
এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ফায়ার ফাইটার হিসেবে। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘ফায়ার ফাইটার: এ সাইলেন্ট হিরো’। এতে ইরফান সাজ্জাদ একজন অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক।
জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গল্পে দেখা যাবে যে ইরফান নানা সমস্যার মধ্য দিয়ে তার জীবন পার করে। একটা মেয়েকে তিনি ভালোবাসেন, তার সঙ্গে একপর্যায়ে বিয়েও ঠিক হয়। কিন্তু দেশের প্রয়োজনে বিয়ের আগের দিন একটি অপারেশনে যেতে হয় ইরফানকে। সেখানে এই অগ্নিযোদ্ধার মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। একজন অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান দুর্দান্ত অভিনয় করেছেন।’
এ সম্পর্কে ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা গল্পটা জুবায়ের ভাইয়ের। সত্যি বলতে কী সময় সুযোগ এবং বাজেট সবমিলিয়ে ব্যাটে বলে হচ্ছিল না বিধায় কাজটা করা হয়ে উঠছিল না। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেওয়ার বিষয় রয়েছে।
সত্যি বলতে কী আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা ওঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমি আমার ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। কীভাবে কী করতে হয় তা যথাযথভাবে জানার চেষ্টা করেছি। মূলকথা একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
তিনি আরও বলেন, ‘আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’ আগামী ঈদে ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য আগামী ঈদে ‘আযান’, ‘গ্যাংস্টার ব্রোস’, ‘সুখ নদীর ওপাড়ে’, ‘নিয়নের শহরে’সহ আরও বেশকিছু নাটকে দেখা যাবে ইরফান সাজ্জাজকে। এ ছাড়া হানিফ সংকেতের ঈদ নাটকেও দেখা যাবে তাকে।