, চট্টগ্রামের সংস্কৃতি এবং দেশের সংগীত ঐতিহ্যের গর্বিত এক উদ্‌যাপন।’
আয়োজকরা জানিয়েছেন, এই এক্সক্লুসিভ শোর টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল থেকে এবং অনলাইনে পাওয়া যাবে https://mastercard.sslcommerz.com/souls50/ এই সাইটে। 

মাস্টারকার্ড-এর কার্ড ব্যবহারকারীরা পাবেন ২০ শতাংশ ফ্ল্যাট ছাড়। এ ছাড়া সরাসরি কিনতে চাইলে দর্শকরা যেতে পারবেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্কে। 

সোলস-প্রেমীরা অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর মাস্টারকার্ড-এর অফিশিয়াল ফেসবুক পেজগুলোতে। 

/শাকিল  

‘স্টার ওয়ার্স’ থেকে সরে দাঁড়ালেন মাইকি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পিএম
‘স্টার ওয়ার্স’ থেকে সরে দাঁড়ালেন মাইকি
ছবি: সংগৃহীত

সর্বশেষ অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘আনোরা’খ্যাত হলিউড অভিনেত্রী মাইকি ম্যাডিসন। এরপর ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র নির্মাতা শন লেভির পরিচালনায় নতুন একটি ‘স্টার ওয়ার্স’ সিনেমায় কাজ করার কথা ছিল তার। কিন্তু ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, মাইকির এই ছবিটিতে আর কাজ করা হচ্ছে না। 

অস্কার জয়ের পর আলোচনায় থাকা প্রথম সিনেমাটি থেকেই সরে দাঁড়ালেন এ অভিনেত্রী। ছবিটির চিত্রনাট্য লিখেছেন জোনাথন ট্রপার এবং এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রায়ান গসলিং। আর এর মাধ্যমে রায়ান নামে কানাডার দুই চলচ্চিত্র তারকার সঙ্গেই কাজ করা পরিচালকদের বিরল এক তালিকায় নাম লিখতে যাচ্ছেন লেভি। ছবিটিতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন লুকাস ফিল্মের সভাপতি ক্যাথলিন কেনেডি। 

সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি। জানা গেছে, এটি স্কাইওয়াকার সাগার সঙ্গে সম্পর্কিত নয়। সর্বশেষ ‘স্টার ওয়ার্স’ সিরিজের ‘স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার’ ছবিটি মুক্তি পেয়েছিল।

স্টার ওয়ার্সের মুক্তিপ্রাপ্ত পরবর্তী ছবি ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। সম্প্রতি শুটিং শেষ হওয়া এই সিনেমাটি ২০২৬ সালের ২২ মে মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। 

আর ম্যাডিসনের কথা বলতে গেলে, ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী এফএক্স সিরিজ ‘বেটার থিংস’-এর পাশাপাশি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন... হলিউড’ এবং ‘স্ক্রিম ৫’-এর জন্য পরিচিত। কিন্তু শন বেকারের ‘আনোরা’ ছবিটি তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। 

/শাকিল  

‘নো এন্ট্রি ২’-তে অদিতি রাও!

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম
‘নো এন্ট্রি ২’-তে অদিতি রাও!
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অদিতি রায় হায়দারি। দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘হীরামন্ডি’ সিনেমার পর এবার কমেডি সিনেমা ‘নো এন্ট্রি ২’-এর মাধ্যমে পর্দায় আসতে যাচ্ছেন এই বলিউড সুন্দরী। ইতোমধ্যে খবরটি বেশ আলোড়ন তুলেছে। 

এর প্রথম কিস্তি ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।  কমেডি জনরার এই ছবিটি সেবার দর্শকদের থেকে তুমুল প্রশংসিত হয়েছিল। অনেক প্রতীক্ষার পর অবশেষে এটির দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। পিপিং মুনের প্রতিবেদন অনুসারে, অদিতি ছাড়াও আরও বেশ কজন তারকা শিল্পীর এটিতে কাজ করার কথা রয়েছে। ইতোমধ্যেই ‘নো এন্ট্রি ২’-এর অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তামান্না ভাটিয়া। 

আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রের জন্য এখন অদিতি রাওয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে ২০০৫ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান খান, অনিল কাপুর ও ফারদিন খানের জায়গায় এবার অভিনয় করবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও দিলজিৎ দোসাঞ্জ। তাই পুরুষ চরিত্রগুলো নিয়ে ভক্তদের মাঝে কিছুটা হতাশা থাকলেও নতুন চরিত্রগুলোর কমিক টাইমিংয়ের জন্য ভালো কিছুরই আশা করা হচ্ছে। 

আগের সালমান, অনিল ও ফারদিনকে নিয়ে গড়া এই তারকা ত্রয়ীকে দ্বিতীয় কিস্তিতে না রাখার কারণ সম্পর্কে প্রযোজক বনি কাপুর জানান, মূলত সম্মিলিতভাবে প্রত্যেকের সময়সূচি না মেলায় তাদের নিয়ে এই ছবিতে কাজ করা সম্ভব হচ্ছে না। এই সিনেমার শুটিং শেষ করতে টানা ২০০ দিনের সময়সূচির প্রয়োজন, যেটা তারা দিতে পারছেন না। ফলে নতুনদের নিয়ে কাজ করতে হচ্ছে। 

ছবিটি ২০২৫ সালের দেওয়ালিতে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বনি। প্রসঙ্গত, তামান্নার পাশাপাশি অদিতির সংযোজন নিশ্চিতভাবেই ছবিটিতে বিশেষ মাত্রা যোগ করবে। 

/শাকিল  

গৌরীর রেস্তোরাঁতে নকল খাবার পরিবেশনের অভিযোগ, ব্যাখ্যা দিল রেস্তোরাঁ টিম

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫১ পিএম
গৌরীর রেস্তোরাঁতে নকল খাবার পরিবেশনের অভিযোগ, ব্যাখ্যা দিল রেস্তোরাঁ টিম
শাহরুখ পত্নী গৌরী এবং অভিযোগকারী ইউটিউবার সার্থক সচদেব ছবি: সংগৃহীত

সম্প্রতি নেতিবাচক খবরের কারণে শিরোনাম হলো শাহরুখ পত্নী গৌরী খানের রেস্তোরাঁ 'তোরি'। গৌরীর রেস্তোরাঁতে নকল পনির পরিবেশন করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার সার্থক সচদেব। আর তাঁর এমন অভিযোগের কারণেই সমালোচনার মুখে পড়েছে 'তোরি'।

সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ওই ব্যক্তিত্ব গৌরী খানের ‘তোরি’ সহ একাধিক তারকার রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়েছেন। আর সমস্ত রেস্তোরাঁতে গিয়েই তিনি পরিক্ষা করেছেন, সেখানকার পনির আসল নাকি নকল। তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

এর আগে তিনি বিরাট কোহলি, ববি দেওল, শিল্পা শেঠি প্রত্যেকের রেস্তোরাঁতে গিয়ে পনিরের গুণগত মানের ইতিবাচক রিভিউ দিয়েছিলেন। তবে গৌরীর রেস্তোরাঁয় পরিবেশিত পনিরের পরীক্ষা করে তিনি অবাক হন।

ভিডিওতে দেখা গেছে, 'তোরি'তে পরিবেশিত পনিরের উপর আয়োডিন ফেলে পরীক্ষা করতেই তিনি দেখেন সাদা পনির পুরো কালো হয়ে গেছে। সাধারণত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতেই এই পরীক্ষা পদ্ধতি ব্যবহৃত হয়। আয়োডিনের সংস্পর্শে এলে পনির কালো কিংবা নীল হয়ে যায়।

তবে ভিডিওটির কমেন্ট বক্সে 'তোরি' রেস্তোরাঁর টিম প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা দাবি করেছেন, 'আয়োডিন পরীক্ষা পনিরে স্টার্চের উপস্থিতি প্রমাণ করে, পনির নকল না আসল, সেটার সত্যতা যাচাই করে না। যেহেতু আমাদের পরিবেশিত পনিরে সোয়া-ভিত্তিক উপাদান রয়েছে, তাই পনিরের রং বদলে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা অতিথিদের বিশুদ্ধ পনির পরিবেশন করি। এতে কোনো ভেজাল নেই।'

বিষয়টি নিয়ে ভারতের নয়ডার পুষ্টিবিদ কিরণ সোনিও 'তোরি'র মতো একই তথ্য জানিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

/রিয়াজ