
বহুগুণে গুণান্বিত আমেরিকান অভিনেতা উইল স্মিথ। অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে খ্যাতিমান এই অভিনেত যে একাধারে প্রযোজক এবং র্যাপার এটা হয়তো খুব বেশি মানুষ জানে না।
এবার নিজের গানের প্রতিভা জানান দিতে আগামী ২৮ মার্চ গানের দ্বিতীয় অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছেন জনপ্রিয় এ মার্কিন অভিনেতা। গত ১৪ মার্চ এই ঘোষণা দেন ‘মেন ইন ব্ল্যাক’খ্যাত এই তারকা। পূর্ণদৈর্ঘ্য এ অ্যালবামটির নাম ‘বেজড অন আ ট্রু স্টোরি।’
অ্যালবামে তার সহযোগী হিসেবে আরও আছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর এবং জ্যাক রস। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে অ্যালবামের কভার শেয়ার করে স্মিথ লিখেছেন, ‘আর মাত্র দুই সপ্তাহ বাকি। আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। এটা আনুষ্ঠানিক ঘোষণা। আপনাদের সবার কাছে এটা পৌঁছে দিতে আমি উন্মুখ হয়ে আছি।’
উল্লেখ্য, উইল স্মিথ ২০০৫ সালের মার্চ মাসে তার গানের প্রথম অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ করেছিলেন।
/শাকিল