
বলিউডের অন্যতম সেরা অভিনেতা রনবীর কাপুর। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বর্তমানে ক্যারিয়ারে বসন্ত হাওয়া বইছে তার। সামনেও ‘অ্যানিমেল পার্ক’, ‘ব্রহ্মাস্ত্র-২’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আসন্ন সিনেমাগুলো সম্পর্কে কথা বলেছেন রনবীর কাপুর।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সিকুয়েল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রহ্মাস্ত্র-২ এমন একটি সিনেমা যেটার স্বপ্ন অয়ন (পরিচালক) অনেকদিন ধরে লালন করে আসছেন। তিনি এখন ‘ওয়ার-২’-এর শুটিং নিয়ে ব্যস্ত এবং এটি মুক্তি পাওয়ার পর ‘ব্রহ্মাস্ত্র-২’-এর প্রি-প্রোডাকশন শুরু করবেন তিনি। সিনেমাটি আমরা অবশ্যই করব এবং সামনে আরও আকর্ষণীয় ঘোষণা আসবে।’
পাশাপাশি ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামে নির্মাতা সঞ্জয়লীলা বনসালির সঙ্গে আরেকটি ছবিতে কাজ করবেন রনবীর। এখানে আরও থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বনসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন এই অ্যানিমেল তারকা।
দীর্ঘদিন পর আবারও বনসালির ছবিতে কাজ করা নিয়ে রনবীর বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকেরই আলিয়া, ভিকির মতো অভিনেতা এবং বনসালির মতো নির্মাতার পরিচালনায় কাজ করার স্বপ্ন থাকে। ১৭ বছর আগে আমি তার সঙ্গে কাজ করেছিলাম। আবার একসঙ্গে কাজের সুযোগ পেলাম। আমি বনসালির মতো পরিশ্রমী যে কিনা চরিত্র, আবেগ, সংগীত, ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় মূল্যবোধ এতোটা ভালো বুঝতে পারে এমন আর কাউকে দেখিনি।’
সঞ্জয়লীলা বনসালি সম্পর্কে এ তারকা অভিনেতা আরও যোগ করেন, ‘যদি শুধু তার সেটের কথা বলি, তাহলে বিষয়টি খুব ক্লান্তিকর। কেননা দীর্ঘ সময়ের জন্য প্রক্রিয়াটি কিছুটা কঠিন হতে পারে। তবে শিল্পী হিসেবে এটি খুবই সন্তোষজনক কারণ আমি মনে করি, তিনি সত্যিই শিল্পকে লালন করেন।’
/শাকিল