
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে মর্যাদাপূর্ণ এই উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুশকা শর্মা, সোনম কাপুরের মতো তারকারাও লাল গালিচায় হেঁটেছেন। এবার এ তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন আলিয়া। সম্প্রতি জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী আসন্ন কানে তিনি আত্মপ্রকাশ করবেন বলে জানিয়েছিলেন।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম এই আসরটি ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটির মনোনয়ন এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। অভিনয়ের মাধ্যমে বরাবরের মতো দর্শকপ্রিয় এ তারকা এবার কানে অভিষেক করে তার মুকুটে আরও একটি পালক যোগ করতে প্রস্তুত।
অবশ্য আলিয়ার আগে বেশ কয়েকজন ভারতীয় কানে অংশ নিয়ে সম্মানজনক খেতাবও জিতেছেন। এই যেমন, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে তার অভিষেকের পর থেকে চলচ্চিত্র উৎসবটিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। দীপিকাও ২০১০ সাল থেকে কানের লাল গালিচায় নিয়মিত তার সৌন্দর্য পরিবেশন করে আসছেন। এ ছাড়া সোনম, প্রিয়াঙ্কা এবং অনুশকাও এই তালিকায় আছেন।
গত বছর পায়েল কাপাডিয়া তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য ‘গ্র্যান্ড পিক্স’ জিতেছিলেন। এ ছাড়া ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য অনসূয়া সেনগুপ্ত প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। আর গত বছর পুনের এফটিআইআই-এর চিদানন্দ এস নায়ারের তৈরি ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লা সিনেফ’ পুরস্কার লাভ করেছিল।
বর্তমানে আলিয়ার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। শেষবার তাকে বেদাং রায়নার সঙ্গে ‘জিগরা’ ছবিতে দেখা গিয়েছিল। আর এখন তিনি সঞ্জয়লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য নিজেকে প্রস্তুতি করছেন। যশরাজ ফিল্মসের আসন্ন ‘আলফা’ ছবিতেও অভিনয় করবেন রনবীরপত্নী।
/শাকিল